জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) প্রতিষ্ঠার শুরু থেকেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিতর্কের খুঁটিনাটি হাতেখড়ি দিয়ে বিতার্কিক এবং যুক্তিবাদী মানুষ তৈরির কাজে নিয়োজিত আছে। এরই ধারাবাহিকতায় ৫৪ তম আবর্তনের নবীনদের প্রতি উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা আয়োজন করেছি "নবীন বরণ ও বিতর্ক কর্মশালা ২০২৫
দুটি সম্পূর্ণ ভিন্ন মতের মানুষ স্বাধীন এবং শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত প্রকাশ করে একটি যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হয় বিতর্কের মাধ্যমে। জ্ঞানার্জন, চিন্তা এবং অনুধাবন, যুক্তি তৈরি এবং সুন্দর ভাষায় তা উপস্থাপন করা শেখার জন্য কর্মশালাটি উপযোগী।
সময়সূচী:
নবীন বিতর্ক কর্মশালা: ২২ অক্টোবর, ২০২৫ দুপুর ২টা থেকে বিকেল ৫টা।
স্থান: জহির রায়হান মিলনায়তন
যেকোন প্রকার যোগাযোগের জন্য:
নাজমুল ওয়ারা তালহা
আহ্বায়ক
নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫
যোগাযোগ: 01737676165
ফারিম আহসান
সাধারণ সম্পাদক
জেইউডিও
যোগাযোগ: 01403269046
মির্জা সাকি
সভাপতি
জেইউডিও
যোগাযোগ: 01715-176968
ইমেইলঃ [email protected]
Event Venue & Nearby Stays
Jahangirnagar University, 1342 Savar, Bangladesh, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, JU, সাভার, বাংলাদেশ, Dhaka, Bangladesh
