ল্যাবের ক্লান্তি মুছে যায় এক টুকরো গিটারের ঝংকারে,
চেনা মুখগুলো মিশে যায় অপরিচিত সুরে।
কেউ বাজায়, কেউ গায়, কেউ শুধু চুপচাপ হাসে—
এই ছোট্ট ১১ একরের ক্যাম্পাসটা তখন রঙে, সুরে, আনন্দে ভরে ওঠে।
তবু সময় থেমে থাকে না।
যে হাত একদিন গিটার ধরেছিল,
আজ সে হয়তো ধরেছে দায়িত্বের বোঝা।
যে মুখ একদিন মঞ্চে নেচেছিল,
আজ সে হয়তো ছুটছে জীবনের হিসেব-নিকেশে।
তবু বুটেক্স থামে না—
নতুন এক ব্যাচ আসে, নতুন এক দল তরুণ মুখ,
যারা আবারও জীবন্ত করে তোলে এই ক্যাম্পাসকে,
আবেগে, সুরে, ছন্দে।
তাদের আগমনের উৎসবেই আবারও আলো জ্বালে একাত্তর সাংস্কৃতিক সংঘ।
‘নতুনের জয়গান ২.০’—
যেখানে নতুনরা শুধু গানে নয়, আবেগে জয় করে হৃদয়।
যেখানে প্রতিটি করতালিতে বাজে নতুন শুরুর ডাক,
আর প্রতিটি হাসিতে জেগে ওঠে পুরনো দিনের স্মৃতি।
আসো, একসাথে গেয়ে উঠি—
সুর, ছন্দ, মোহনার তালে,
আবারও হোক নতুনের জয়গান। 🎶
📅 সময়: ২১ অক্টোবর – ২৮ অক্টোবর
📍 স্থান: পকেট গেইট, বুটেক্স
Event Venue & Nearby Stays
Bangladesh University of Textiles- BUTEX, 92 Shaheed Tajuddin Ahmed Ave, Tejgaon, Dhaka., Dhaka, Bangladesh
