Advertisement
তাঁবু নিবাসী ট্রাভেল গ্রুপের ৫ম বর্ষপূর্তি এবং ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উৎসব এবং ডে-নাইট ক্যাম্পিং ট্যুর।🏕🔥আসসালামু আলাইকুম।
সূচনা থেকে শুরু করে সফলতার সাথে শেষ হতে যাচ্ছে তাঁবু নিবাসী ট্রাভেল গ্রুপ পঞ্জিকার ৫ম বছর।
প্রতিবছর প্রায় কয়েক শতাধিক নতুন পুরাতন সকল গেস্টদের উপস্থিতিতে উৎযাপিত হয় বর্ষপূর্তি উৎসব। তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আগামী ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার আমরা তাঁবু নিবাসী ট্রাভেল গ্রুপের সকল গেস্টরা একত্রিত হওয়ার আকাঙ্খায় আয়োজন করেছি ৫ম বর্ষপূর্তি উৎসবের।
যেখানে সারাবছরের নতুন পুরাতন সকল গেস্টদের নিয়ে বসবে আমাদের জয়রথের গল্প। এবং সবাইকে নিয়ে বিশেষ অনুষ্ঠান এবং ডে-নাইট ক্যাম্পিং এর মাধ্যমে শুরু করবো ৬ষ্ঠ বছর। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী ৩০ জানুয়ারী জমকালো আয়োজনে উৎযাপিত হবে তাঁবু নিবাসী ট্রাভেল গ্রুপের ৫ম বর্ষপূর্তি উৎসব এবং ৬ষ্ঠ বর্ষে পদার্পণ।
আর এই ডে-নাইট ক্যাম্পিং ট্যুর মানে কতটা আনন্দঘন এবং উৎসবমুখর হয়ে থাকে সেটা আগে যারা ক্যাম্পিং করেছেন বা গত বর্ষপূর্তি উৎসবগুলোতে যারা গেছেন তারা তো জানেনই। আর যারা এবার প্রথম জয়েন করবেন তারাও জানবেন ইনশাআল্লাহ।
এই বর্ষপূর্তি উৎসবে সবার অংশগ্রহণের সুবিধার্থে আমরা এই আয়োজন করবো শহরের খুব কাছেই কোনো একটা ভেন্যুতে।
পরিবার পরিজন বন্ধুবান্ধব যে কাওকে নিয়ে ভালো একটা সময় কাটানোর জন্য শহরের কাছে এমন নয়নাভিরাম প্রাকৃতিক নির্যাসে ভরপুর একটা পরিবেশ সবারই নজর কাড়বে। বর্ষপূর্তি উৎসবের সাজ, বিষেষ মঞ্চ, ঐতিহাসিক মেজবান, মিউজিক শো, গান, নৃত্য, সাথে ,রাতে গানের আড্ডা, সমুদ্রের পাশে ক্যাম্পফায়ার, আতশবাজি-ফানুস উৎসব সবমিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সময়টা যে কোন ভ্রমণপিপাসুদের জন্যই বেশ উপভোগ্য হবে।
🔰 উৎসব শুরুঃ ৩০ জানুয়ারী ২০২৬, সকাল ৮.০০ টা।
🔰 উৎসব শেষঃ ৩১ জানুয়ারী ২০২৬, সকাল ৮ টা।
(যারা রাতে ক্যাম্পিং করতে পারবেনা তারা শুধু মাত্র আমাদের বর্ষপূর্তির বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহন করে সন্ধ্যায় বাসে করে শহরে ফিরে আসতে পারবেন রাত ৮ টায়)
✅ ভেন্যু: ইভেন্টের ১৫ দিন আগে পাবলিশড হবে।
✅ বর্ষপুর্তি উৎসবে আমাদের আয়োজনঃ
👉 মঞ্চে বিশেষ সাংস্কৃতিক আনুষ্ঠান।
👉 মিউজিক শো। (কাওয়ালি এবং ক্লাসিকাল)
👉 ড্রামা শো।
👉 সন্মাননা প্রধান।
👉 রাফেল ড্র।
👉 সকালের নাস্তা।
👉 দুপুরের লাঞ্চ ( ঐতিহ্যবাহি মেজবানি)
👉 বিকেলের নাস্তা। (পাস্তা/নুডলস এবং চা)
👉 রাতের ডিনার। (ওরশ বিরিয়ানি)
👉 সকল যাতায়াত ব্যাবস্থা।
👉 সম্মিলিত ভাবে ৫ম বর্ষপূর্তির কেক কাটা।
👉 আলোকসজ্জা উৎসব।
👉 সমুদ্র পাড়ে তাঁবুতে রাত্রিযাপন।
👉 ক্যাম্প ফায়ার।
💥 উৎসব পরিকল্পনা :-
