Zero Olympiad with Faatiha Aayat - Grand Finale

Sat, 08 Feb, 2025 at 04:00 pm UTC+06:00

BIAM Foundation | Dhaka

Zero Olympiad
Publisher/HostZero Olympiad
Zero Olympiad with Faatiha Aayat - Grand Finale
Advertisement
জিরো অলিম্পিয়াড: একটি নতুন দিগন্তের সূচনা
বিশ্বব্যাপী সমস্যা মোকাবিলায় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত ও সক্রিয় করার লক্ষ্যে শুরু হওয়া জিরো অলিম্পিয়াড একটি যুগান্তকারী উদ্যোগ। ফাতিহা আয়াতের নেতৃত্বে এই অলিম্পিয়াড তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা বিকাশ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে তাদের সম্পৃক্ত করতে কাজ করছে। জিরো অলিম্পিয়াড একটি প্ল্যাটফর্ম যেখানে অংশগ্রহণকারীরা নিজ নিজ চিন্তাভাবনা ও সমাধানের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করতে উদ্বুদ্ধ হয়।
জিরো অলিম্পিয়াড কী?
জিরো অলিম্পিয়াড হল একটি বৈশ্বিক প্রতিযোগিতা, যার উদ্দেশ্য হল এমন একটি পৃথিবী গড়া যেখানে শূন্য দারিদ্র্য, শূন্য ক্ষুধা, শূন্য বৈষম্য, শূন্য কার্বন নিঃসরণ এভাবে জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (SDGs) অর্জনের জন্য এর সাথে সম্পর্কিত ঋণাত্বক বিষয়গুলোকে পৃথিবী থেকে নির্মূল করার জন্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা হয়।
এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত সমস্যার সমাধানে তাদের ধারণা ও পরিকল্পনা উপস্থাপন করে। এটি তরুণদের মধ্যে দলগত কাজের দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।
জিরো অলিম্পিয়াডের প্রয়োজনীয়তা:
বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা, যেমন দারিদ্র্য, ক্ষুধা, বৈষম্য, এবং পরিবেশ দূষণ মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথাগত শিক্ষা ব্যবস্থা তরুণদের এই ধরনের দক্ষতা ও জ্ঞান সরবরাহে অনেক সময়ই ব্যর্থ হয়।
তরুণরা যদি ছোট বয়স থেকেই সচেতন হয় এবং সমাধানমুখী চিন্তাভাবনার সাথে বড় হয়, তবে তারা ভবিষ্যতে বিশ্ব পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। জিরো অলিম্পিয়াড এমন একটি মঞ্চ যেখানে এই শিক্ষা এবং প্রেরণা দেওয়া হয়।
জিরো অলিম্পিয়াডের লক্ষ্য ও উদ্দেশ্য:
১. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রচার: জাতিসংঘের SDG-এর গুরুত্ব সম্পর্কে তরুণদের অবগত করা এবং তাদের নিজস্ব উদ্যোগে এই লক্ষ্য অর্জনের পথে কাজ করতে উদ্বুদ্ধ করা।
২. নেতৃত্বের বিকাশ: তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করা, যা তাদের ভবিষ্যতের সমস্যাগুলো সমাধানে সক্ষম করে তুলবে।
৩. সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি: তরুণ প্রজন্মের মধ্যে সমাজের প্রতি দায়িত্বশীলতা এবং সবার জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার ইচ্ছা সৃষ্টি করা।
৪. সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি: দলগত কার্যক্রমের মাধ্যমে সমস্যা সমাধানের দক্ষতা শেখানো।
১৭ জন ফাইনালিস্ট যেসকল পুরষ্কার পাবেন:
Overseas Universities গুলোতে ভর্তির সময় SDG Fellowship এর জন্য আবেদনের ক্ষেত্রে সার্বিক সহায়তা।
প্রতিবছর জাতিসংঘে অনুষ্ঠিত SDG Summit এ অংশ গ্রহণের জন্য রিকমেন্ডেশন।

