TOP বাসন্তীমেলা ২০২৫

Mon, 10 Feb, 2025 at 08:00 am to Wed, 12 Feb, 2025 at 09:00 pm UTC+06:00

Midas, Dhanmondi 27, Dhaka | Dhaka

TOP Women's  Entrepreneur
Publisher/HostTOP Women's Entrepreneur
TOP \u09ac\u09be\u09b8\u09a8\u09cd\u09a4\u09c0\u09ae\u09c7\u09b2\u09be \u09e8\u09e6\u09e8\u09eb
Advertisement
"TOP বাসন্তী মেলা ২০২৫ "
আলায়কুম, সন্মানিত সুধিগণ ও গ্রুপ সদস্যবৃন্দ।
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ফেব্রুয়ারী ১০,১১ ও ১২ তারিখে টপ অন্ট্রেপ্রিনিয়র ১০ তম সাফল্যের পরে উদ্যোক্তা আপু ভাইয়াদের বিপুল উৎসাহ ও উদ্দীপনায় আবারও আমরা টপ বাসন্তীমেলা ২০২৫ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ ।আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন মেলাকে মুখরিত করবে ।
মেলা সম্পর্কিত তথ্য
-------------------
নাম : TOP বাসন্তী মেলা
সময় : তিনদিনব্যাপী মেলাটি ১০ ফেব্রুয়ারী সকাল ৮ টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারী রাত নয় টায় শেষ হবে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রতিদিন সকাল ১০.০০ থেকে রাত ৯.০০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।
মেলায় অংশগ্রহণ : যেকোন গ্রুপের যেকোন উদ্যোক্তা যেকোন ধরনের পন্য (রাষ্ট্র অনুমোদিত) বিক্রয় বা সেবা উদ্দেশ্যে মেলাতে অংশ গ্রহণ করতে পারবেন।
স্টল আকার : কমবেশি ৬ ফুট X ৫ ফুট রেগুলার ।
ফুডস্টলঃ ৮ফুট X ৮ ফুট
স্টল ডেকোরেশন : আয়োজকরা স্টলে টেবিল ও দুইটি চেয়ার বসিয়ে সীমানা নির্দিষ্ট করে দিবে। ডিসপ্লে ডল বা হ্যাঙ্গার আনতে পারবেন ১ টা করে ।
স্টলে বিদ্যুৎ ব্যবস্থা : ফ্রোজেন খাবার আইটেমের জন্য ফ্রিজ , ওভেন এবং ইন্ডাকশন চুলায় বিদ্যুৎ সাপ্লাই ব্যবস্থা থাকবে। ধোঁয়ার সৃষ্টি হয় এমন কিছু আনা বা করা যাবে না । বৈদ্যুতিক সরঞ্জামাদি প্রয়োজনে স্টল মালিকদের আনতে হবে, বিদ্যুৎ ব্যাবহারের জন্য আলাদা ফি নেই।
স্পন্সর : বিভিন্ন ক্যাটাগরীতে স্পন্সরের সুযোগ রয়েছে , আগ্রহীরা আয়োজকদের সাথে যোগযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন ।
এছাড়া পাব্লিসিটির জন্য ফেসবুক বুস্টিং ,মাইকিংসহ আরও বহু ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে । এছাড়াও ক্রেতা আকৃষ্টের জন্য ফ্রি মেহেদী আর্টের ব্যাবস্থা তো থাকবেই ।
মেহেদী স্পন্সর করছেন M.S.Naima-Henna Artist
পুরষ্কার প্রদান : বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার প্রদান করা হবে।
রেজিষ্ট্রেশন : পোষ্ট পাবলিশের দিন থেকে আগে এলে আগে পাবেন ভিত্তিতে স্টল শেষ না হওয়া পর্যন্ত চলবে ।যেহেতু আগে এলে আগে পাবেন ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হচ্ছে তাই আপনার কাংক্ষিত স্টলটি পেতে আজই দ্রুত বুকিং দিন ।
স্টল মালিকদের জন্য মেলার শর্তাবলী :
১) রাষ্ট্র অনুমোদিত যেকোন ধরনের পন্য বিক্রি বা সেবা প্রদান করা যাবে।
২) স্টল ভাড়ার ৭০% অগ্রীম বুকিং মানি দিয়ে স্টল বুকিং করতে হবে। বাকি টাকা মেলার ৩(তিন) দিন আগে পরিশোধ করতে হবে।
৩) কোন কারণে মেলায় অংশগ্রহণ করতে না পারলে বুকিংমানি/ সম্পুর্ন টাকা ফেরত যোগ্য নয়।
৪) যদি দেশের পরিস্থিতির কারণে মেলা বন্ধ হয় তবে মেলার পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে।
৫) যোগাযোগের জন্য কমপক্ষে ২(দুই)টি ফোন নম্বর এবং ইমেইল আইডি দিবেন।
৬) আপনার পণ্যের ছবি এবং ১ মিনিট এর মত ভিডিও আমাদের দিতে হবে। বুকিং দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে।
৭) বুকিং মানি দেয়ার পরে, আপনার পেজ থেকে মেলার জন্য অবশ্যই ইভেন্ট খুলতে হবে এবং প্রতিনিয়ত আপনার পেইজ, গ্রুপ ও ইভেন্টে মেলা সম্পর্কিত পোষ্ট দিতে হবে।
৮) স্টল সেলসম্যানের এনআইডি বা যেকোন সনাক্তকরণ সার্টিফিকেট এর ফটোকপি মেলার পূর্বে জমা দিতে হবে।
যোগাযোগ :
01715848584
0 17 9468 1104
01740599668
0 19 8262 2867
0 17 1681 6240
0 17 1654 1170
017 1612 4603
ক্ষুদ্র ও মধ্যম উদ্দোক্তাদের উৎসাহ জানাতে নিজে মেলায় আসুন এবং অপরকেও আমন্ত্রন জানান। আমাদের শ্লোগান নিত্য ব্যবহার্য পণ্য ক্ষুদ্র ও মধ্যম উদ্দোক্তাদের থেকে ক্রয় করে হব ধন্য।
স্টলভাড়া ও মেলা সম্বন্ধে বিভিন্ন তথ্যাদি জানতে আয়োজকদের যে কোনও কাউকে ফোন দিতে পারেন অথবা পেজে দেয়া ফোন নাম্বার বা পেজের ইনবক্সে নক দিতে পারেন ।
মেলার স্থান : MIDAS Centre (12th fl.), House no. 5, Road no. 16 (old rd no 27), Dhanmondi, Dhaka-1209.
Advertisement