৩০ জানুয়ারী শুক্রবার জিইসি মোড় থেকে সকাল ৯ টায় আমাদের নির্ধারিত ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা, ভেন্যুতে এন্ট্রি নিয়ে সকালের নাস্তা সংগ্রহ শেষে ঘুরে দেখবো তাঁবু নিবাসীর বর্ষপূর্তি উৎসবের আয়োজন এবং প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য। দুপুরে চলবে নানান রকম গেমস এবং প্রতিযোগিতা সহ আরো কিছু আয়োজন। এরপর দুপুর ১ টায় লাঞ্চ। লাঞ্চ শেষে বিকেল ৪ টায় শুরু হবে মঞ্চ অনুষ্ঠানের পর্ব, নৃত্য, মিউজিক শো (কাওয়ালি/ক্লাসিকাল) সহ নানান আয়োজনে অনুষ্ঠান শেষে তাঁবু নিবাসীর ৫ম বর্ষপূর্তির কেক কাটবো সবাই মিলে। এরপরই হবে আলোকসজ্জা উৎসব। সবার গান, নাচ সহ বিভিন্ন আয়োজনে কাটবে সন্ধ্যা। এরপর যারা ডে লং প্যাকেজে অংশগ্রহণকারীরা রাত ৮ টায় টিম বাসে ফিরে যাবে চট্টগ্রাম শহরে।
এবার শুরু হবে আমাদের উৎসবের দ্বিতীয় পর্ব। সবাইকে নিয়ে একসাথে চলবে ২য় পর্বের মিউজিক শো এবং গানের আড্ডা। জ্বলে উঠবে ক্যাম্পফায়ার এবং ক্যাম্পিং ফ্যাস্টিবাল স্পেশাল শো। ১০ টার দিকে সবাই খাওয়া-দাওয়া সেরে করবো ক্যাম্পফায়ার রাতে গান,বাজনা শেষে সবাই ঘুমাবো তাঁবুতে।
👉 পরদিন ৩১ তারিখ শনিবার সকালের আলোতে ফটোশ্যুট করে আশেপাশে ঘুরে ফিরে সকাল ৭ টায় রওয়ানা হবো শহরের উদ্দেশ্য। যাদের অফিস আছে তারা সকালে চট্টগ্রাম এসে অফিসে যেতে পারবেন।এবং আপনাদের সবার সাথে সুন্দর একটি উৎসব শেষে শুরু হবে তাঁবু নিবাসীর ৫ম বর্ষের পদচারনা।
🔰 রেজিষ্ট্রেশন ফিঃ
👉 ১২০০/- জনপ্রতি।
👉 ৯০০/- জনপ্রতি। (ডে পার্ট)
✅ রেজিষ্ট্রেশন পলিসি:
যারা নাইট ক্যাম্পিং করবেন তারা ১২০০ টাকা এবং যারা শুধুমাত্র ডে পার্টে জয়েন করবেন তারা ৯০০ টাকা জমা করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
▪️ রেজিষ্ট্রেশন ফি বিকাশে অথবা অফিসে এসে ক্যাশ জমা দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
টাকা জমা করার পর তাদের নাম, মোবাইল নাম্বার, বিকাশ এর লাস্ট নাম্বার মেসেন্জার অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। 01838754207 (whatsapp)
✅ বিকাশ/নগদ/রকেট নাম্বারঃ
01838754207 (পারসোনাল)
✅ ব্যাংক একাউন্টঃ
Bank Name: Islami Bank
A/C Name: MD Mirajul Islam
A/C Numer: 20501620205843017
Branch Name: Chawkbazar, Chattogram
🏫অফিস: মসজিদ গলি, দুইনাম্বার গেইট, চট্রগ্রাম।
(সারমন স্কুলের অপজিটে)
পুরো আয়োজনের প্রস্তুতি আরো সুন্দর এবং গুছানো হওয়ার স্বার্থে যারা উৎসবে জয়েন করবেন অবশ্যই অগ্রীম রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিবেন।
🔰 প্রয়োজনীয় ব্যাকপ্যাকঃ
▪️ছোট সাইজের ট্র্যাভেল ব্যাগ ।
▪️ যেহুতু শীতকালিন সময় তাই পর্যাপ্ত গরম জামা কাপড় চাদর-ব্ল্যাংকেট সহ তাঁবুতে থাকার সব প্রস্ততি।
▪️ প্রয়োজনীয় ঔষধ ।
▪️ চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
☎️ ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন:
মিরাজ- 01838754207
মাহমুদ- 01854666500
ওয়াহিদ- 01878416565
রাফি- 01604097070
রেখা- 01612137857
বি:দ্র: আপনি একজন প্রকৃতি প্রেমী হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিকে সম্মান করা। তার ক্ষতি হয় এমন কোন কাজ না করা।
প্রকৃতির ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করবো না, কোথাও কোন ময়লা ফেলবো না। পথে কোন প্লাস্টিক বা পলিথিন জাতীয় আবর্জন দেখলে আমরা সাধ্যমতো সংগ্রহ করে নিয়ে আসবো।
হ্যাপী ট্রাভেলিং 💚
ধন্যবাদ সবাইকে,
টিম তাঁবু নিবাসী।
Advertisement
Event Venue & Nearby Stays
1301, Mosjid Goli, 2 No Gate, Nasirabad, Chittagong Division, Bangladesh, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