দেশ ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত Zero Olympiad ক্লাবে বছরব্যাপী পরিচালিত নানান কর্মকান্ডের মাধ্যমে নির্বাচিতদের National Zero Olympiad Envoy তে অন্তর্ভুক্তি।
Daffodil International Professional Training Institute এর তরফ থেকে থাকবে ৮টি মডিউল ও ২৪টি সেশনে সাজানো “Empowering Future Leaders: A Comprehensive Program on Entrepreneurship, Sustainable Development, and 21st-Century Skills” শীর্ষক অনলাইন কোর্সে এনরোল করার জন্য ফুল স্কলারশিপ।
S@ifur’s থেকে ২৭টি ক্লাশ ও ৩৯টি লেসনে সাজানো অনলাইন IELTS কোর্সে এনরোল করার জন্য ফুল স্কলারশিপ।
10 Minute School থেকে কাস্টমাইজড কোর্স স্কলারশিপ।
Mana Bay Water Park এর তরফ থেকে থাকছে 60,000 বর্গফুট জায়গা জুড়ে ১৭টি থ্রিলিং রাইড এ Unlimited Aquatic Adventure উপভোগ করার জন্য Day Long Pass.
Ad Din Foundation এর তরফ থেকে থাকছে জিরো ফি মেডিক্যাল ভাউচার।
Bangladesh Sports Development Foundation এর তরফ থেকে Professional Coach এর কাছে তোমার পছন্দের Sports শেখার জন্য থাকছে ফুল স্কলারশিপ।
জাতিসংঘের সার্টিফিকেট কোর্স:
যারা Zero Olympiad এ রেজিস্ট্রেশন করবে তাদেরকে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই ইমেইলের মাধ্যমে United Nations Institute for Training and Research (UNITAR) এবং UN Climate Change Learning Partnership (UNCC ELearn) থেকে জাতিসংঘ স্বীকৃত একাধিক কোর্স করার লিংক পাঠানো হবে।
কোর্সগুলো অনলাইনে বিনামুল্যে নিজের সুবিধামত সময়ে করা যাবে। প্রতিটা কোর্স সম্পন্ন করার সাথে সাথে জাতিসংঘের এই প্রতিষ্ঠান থেকেই সার্টীফিকেট প্রদান করা হবে ইমেইলের মাধ্যমে।
ফাতিহা আয়াত ২০২৩ সালে এই কোর্স করেছিল যা তাকে জাতিসংঘে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার সুযোগ পেতে দারুণ সাহায্য করে।
আরেকটা খুশীর খবর হল, এই কোর্স থেকেই থাকবে ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য Zero Olympiad এর ১ম রাউন্ডের ২০টি MCQ প্রশ্ন।
প্রফেশনাল লাইফে বায়োডাটা/সিভি/রিজিউম/প্রোফাইল/পোর্টফলিওতে এই কোর্স সম্পন্ন করার তথ্য উল্লেখ করলে প্রাপ্ত সার্টিফিকেট প্রেজেন্ট করলে নিঃসন্দেহে তা তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।
এছাড়াও থাকছে –
• কেস স্টাডি প্রতিযোগিতা: যেখানে দলগুলো বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান খুঁজে বের করবে।
• ডিবেট এবং পাবলিক স্পিকিং: অংশগ্রহণকারীরা তাদের ধারণাগুলো উপস্থাপন করবে এবং নিজেদের যুক্তি তুলে ধরবে।
• ওয়ার্কশপ ও সেমিনার: দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হবে।
• প্রকল্প বাস্তবায়ন: অর্থায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নের সুযোগ প্রদান করা হবে।
প্রথম রাউন্ড | MCQ Contest:
২০২৫ সালের জানুয়ারি মাসে তুমি কোন ক্লাসে পড় সেই অনুযায়ী নির্ধারিত ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন কর।
রেজিস্ট্রেশনের পরে তুমি যেই ইমেইল পেয়েছ সেখানে জাতিসংঘ স্বীকৃত যে কোর্স এর তালিকা দেয়া আছে সেখান থেকেই প্রথম রাউন্ডের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারী।
প্রথম রাউণ্ডের MCQ থেকে নির্বাচিত বিজয়ীদের দ্বিতীয় রাউন্ডে অংশ গ্রহণের জন্য ইমেইল করা হবে।
রেজিস্ট্রেশন লিংক | Registration Link
https://forms.gle/5298UxnoTDtsMjWq6
দ্বিতীয় রাউন্ড | Three Minute Thrill:
প্রথম রাউন্ডের MCQ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে দ্বিতীয় রাউন্ডে অংশ গ্রহণের জন্য ইমেইল করা হবে।
ইমেইলে উল্লেখিত এসডিজি সংক্রান্ত বিষয়ের উপর একটা তিন মিনিটের ভিডিও তৈরি করে নিজের/পরিবারের/বন্ধুর সোশ্যাল মিডিয়ায় #ZeroOlympiad সহ পোস্ট করতে হবে।
সেই পোস্টের লিংক আমাদেরকে পাঠাতে হবে নীচের ফর্মে। ভিডিওর লিংক জমা দেয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারী
ঢাকায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে কোন ৫১ জন:
দ্বিতীয় রাউন্ডের তিন মিনিটের ভিডিও দেখে সম্মানিত জুরি বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি এসডিজি’র জন্য তিনজন করে মোট ৫১ জনকে ঢাকায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে দুইজন ফ্রেন্ডস বা ফ্যামিলি সহ। এই ৫১ জন থেকে সতের জনকে মঞ্চে ডাকা হবে নির্ধারিত এসডিজি অর্জনের জন্য রিলেটেড নেগেটিভ ইস্যুটা তারা কীভাবে Zero করতে চায় সেই বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়ার জন্য।
SDG Defender, SDG Leader, SDG Pioneer Award:
পঞ্চম শ্রেণী/Grade 5/PYP 5/তাইসির/সমমান থেকে অষ্টম শ্রেণী/Grade 8/MYP 3/হেদায়েতুন্নাহু পর্যন্ত যারা অংশ নিবে তাদেরকে SDG Activist বলা হবে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ী হয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে জুরি বোর্ডের সামনে চারটি ক্লাশ (পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম) থেকে চারজন SDG Activist প্রেজেন্টেশন দেবেন। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কে SDG Defender অ্যাওয়ার্ড দেয়া হবে।
নবম শ্রেণী/Grade 9/MYP 4/কাফিয়া ও বেকায়া/সমমান থেকে এইচএসসি পরিক্ষার্থী/A Level Candidate/জালালাইন/সমমান পর্যন্ত যারা অংশ নিবে তাদেরকে SDG Ambassador বলা হবে। নবম, দশম, এসএসসি পরিক্ষার্থী, একাদশ, দ্বাদশ, এইচএসসি পরিক্ষার্থী – এই ছয়টি ক্লাসের ছয়জন SDG Ambassador গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে জুরি বোর্ডের সামনে প্রেজেন্টেশন দেবেন। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কে SDG Leader অ্যাওয়ার্ড দেয়া হবে।
১ম বর্ষ/ফাজিল/মেশকাত থেকে স্নাতকোত্তর/কামিল/দাওরা পর্যন্ত ডিগ্রি পাস, স্নাতক, সম্মান, স্নাতকোত্তর, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেরিন, মেরিন ফিশারিজ, ডিপ্লোমা, কাওমি ও আলিয়া মাদ্রাসার সাতজন SDG Achiever গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে জুরি বোর্ডের সামনে প্রেজেন্টেশন দেবেন। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কে SDG Pioneer অ্যাওয়ার্ড দেয়া হবে।
টাইমলাইন
• রেজিস্ট্রেশন চলবে ৬ জানুয়ারি পর্যন্ত
• প্রথম রাউন্ডের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারী
• দ্বিতীয় রাউন্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওর লিংক জমা দেয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারী
• ঢাকায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি
ফাতিহা আয়াত এবং জিরো অলিম্পিয়াড
১৩ বছর বয়সী ফাতিহা আয়াতের স্বপ্ন এবং নেতৃত্বেই জিরো অলিম্পিয়াডের সূচনা। তিনি কেবল একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নন, বরং শিশু অধিকার, জলবায়ু পরিবর্তন, এবং টেকসই উন্নয়নের একজন সক্রিয় কর্মী। তিনি জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তার লক্ষ্য তরুণ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা ভবিষ্যতে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ফাতিহা বিশ্বাস করেন, "যদি তরুণরা তাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে কাজ করে, তবে তারা পৃথিবীকে শূন্য সমস্যার পৃথিবীতে রূপান্তর করতে পারবে।"
উপসংহার
জিরো অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন। এটি তরুণ প্রজন্মকে নতুন পথ দেখায় এবং তাদের মধ্যে এমন একটি বিশ্বাস সৃষ্টি করে যে, তারা চাইলেই পৃথিবীর সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে।
ফাতিহা আয়াতের এই উদ্যোগ প্রমাণ করে যে, তরুণদের ক্ষমতা এবং সঠিক দিকনির্দেশনা পৃথিবীকে একটি সুন্দর, টেকসই এবং শূন্য সমস্যার পৃথিবীতে রূপান্তর করতে পারে। জিরো অলিম্পিয়াডের মাধ্যমে ফাতিহা কেবল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করছেন না, বরং আমাদের প্রজন্মের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন।
Advertisement

