Advertisement
আসসালামু আলাইকুম, প্রিয় হাজারীবাগবাসী আপনারা জেনে খুশি হবেন, DFH (দুরন্ত ফাউন্ডেশন হাজারীবাগ) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা হাজারীবাগের ইতিহাসের প্রথম একটি রান ইভেন্টের আয়োজন করেছি। সুস্থ থাকার জন্যে রান করে সবাই এগিয়ে যাচ্ছে, তাহলে পুরান ঢাকার মানুষেরা সুস্থতায় কেন পিছিয়ে থাকবেন ? তাই আমরা এবার (Run For Health) নিয়ে কাজ শুরু করেছি , যারাই এখানে রান করবে তারা সকলেই হাজারীবাগকে মাদকমুক্ত রেখে সু-স্বাস্থ্যকর সমাজ গড়তে এবং DFH এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে রান করবেন।
Hazaribagh Runners 2.5K Run - 2025 এই ম্যারাথনটির উদ্দেশ্য শুধু দৌড়ানো নয় বরং এটি এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সুন্দর জীবন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সুশীল সমাজ গঠনের একটি পদক্ষেপ।
বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।
ধন্যবাদ সবাইকে 🤗❤️
Advertisement
Event Venue & Nearby Stays
Hazaribagh Bazar, Dhaka, Bangladesh