Event Venue & Nearby Stays

Midas, Dhanmondi 27, Dhaka, Bangladesh

Discover more events by tags:

Art in Dhaka

Sharing is Caring:

More Events in Dhaka

Papertech Expo
Mon, 10 Feb, 2025 at 10:00 am Papertech Expo

International Convention City Bashundhara (ICCB)

theEarth ISSUE NO:4
Mon, 10 Feb, 2025 at 09:00 pm theEarth ISSUE NO:4

Curzon Hall Street, Dhaka, Dhaka Division, Bangladesh

Sustainable Apparel Forum
Tue, 11 Feb, 2025 at 08:30 am Sustainable Apparel Forum

Radisson Blu Dhaka Water Garden

Islamic Revolution Anniversary
Tue, 11 Feb, 2025 at 05:00 pm Islamic Revolution Anniversary

BSMMU, Shahbag, Dhaka

Asia Pharma Expo 2025
Wed, 12 Feb, 2025 at 12:00 am Asia Pharma Expo 2025

Bangladesh-China Friendship Exhibition Center

Spark 1.0 - Laboratorians International Tech Carnival 2025
Wed, 12 Feb, 2025 at 08:00 am Spark 1.0 - Laboratorians International Tech Carnival 2025

1 Naem Road, New Market, 1205 Dhaka, Bangladesh

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events