Event Venue & Nearby Stays

BIAM Foundation, Dhaka, Bangladesh

Tickets

Sharing is Caring:

More Events in Dhaka

BYLC Running with Purpose 2025
Sat, 08 Feb, 2025 at 05:30 am BYLC Running with Purpose 2025

Hatirjheel - হাতিরঝিল

Papertech Expo
Mon, 10 Feb, 2025 at 10:00 am Papertech Expo

International Convention City Bashundhara (ICCB)

theEarth ISSUE NO:4
Mon, 10 Feb, 2025 at 09:00 pm theEarth ISSUE NO:4

Curzon Hall Street, Dhaka, Dhaka Division, Bangladesh

Sustainable Apparel Forum
Tue, 11 Feb, 2025 at 08:30 am Sustainable Apparel Forum

Radisson Blu Dhaka Water Garden

Asia Pharma Expo 2025
Wed, 12 Feb, 2025 at 12:00 am Asia Pharma Expo 2025

Bangladesh-China Friendship Exhibition Center

Asia Pharma Expo
Wed, 12 Feb, 2025 at 10:00 am Asia Pharma Expo

Bangladesh-China Friendship Exhibition Center

Bangladesh International Plastics, Printing & Packaging Industry Fair
Wed, 12 Feb, 2025 at 12:00 pm Bangladesh International Plastics, Printing & Packaging Industry Fair

International Convention City Bashundhara (ICCB)

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events