Advertisement
�� কক্সবাজার জেলা এসএসসি ১৯৯০ ব্যাচের প্রিয় বন্ধুদের জন্য আনন্দের খবর ��দীর্ঘ দিনের ব্যস্ততা, দৌড়ঝাঁপ আর জীবনের নানা গল্প পেরিয়ে আবারও একসাথে হওয়ার সুন্দর একটি উপলক্ষ আসছে। আগামী ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সবার বহু প্রতীক্ষিত বন্ধু মিলন মেলা। স্কুলের সেই নির্ভেজাল দিনগুলো, ক্লাসরুমের হাসি-ঠাট্টা, মাঠের আড্ডা আর জীবনের শুরুটা— সব স্মৃতি নতুন করে ঝালিয়ে নেওয়ার এক অসাধারণ সুযোগ এটি।
বন্ধুরা, জীবন আমাদের যে যেখানেই নিয়ে যাক না কেন, এসএসসি ১৯৯০ ব্যাচের বন্ধনটা আজও অটুট। তাই এই মিলন মেলায় উপস্থিত হয়ে পুরোনো দিনের গল্পে হারিয়ে যাই, নতুন করে হাসি, আড্ডা দিই আর বন্ধুত্বকে আরও শক্ত করি। সবাইকে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আমন্ত্রণ রইলো। দেখা হবে, ইনশাআল্লাহ— ৩১শে জানুয়ারি ২০২৬, বন্ধুদের মিলন মেলায়।
আহবায়ক
Mohammad Abdul Mannan মোহাম্মদ আব্দুল মান্নান
MD Rafiqul Islam মোঃ রফিকুল ইসলাম
Adv Shamsul Hoque অ্যাডভোকেট শামসুল হক
Anamul Hoque এনামুল হক এনাম
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।
পৌর প্রিপারেটরি হাই স্কুল, কক্সবাজার।
Advertisement
Event Venue & Nearby Stays
Kolatoli, Cox's Bazar, 4700 Cox's Bazar, Bangladesh, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.





