Advertisement
৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব- ২০২৬📍স্থান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
📝 সময়: ৩০-৩১ জানুয়ারি,২০২৬ খ্রিস্টাব্দ
আয়োজক: চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট(সিইউএসডি)
প্রাকৃতিক সৌন্দর্যের আধার চট্টগ্রামের হাটহাজারী-তে অবস্থিত, কাটাপাহাড়, ঝর্না আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস—যা প্রকৃতি প্রেমীদের কাছে গ্রিন প্যারাডাইজ নামে পরিচিত । শহরের কোলাহল থেকে প্রায় ১৩ কিমি দূরে , বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শাটল-ট্রেনের ক্যাম্পাসে হতে যাচ্ছে তরুণদের সৃজনশীলতা, যুক্তি ও সংস্কৃতির মিলনমেলা।
"৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব- ২০২৬" এ আগামী ৩০ ও ৩১ জানুয়ারী, ২০২৬ এই দুই দিনে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা অংশ নেবেন এবং বিতার্কিকদের ভাবনা ও বাকশক্তির তর্কযুদ্ধের মূল্যায়ন করবেন দেশসেরা বিচারকমন্ডলীরা।
এবারের আয়োজনে থাকছে:
🗣 আন্তঃবিশ্ববিদ্যালয় এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা
⏰ ৩০ জানুয়ারি,২০২৬ খ্রিস্টাব্দ
🏛 স্লট সংখ্যা: ৩২টি
💬 ফরম্যাট: বাংলা এশিয়ান পার্লামেন্টারি
নিবন্ধনের সময়সীমা : ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
💸 রেজিস্ট্রেশন ফি:২১৫০ টাকা (দলপ্রতি)
প্রাথমিক রেজিস্ট্রেশন লিংক:https://forms.gle/w6MaT5FMrwWRjW9o9
ফাইনাল: ৩১ জানুয়ারি,২০২৬ খ্রিস্টাব্দ
বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইভেন্ট পেজে।
📞 যোগাযোগ:
📧ই-মেইল: [email protected]
প্রয়োজনে যোগাযোগ:
সভাপতি,
মোঃ ইকরম হোসেন
চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট(সিইউএসডি)
যোগাযোগ: 01904876299
নুরুল আলম
সাধারন সম্পাদক,
চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট(সিইউএসডি)
যোগাযোগ: +880 1892-936060
Advertisement
Event Venue & Nearby Stays
Chittagong University, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.








