Advertisement
শ্রদ্ধেয় সিনিয়র, প্রিয় সহপাঠী ও স্নেহের জুনিয়ররা,আগামী ১০ ফেব্রুয়ারী ডিপার্টমেন্টের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে ।
বনভোজনের স্থান: Namir Green Resort, গাজীপুর ।
উক্ত বনভোজনে যা যা থাকছে:
১. ঢাকা টু রিসোর্ট ও রিসোর্ট টু ঢাকা যাতায়াত।
২. সকালের নাস্তা,দুপুরের খাবার, বিকালের নাস্তা।
৩. খেলাধুলা (ক্রিকেট/ফুটবল, মিউজিকাল চেয়ার, পিলো পাসিং, মোরগ লড়াই)
৪. সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫. টিশার্ট।
৬. লটারি ও পুরুষ্কার।
৭. সুইমিংপুল
নির্ধারিত ফি:
ব্যাচ ৩৫ - ১৪০০ টাকা
ব্যাচ ২৯,৩০,৩১,৩২,৩৩,৩৪, - ১৫০০ টাকা
উক্ত বনভোজনে নিজের আসন নিশ্চিত করতে আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ ইংরেজি'র মধ্যে নিজ নিজ ব্যাচ প্রতিনিধির নিকট নির্ধারিত পরিমাণ ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে.
Advertisement
Event Venue & Nearby Stays
Namir Green Resort, 29F9+6G2,Tek Kathora, Moishanbari,Salna Bazar ,Dakshin Salna, Dhaka, Bangladesh