Advertisement
১ম BUBTDC জাতীয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ “যেখানে শব্দ সাহসী, সেখানেই জ্ঞান মুক্ত”
আয়োজক: ডিবেটিং ক্লাব অফ বিইউবিটি (BUBTDC)
ডিবেটিং ক্লাব অফ বিইউবিটি বহুদিন ধরে দেশের বিতর্ক অঙ্গনের এক পরিচিত নাম।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে শুরু করে টেলিভিশন বিতর্ক—যেখানে যুক্তি, ভাষা আর মননশীলতার প্রয়োজন, আমরা ছিলাম সেখানে। এবার সেই যাত্রাকে আরও বড় করে তুলতে সারা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের এক মঞ্চে আনার প্রস্তুতি নিচ্ছে BUBTDC।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে—
১ম BUBTDC জাতীয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬
যেখানে প্রবেশ করবে নতুন প্রজন্মের চিন্তা, তর্ক, কণ্ঠ আর মেধার আলো।
---
📌 প্রতিযোগিতার সময়সূচি
২৩ জানুয়ারি, ২০২৬
৪টি ট্যাব রাউন্ড
কোয়ার্টার ফাইনাল
সেমিফাইনাল
২৬ জানুয়ারি, ২০২৬
গ্র্যান্ড ফাইনাল
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
---
🏆 পুরস্কার
চ্যাম্পিয়ন দল: ১৫,০০০ টাকা
রানারআপ দল: ১০,০০০ টাকা
ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট: ২,৫০০ টাকা
ডিবেটার অফ দ্যা ফাইনাল : ২,৫০০ টাকা
---
📝 প্রাক-নিবন্ধন (Pre- Registration)
নিচের লিংকটি পূরণ করে আপনার দলকে নিবন্ধন করতে পারবেন।
লিংক: https://shorturl.at/1A1E8
(এই প্রতিযোগিতা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের দলদের জন্য)
শেষ সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত
রেজিস্ট্রেশন ফি: ২,৫৫০ টাকা
মোট দল গ্রহণ: ৩২টি
(দ্রষ্টব্য: কোনো আবাসন সুবিধা নেই)
ইভেন্ট সংক্রান্ত সকল আপডেট এই পেইজে প্রকাশ করা হবে।
---
📞 যেকোনো প্রয়োজনে:-
মোস্তাফিজুল ইসলাম ইমন
জেনারেল সেক্রেটারি (Acting), ডিবেটিং ক্লাব অফ বিইউবিটি
📞 01784511988
ফারিয়া বিনতে ফারুক মুন
প্রেসিডেন্ট, ডিবেটিং ক্লাব অফ বিইউবিটি
📞 01642346796
ওমর ফারুক জিহাদ
অফিস সেক্রেটারি, ডিবেটিং ক্লাব অফ বিইউবিটি
📞 01577077124
রাজদীপ রাহা
ইভেন্ট সেক্রেটারি, ডিবেটিং ক্লাব অফ বিইউবিটি
📞 01844788938
আমান উল্লাহ্ আমান
অর্গানাইজিং সেক্রেটারি, ডিবেটিং ক্লাব অফ বিইউবিটি
📞 01540680840
সামিউল আরাফ
বিতার্কিক, ডিবেটিং ক্লাব অফ বিইউবিটি
📞 01826202092
---
যারা যুক্তি, সাহস আর সত্যের আলো নিয়ে মঞ্চে আসতে চায়—
BUBTDC অপেক্ষায় আছে নতুন কণ্ঠের, নতুন আগুনের, নতুন গল্পের।
এটাই সেই মঞ্চ—যেখানে শব্দ সাহসী, সেখানেই জ্ঞান মুক্ত!!
Advertisement
Event Venue & Nearby Stays
Bangladesh University of Business and Technology - BUBT, Plot # 77-78, Road # 9, Rupnagar, Dhaka, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









