################
১৬তম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় আমরা ১৭তম পর্ব আয়োজনের উদ্যোগ নিয়েছি।
মন, আচরণ, ব্যক্তি / ব্যক্তিত্ব, সম্পর্ক, মানসিক অবস্থা, মানসিক চাপের নানা কারণ ও তার নিরসন। মানসিক সমস্যাসহ আমাদের চেতনা ও আবেগ কীভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রভাব বিস্তার করে থাকে। যার ফল হতে পারে সাফল্য বা ব্যর্থতা। আবেগীয়ভাবে এনে দিতে পারে সুখ, শান্তি বা হতাশা, মানসিক বিপর্যয়, অসুখী অবস্থা বা অশান্তি। মানুষের পক্ষে কী সুখী ও সাফল্যপূর্ণ জীবন যাপন করা সম্ভব?
এই সব বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মনস্তাত্ত্বিক চা চক্র।
আড্ডা দিব, অনানুষ্ঠানিক আলাপ-আলোচনায় এক উজ্জীবিত সন্ধ্যা কাটাবো বলে আশা করছি।
আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।
বিদ্রঃ মনস্তাত্ত্বিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক, গবেষক, গবেষণা সহকারী / সহযোগী, বা গবেষণায় অংশগ্রহণকারী হিসেবে মনোবিজ্ঞানের স্নাতক বা শিক্ষার্থী, মনোবিজ্ঞান শিখতে বা জানতে আগ্রহী ব্যাক্তিবর্গদের মনস্তাত্ত্বিক চা চক্র শুরুর এক ঘণ্টা পূর্বে বা বিকেল ৪:৩০ ঘটিকায় উপস্থিত হয়ে তালিকাভুক্ত হতে অনুরোধ জানাচ্ছি।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
অধ্যাপক ড. মাহমুদুর রহমান
মনোবিজ্ঞানী ও সাইকোথেরাপিস্ট
তারিখঃ ২৩ ই অক্টোবর বৃহস্পতিবার।
সময়ঃ বিকাল ৫.০০ থেকে রাত ৮.০০ পর্যন্ত।
স্থানঃ ৮৩ নিউ পল্টন (লিফটের ৮)
নতুন পল্টন লাইন স্কুলের পশ্চিম দিকে।
আজিমপুর, লালবাগ, ঢাকা -১২০৫।
যোগাযোগঃ
মোবাইলঃ ০১৭২৯০৫৫৩৫৫, ০১৯৭৭৮০২৪৫২
ইমেইলঃ [email protected]
২২ ই অক্টোবর বুধবার এর মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আসন সীমিত।
স্পট রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে না।
বিদ্রঃ কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
Link - https://forms.gle/JXBwsTPxTmEaAizk8
Event Venue & Nearby Stays
House # 106/D, Dayem Mansion, Azimpur, Lalbagh, Dhaka-1205, 1205 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh
