Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসে গণিত বিভাগ এবং জগন্নাথ হল যেন একই সুতোয় গাঁথা দুটি নাম। জগন্নাথ হল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান শিক্ষার্থীদের মিলনকেন্দ্র, আর এই হলের ‘ম্যাথেমেটিকস্ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’ হলো গণিত পড়ুয়াদের প্রাণের সংগঠন। যুগে যুগে এই হলের মেধাবী ছাত্রদের একটি বড় অংশই এসেছে গণিত বিভাগ থেকে, যারা নিজেদের মেধা ও মননে সমৃদ্ধ করেছে এই সংগঠনকে।জগন্নাথ হলের সরস্বতী পূজা মানেই এক মহামিলনমেলা, যা কেবল বাংলাদেশ নয়, সমগ্র উপমহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে স্বীকৃত। পূজার দিনে হলের বিশাল মাঠে প্রতিটি বিভাগ যখন আলাদা আলাদা মণ্ডপ সাজাতে ব্যস্ত থাকে, তখন সৃজনশীলতা ও নান্দনিকতায় গণিত বিভাগের মণ্ডপটি সবসময়ই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
পূজার এই দিনটিতে জগন্নাথ হলের গণিত বিভাগের প্যান্ডেলটি হয়ে ওঠে প্রাক্তন ও বর্তমানের এক অপূর্ব মিলনস্থল। নবীন শিক্ষার্থীদের উৎসাহ আর প্রবীণ দাদাদের অভিজ্ঞতার গল্পে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গণিত পরিবারের সদস্যরা এই দিনটিতে শেকড়ের টানে ফিরে আসেন হলের চেনা মাঠে।
এ বছর ৯৯তম ব্যাচের হাত ধরে সেই ঐতিহ্য আরও এক ধাপ এগিয়ে যাবে, আমাদের প্রত্যাশা সেটাই। জগন্নাথ হলের বুকে গণিত বিভাগের এই পূজা কেবল একটি উৎসব নয়, এটি আমাদের ভ্রাতৃত্ব, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক।
Advertisement
Event Venue & Nearby Stays
Jagannath Hall, DU, Jagannath Hall field, University of Dhaka.,Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











