Advertisement
🚨"ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি মেলা ২০২৫" বাংলাদেশের সকল পলিটেকনিক ছাত্র₋ছাত্রীদের জন্য উন্মুক্ত!🚨প্রিয় ডিপ্লোমা গ্র্যাজুয়েট,
তোমারা জেনে আনন্দিত হবে যে, ড্যাফোডিল পলেটেকনিক ইন্সটিটিউট এর Career LaunchPad তোমাদের জন্য আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৫,(শুক্রবার ও শনিবার) আয়োজন করতে যাচ্ছে "ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি মেলা ২০২৫".
ইতিমধ্যে, আমাদের অধিকাংশ অ্যালামনাই ছাত্র-ছাত্রীরা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছে। তবে যাদের এখনও চাকরী পেতে বিলম্ব হচ্ছে তাদের জন্য ড্যাফোডিল পলেটেকনিক ইন্সটিটিউট আয়োজন করতে চলেছে ক্যারিয়ার গাইডলাইন এবং জব ফেয়ার। যেখানে তোমার টেকনোলজিতে চাকরী পেতে প্রয়োজনীয় টিপস ও স্কিলস নিয়ে আলোচনা করা হবে। একই সাথে সময়ের সাথে তাল মিলিয়ে মেন্টর দিয়ে আপডেট করে দেওয়া হবে তোমার সিভি, কাভার লেটার, ভিডিও রিজুমেও, লিংকডইন প্রোফাইল এবং শেখানো হবে পার্সোনাল ব্যান্ডিং, নেটওয়ার্কিং স্কিলস এবং ইন্টারভিউ স্কিলস।
সেই সাথে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো থাকছেন, যারা তোমাদের সরাসরি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ দিবে।
#daffodilpolytechnic #DiplomaEngineering #চাকরিমেলা #ডিপ্লোমাইঞ্জিনিয়ারদেরচাকরিমেলা২০২৫ #job #hiring
Advertisement
Event Venue & Nearby Stays
1 Sobhanbagh, Mirpur Road, Dhanmondi, Dhaka, Bangladesh