Advertisement
ॐ सरस्वति महाभागे विद्ये कमललोचने ।विद्यारूपे विशालाक्षि विद्यां देहि नमोस्तुते ॥
সম্মানিত সুধী,
শং সরস্বতী সহ ধীভিরস্তু- পরমেশ্বরের জ্ঞান স্বরূপিনী শক্তিই দেবী সরস্বতী। তিনি একাধারে বেদমাতা, বাগেশ্বরী, শ্বেতাম্বরধরা ও মহাবরপ্রদায়িনী। তাই তো ঋগ্বেদে সত্যদ্রষ্টা ঋষিগণের কণ্ঠে উচ্চারিত হয়েছে দেবী সরস্বতীর নাম। সেই সাথে অনাদিকাল থেকে ত্রিলোকে প্রবহমান রয়েছে ব্রহ্মাণী বাকদেবীর আরাধনা।
আসছে ০৯ ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ( ২৩ শে জানুয়ারী ,২০২৬ খ্রিস্টাব্দ) শুক্রবার রেবতী নক্ষত্রযুক্ত বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শ্রী শ্রী বাণী বন্দনার আয়োজন করা হয়েছে। উক্ত পূজানুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে প্রাঞ্জল ও মঙ্গলময় করে তুলবে।
বিনীত,
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ,
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
Advertisement
Event Venue & Nearby Stays
Ahsan Ullah Hall, 1000 Dhaka, Bangladesh, আহসান উল্লাহ হল, Buet Central Road, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.








