Advertisement
হেমন্ত রাইড # ৪১২ এই শুক্রবার আমরা যাচ্ছি মুড়াপাড়া জমিদার বাড়ি।
রুটঃ
রাজধানী স্কুল - বসুন্ধরা কনভেনশন সেন্টার- কাঞ্চন ব্রিজ - মুড়াপাড়া জমিদার বাড়ি - ইছাখালি - কায়েতপাড়া - দাসেরকান্দি - ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি
দূরত্বঃ ৫০+ কিমি
একটি খেয়া পারাপার আছে
বিশেষ সতর্কতাঃ সাঁতার না জেনে পানির আশেপাশে কেলাকেলি করা বিপজ্জনক।
হাজিরা:
সকাল ৬:০০
রাইড শুরু:
রাজধানী স্কুল: ৬:১৫
বসুন্ধরা কনভেনশন সেন্টার: ৬:৩৫
রাইড শুরুর স্থান: রাজধানী উচ্চ বিদ্যালয়, মানিক মিয়া এভিনিউ।
রাইড শেষ: বেলা ১১: ৩০ এ
★★ অবশ্যই হেলমেট, গ্লাভস পরিধান করে আসতে হবে। এ ব্যাপারে ছাড় দেয়া হবেনা।
★★ সবাই এক লিটার পানির বোতল সাথে রাখবেন।
যোগাযোগঃ
শিপন : ০১৭১৪৩৯৬৭৬৬
জেফরি : ০১৯৭১০৪৯১৩৮
"আমি নিয়মগুলি পড়েছি এবং এই ঘটনাটির প্রকৃতি বুঝতে পেরেছি। আমি সম্মত হলাম যে আমি নিজের ঝুঁকিতে এই ইভেন্টে প্রবেশ করছি এবং ইভেন্টের সময় আমার নিরাপত্তা ও কর্মের জন্য আমি পূর্ণ দায়িত্ব নেব। এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না। "
Advertisement
Event Venue & Nearby Stays
রাজধানী উচ্চ বিদ্যালয়, Car Haat LTD., মানিক মিয়া এভিনিউ, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh