নাফাখুম-আমিয়াখুম-ভেলাখুম ভ্রমণে Hit The Trail

Thu, 29 Jan, 2026 at 10:00 pm to Tue, 03 Feb, 2026 at 06:00 am UTC+06:00

Amiakhum - আমিয়াখুম জলপ্রপাত | Chittagong

Md Ataul Islam
Publisher/HostMd Ataul Islam
\u09a8\u09be\u09ab\u09be\u0996\u09c1\u09ae-\u0986\u09ae\u09bf\u09df\u09be\u0996\u09c1\u09ae-\u09ad\u09c7\u09b2\u09be\u0996\u09c1\u09ae \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 Hit The Trail
Advertisement
এটি Hit The Trail এর একটা কমার্শিয়াল ট্রেকিং ইভেন্ট।
🔆আমাদের গ্রুপের সব ইভেন্ট সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুকে গ্রুপে এড হতে পারেন।
💛 ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/hitthetrailbd/
🧡 ফেসবুক পেইজঃ https://www.facebook.com/hitthetrailbd/
💚 ইন্সটাগ্রাম পেইজঃ https://www.instagram.com/hit.the.trail/
*** এই ট্যুরে গেলে আপনার শরীরের উপর বেশ ধকল যাবে, সেই ধকল সামলানোর মানসিকতা থাকলে ট্যুরে কনফার্ম করবেন। পরে ট্যুরে যেয়ে কেউ আমাদের দোষারোপ করবেন এটা আমরা চাই না।
আর দয়া করে পুরোপুরিভাবে “ইভেন্ট ডিটেইলস” পড়ে নিবেন এবং ভ্রমনের ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত হলেই “Going” এ ক্লিক করবেন....একেবারে শিওর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়। আর যারা যাবেন কিনা শিওর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন।
বান্দরবান বললেই আমাদের মনে ভেসে ওঠে এক অপার্থিব সুন্দর জায়গা, যেখানে রয়েছে অপরূপ ঝর্ণা, সারাবেলা মেঘের দুষ্টুমি, মনোমুগ্ধকর পাহাড়ি নদী, বিচিত্র জীবনধারা। বার বার এমন জায়গায় ফিরে যেতে ইচ্ছে করে। সেই ভালোলাগার পালে আরেকটু দোলা দিতে “Hit The Trail” নিয়ে এলো এডভেঞ্চারাস বান্দরবান ট্যুর। অমিয়াখুমে ক্যাম্পফায়ার, তাঁবু টানিয়ে ঘুমানো, রান্না করে রাতে কলা পাতায় খাবার খাওয়া, আকাশ ভরা তারার রাজ্য দেখা এবং অবারিত ঝর্নার শব্দ আপনার মনে এনে দিবে এক স্বর্গীয় প্রশান্তি।
.
>> ⏱যাত্রার তারিখঃ ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার রাত ১০ টায় ফকিরাপুল থেকে)
⏱ ফেরার তারিখঃ ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার সকাল ৬/৭ টায় ঢাকায়)
>> #ভ্রমণের_খরচঃ ১০৫০০/- টাকা প্রতি জন।
.
কনফার্ম করার শেষ সময়ঃ ২৩ জানুয়ারি , ২০২৬
.
>>⚡ ভ্রমণের স্থান সমুহঃ
----------------------------
◙ নাফাখুম জলপ্রপাত ◙ আমিয়াখুম জলপ্রপাত ◙ ভেলাখুম ◙ নাইক্ষাংমুখ ◙ সাতভাইখুম ◙ থুইসাপাড়া
◙ রেমক্রি ফলস ◙ তিন্দু ◙ বড় পাথর ◙ রাজা পাথর ◙ সাঙ্গু নদী ◙ থানচি।
>>ভ্রমন প্ল্যান:-
২৯/০১/২০২৬ (বৃহস্পতিবার) :- ঢাকা থেকে রাতের নন-এসি বাসে আলিকদম/বান্দরবান এর উদ্দেশে যাত্রা শুরু
৩০/০১/২০২৬ (শুক্রবার) :- বান্দরবান/আলিকদম > থানচি (জিপ) > রেমাক্রি ( বাই বোট) > থুইসাপাড়া (ট্রেকিং)। নাইট স্টে থুইসা পাড়ায়।
৩১/০১/২০২৬ (শনিবার) :- থুইসাপাড়া > অমিয়াখুম (ট্রেকিং) > ভেলাখুম > থুইসাপাড়া।
০১/০২/২০২৬ (রবিবার):- থুইসাপাড়া >ক্রাইক্ষ্যং-১,২ > নাফাখুম (ট্রেকিং)। নাইট স্টে নাফাখুম পাড়ায়।
০২/০২/২০২৬ (সোমবার):- নাফাখুম > রেমাক্রি > লাংলোক > তিন্দু > থানচি (বাই বোট) > বান্দরবান/আলিকদম (জিপ)।
বান্দরবান/আলিকদম থেকে রাতের বাসে ঢাকার উদ্দেশে যাত্রা।
০৩/০২/২০২৬ :- ভোরে ৬/৭টার মধ্যে ঢাকায় পৌঁছানো।
*** যেহেতু দূর্গম পাহাড়ি পথ, তাই পথিমধ্যে যেকোন পরিস্থিতির কারণে রুট প্ল্যান টিম লিডার + গাইডের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এবং এই র‍্যুটে যেহেতু পারমিশন নিয়ে ঝামেলা করে, সেহেতু কোন কারণে ক্যাম্পিং না করতে পারলে আমাদের টিমকে কোন প্রকার দোষারোপ করা যাবেনা এবং কোন টাকা ব্যাক চাওয়া যাবে না।
❑ 📍 #টাকা_জমা_দেবার_নিয়মঃ
------------------------------
আমাদের সাথে যাবার জন্য ৫১০০ টাকা (অফেরতযোগ্য) bKash/Rocket/Nagad সেন্ড মানি করতে হবে। চাইলে দেখা করেও দিতে পারেন।
* এডভান্সকৃত টাকা সম্পূর্নভাবে অফেরতযোগ্য
🧿 #বিকাশ_নাম্বারঃ 01672970714 (পারসোনাল)
🧿 #নগদঃ 01520080203 (পারসোনাল)
🧿 #রকেট_নাম্বারঃ 01520080203-2 (পারসোনাল)
🧿 #ব্যাংকঃ ব্যাংক একাউন্টেও টাকা জমা দিতে পারেন।
Bank Name: Bank Asia Limited
Branch Name: Mirpur Branch, Dhaka.
Account Name: Md. Ataul Islam
Account Number: 02934009161
.
bKash/Rocket/Nagad করেই সাথে সাথে event wall এ অথবা 01520080203 (মাসুম) নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না। বাদ বাকি টাকা ইভেন্টের দিন কালেক্ট করা হবে।
.
যেকোনো প্রয়োজনে - 01520080203
______________________________________
প্রয়োজনীয় :-
# জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা স্টুডেন্ট আইডি এর ৬ টি ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে।
#লাইফ জ্যাকেট মাস্ট নিতে হবে। যার নেই তিনি থানচি থেকে ভাড়া নিতে পারবেন।
১) হালকা ব্যাগপ্যাক..
২) ৩/৪ দিন এর উপযোগী হালকা কাপড়
৩) লুঙ্গী, গামছা
৪) সানগ্লাস, ক্যাপ
৫) ক্যামেরা ( ছবি তো তুলতেই হবে)
৬) পলিথিন.. ( মোবাইল, ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাচানোর জন্য)
৭) হালকা খাবার ( চকলেট, বিস্কিট, মাংগোবার, খেজুর, বাদাম, স্যালাইন, নুডলস, কফি, সুপ)
৮) টর্চ ও লাইটার
১০) পানির বোতল
১১) স্টিলের মগ ও চামচ
১২ টুথপেস্ট, ব্রাশ
১৩) ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল (জুতা নতুন হলে সাথে অবশ্যই এক জোড়া মোজা নিয়ে নিবেন)
১৪) এংলেট, নি-গার্ড
১৫) ম্যালেরিয়ার প্রতিষেধক (Doxicap Capsule)
১৬) টয়লেট টিস্যু
🎪 >> যা থাকবেঃ
✅ ঢাকা-বান্দরবান-ঢাকা ( নন-এসি বাসের টিকেট)
✅ বান্দরবান - থানচি ( যাওয়া-আসা রিজার্ভ চান্দের গাড়িতে করা হবে)
✅ থানচি - পদ্মঝিরি রিজার্ভ বোট ভাড়া
✅থানচি - রিমাক্রি রিজার্ভ বোট ভাড়া
✅গাইডের খরচ
✅ তিন বেলার খাবার ( ট্রেকিংরত অবস্থায় দুপুরের খাবার ম্যানেজ করা সম্ভব হবেনা।)
✅ থাকার খরচ ( থাকা আদিবাসী কটেজে হবে। ঢালাও ভাবে থাকা কিন্তু মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে)
✅ এটি মোটেও রিলাক্সিং ট্যুর নয়। গ্রুপের সাথে মানিয়ে চলতে পারবে এবং চ্যালেঞ্জ নিতে সক্ষম এমন হতে হবে।
🔴যা থাকবে না:-
❎ব্যক্তিগত মেডিসিন ও ব্যক্তিগত খরচ।
❎যাত্রা পথে ও যাত্রা বিরতিতে কোন খাবার দেয়া হবে না।
❎কোন পোর্টারের খরচ। পোর্টার ইউজ করলে তার খরচ সেই ব্যক্তিকে বহন করতে হবে।
❎উপরে উল্লেখিত "যা থাকবে" তার বাইরের সবকিছু।
** #শর্ত_সমুহঃ
- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
- খুব হালকা ব্যাগ প্যাকিং করতে হবে। ব্যাগ ভারী হলে ট্যুরে যেয়ে প্যারা খাবেন। আর নিজের ব্যাগ নিজেকেই ক্যারি করতে হবে। পোর্টার দ্বারা ব্যাগ ক্যারি করালে পোর্টারের আলাদা চার্জ আপনাকে বহন করতে হবে।
- ড্রাই ফুড ক্যারি করবেন নিজের সাথে। ট্যুর চলাকালীন সময়ে দুপুরের খাবার ম্যানেজ করা সম্ভব হবে না। নিজের সাথে থাকা ড্রাই ফুড দিয়ে তখন কাজ চালিয়ে নিতে হবে।
- যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, পাস্টিক বোতল/জার, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিসমের কোন ক্ষতি না হয়, সেইটা সর্বোচ্চ বিবেচ্য বিষয় যেন হয়। আমরা আমাদের প্রকৃতিকে সুস্থ রাখার ব্যাপারে বদ্ধ পরিকর।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
- আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
- দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।
- লাইফ জ্যাকেট নিয়ে নেবেন।
- বাসের সিট বণ্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে। অর্থাৎ যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবে।
- যারা চিটাগাং থেকে উঠবেন তারা সিট ফাকা থাকলে সিট পাবেন। অন্যথায় বনেটের উপর বসে যেতে হবে।
** এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবেন, তবে অবশ্যই পুরোটা পড়ে নিয়ে নিজেদের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়ে কনফার্ম করতে হবে।
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন....
🔅মাসুম : 01520080203
হ্যাপি ট্রাভেলিং...
টিম-হিট দ্যা ট্রেইল
Advertisement

Event Venue & Nearby Stays

Amiakhum - আমিয়াখুম জলপ্রপাত, Thanchi,Bandarban, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

Bangladesh Beach Sports Festival 2026
Fri, 30 Jan at 08:15 am Bangladesh Beach Sports Festival 2026

BBSF

\ud83c\udf1f Offline Training on Advanced Next-Generation Sequencing Data Analysis |\ud83d\udccdChittagong
Fri, 30 Jan at 09:30 am 🌟 Offline Training on Advanced Next-Generation Sequencing Data Analysis |📍Chittagong

Forest Gate, Muradpur, Chittagong, Bangladesh

\u098f\u09b8\u098f\u09b8\u09b8\u09bf \u09e7\u09ef\u09ef\u09e6 \u09ac\u09cd\u09af\u09be\u099a\u09c7\u09b0 \u09ac\u09a8\u09cd\u09a7\u09c1 \u09ae\u09bf\u09b2\u09a8 \u09ae\u09c7\u09b2\u09be
Sat, 31 Jan at 09:30 am এসএসসি ১৯৯০ ব্যাচের বন্ধু মিলন মেলা

Kolatoli, Cox's Bazar, 4700 Cox's Bazar, Bangladesh

\ud83c\udf93 IIUC 6th Convocation 2026
Sat, 31 Jan at 10:00 am 🎓 IIUC 6th Convocation 2026

International Islamic University Chittagong

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events