বিতার্কিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখে "প্রলয়োল্লাস ১.০" শিরোনামে জেএনইউডিএস আয়োজন করেছে দিনব্যাপী অন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। উক্ত প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার জন্য জেএনইউডিএস এর স্থায়ী বিতর্ক দলের সদস্যবৃন্দদের বাছাই করা হবে। তাই উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেএনইউডিএস এর সাধারণ সদস্যদেরকে বিশেষভাবে তাগাদা প্রদান করা হলো।
#প্রতিযোগিতার নিয়মাবলী:
- তারিখ: ২৩ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)।
- স্থান: অবকাশ ভবন, জবি।
- বিতর্কের ধরণ: এশিয়ান সংসদীয় (বাংলা)।
- কেবলমাত্র জেএনইউডিএস এর সাধারণ সদস্যরাই উক্ত বিতর্ক প্রতিযোগিতায় নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবে।
- সবাইকে ব্যক্তিগতভাবে প্রাক-নিবন্ধন করতে হবে।
- প্রাক-নিবন্ধনকারীদের ভেতর থেকে পূর্ববর্তী অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী সেরা ২৪ জন বিতার্কিককে বাছাই করা হবে। এরপরে তাদেরকে এশিয়ান সংসদীয় বিতর্কের কাঠামোতে ১ম বক্তা, ২য় বক্তা ও ৩য় বক্তা ৩ টি ক্যাটাগরিতে ৮ জন করে ভাগ করে লটারির মাধ্যমে প্রতি ক্যাটাগরি থেকে একজন করে নিয়ে দল গঠন করে দেয়া হবে।
- এরপর ৮ টি দল নিয়ে ৩ রাউন্ড ট্যাব পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে। ট্যাব পর্বের স্পিকার র্যাংকিং অনুযায়ী জেএনইউডিএস এর স্থায়ী বিতর্ক দলের সদস্যদের বাছাই করা হবে।
- নিবন্ধন মাশুল: ২০০৳ (জনপ্রতি)। প্রাক-নিবন্ধনের জন্য কোনো মাশুলের প্রয়োজন নেই, কেবলমাত্র চূড়ান্ত নির্বাচিত ২৪ জন বিতার্কিক নিবন্ধন মাশুল পরিশোধ করে বিতর্কে অংশগ্রহণ করবে।
- প্রাক-নিবন্ধন ফরম: https://forms.gle/Fg2SV61uWYNmwq5h9
- প্রাক-নিবন্ধনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৫, বেলা ১২ টা।
- ২১ অক্টোবর বেলা ২ টায়, জেএনইউডিএস দপ্তরে চূড়ান্তভাবে নির্বাচিত ২৪ জন বিতার্কিকের নাম প্রকাশ করা হবে এবং তাৎক্ষণিক নিবন্ধন মাশুল গ্রহণ করে লটারির মাধ্যমে দল গঠন করে দেয়া হবে।
#যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
মাঈন আল মুবাশ্বির
সভাপতি
জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
যোগাযোগ: ০১৭৩৯১৩৬৬৫১
Event Venue & Nearby Stays
Jagannath University, 10, Chittaranjan Avenue, Dhaka, Bangladesh
