Advertisement
সম্মানিত সুধী,অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে, আগামী ২৩শে জানুয়ারি ২০২৬, শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আমরা "শ্রী শ্রী সরস্বতী পূজা" উদযাপন করতে যাচ্ছি।
বিদ্যা, জ্ঞান ও আলোর দেবীর আরাধনায় নিবেদিত এই পবিত্র তিথি আমাদের সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে এবং জ্ঞানের সাধনাকে উদযাপন করার এক অনন্য সুযোগ করে দেয়।
এই আনন্দঘন উৎসবে শামিল হয়ে আপনাদের উপস্থিতি দিয়ে আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য আমরা আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে নিঃসন্দেহে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলবে।
তারিখ: ২৩শে জানুয়ারি ২০২৬, শুক্রবার
স্থান: জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
আয়োজনে,
অনুদ্বৈপায়ন ভট্টাচার্য স্টুডেন্টস' এসোসিয়েশন
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (EEE)
(Former APECE)
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিস্তারিত তথ্যের জন্য:
(আয়োজক ব্যাচ: ২০১৯-২০ | ৫৪তম ব্যাচ, ইইই, ঢাবি)
অর্ক মুস্তফী (সভাপতি): ০১৬২৩-৮৫০৩৪৭
নিলয় চৌধুরী (সাধারণ সম্পাদক): ০১৭৩৯-৩৯৩৫৯৫
Advertisement
Event Venue & Nearby Stays
Jagannath Hall, University of Dhaka, জগন্নাথ হল প্লেগ্রাউন্ড, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











