তাজিং ডং, দোতং হয়ে অপার্থিব খুমের রাজ্যে GDM (8)

Thu, 22 Jan, 2026 at 10:00 pm to Tue, 27 Jan, 2026 at 06:00 am UTC+06:00

থানচি,বান্দরবান | Dhaka

\u09a4\u09be\u099c\u09bf\u0982 \u09a1\u0982, \u09a6\u09cb\u09a4\u0982 \u09b9\u09df\u09c7 \u0985\u09aa\u09be\u09b0\u09cd\u09a5\u09bf\u09ac \u0996\u09c1\u09ae\u09c7\u09b0 \u09b0\u09be\u099c\u09cd\u09af\u09c7 GDM (8)
Advertisement
Extreme Level- Very High
ইভেন্ট ফি- ১১০০০ টাকা (ঢাকা টু ঢাকা)
এগারো হাজার টাকা।
**চট্রগ্রামবাসীর ইভেন্ট ফি জানার জন্য হোস্টের সাথে যোগাযোগ করুন।
01673898407
01757831318 ( হোয়াটসঅ্যাপ)
তাজিংডং (বিজয় নামেও পরিচিত) বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ। সরকারিভাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবন জেলার রুমা উপজেলার সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারী হিসেবে তাজিংডং পর্বতের উচ্চতা ১,২৮০ মিটার (৪১৯৮.৪ ফুট) । পূর্বে কেওক্রাডংকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হত, আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বেসরকারী গবেষণায় সাকা হাফং পর্বতকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাবী করা হয়, তবে এটি এখনও সরকারি স্বীকৃত নয়। স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিং’ শব্দের অর্থ বড় আর ‘ডং’ শব্দের অর্থ পাহাড়, এ দুটি শব্দ থেকে তাজিংডং পর্বতের নামকরণ করা হয়।
বান্দরবানের থানছির আমিয়াখুমের পাশে "দেবতা পাহাড়" চূড়ায় যারা উঠেছে, অবশ্যই চেপ্টা কোলের মতো একটা চূড়া তাদের নজরে পড়বে, একদম খুব কাছেই। "দতং (Dwo Taung)"। এর উচ্চতা প্রায় ২২০০ ফুটের চেয়ে একটু বেশি।মূলত এই পাহাড়ের কারণে তাজিংডং কে সম্পূর্ণ দেখা যায় না।আমিয়াখুম,সাতভাইখুম,ভেলাখুম,নাইক্ষিয়্যাং মূলত দেবতা পাহাড় এবং দতং পাহাড়ের খাজেই অবস্থিত। দতং এর একদম নিচে আছে "দতং পাড়া", ছোট্ট একটা পাড়া, পুরোটাই জঙ্গলে ঘেরা।
২২ জানুয়ারী, ২০২৬ বৃহষ্পতিবার ঢাকা হতে বান্দরবানের উদ্দেশ্যে রাতে রওয়ানা, ২৬ জানুয়ারী , ২০২৬ সোমবার রাতে বান্দরবান হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। ২৭ জানুয়ারী রোজ মংগলবার ভোরে ঢাকায় থাকবো ইনশাল্লাহ। এই ট্যুর এক্সট্রিম ট্রেকিং ট্যুর। এক্সট্রিম মানে এক্সট্রিম। প্রতিদিন ই ৮/৯ঘন্টা করে পাহাড়ে ট্রেকিং আছে। নন-এসি বাস, থাকা-খাওয়া-ওয়াশরুমের কোন সু-ব্যবস্থা নাই এই ট্যুরে, পাহাড়ি ওয়াশরুম যেমন হয় তেমনি হবে।ট্যুর চলাকালীন অনেক সমস্যা সামনে আসতে পারে, সেগুলো সবাই মিলে সলুশন করার মেন্টালিটি থাকতে হবে।খুতখুতের, আরামপ্রিয় স্বভাবের মানুষদের জন্য এই ট্যুর নয়।
"যারা কনফার্ম করবেন শুধুমাত্র তাদেরকেই ডিটেইলস প্ল্যান জানানো হবে।"

||এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল প্লাটিনাম ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট||
আমাদের গ্রুপ লিঙ্কঃ
https://www.facebook.com/groups/GroupDeMadventurers/
আমাদের পেজ লিঙ্কঃ
https://www.facebook.com/GroupDeMadventurers/
এটি একটি #এক্সট্রিম ট্রেকিং ট্যুর। এক্সট্রিম মানে এক্সট্রিম। ট্রেকিং এ পূর্ব অভিজ্ঞতা নেই এরকম কারো জন্য এই ট্যুরটি অনেক কষ্টদায়ক হবে।বিশেষ করে প্রথম দিন আপনাকে পাহাড়ী পথে ৭/৮ /১০ঘন্টা ট্রেকিং করতে হবে (কপাল খারাপ থাকলে ১০/১২ঘন্টাও ট্রেকিং করা লাগতে পারে), আগেরদিন সারারাত জার্নির পর এই ৭/৮/১০ ঘন্টার ট্রেকিং নতুনদের জন্য খুবই খুবই পেইনফুল হবে। তাই তাজিংডং-দতং-আমিয়াখুম এর সৌন্দর্য্য দেখে বিমোহিত হওয়ার আগে নিজের উপর আপনি কনফিডেন্ট কিনা নিশ্চিত হয়ে নিন। ইভেন্টের মিনিমাম ১০/১২ দিন আগে থেকে প্রতিদিন ৩/৪ ঘন্টা হাটাহাটি করুন, বড় বড় বিল্ডিং এর সিড়ি দিয়ে বেশি বেশি করে উঠা নামা করুন।
কনফার্ম করার পদ্ধতিঃ এই ট্যুরে আপনার আসনটি নিশ্চিত করার জন্য আপনাকে নিম্নোক্ত বিকাশ নম্বরগুলোর মধ্যে যেকোনো একটিতে ৫১০০/- বিকাশ/নগদ/রকেট করতে হবে। টাকা পাঠানোর পরে ফোন করে অথবা ইভেন্টে পোস্ট করে কনফার্ম করবেন। আমরা অগ্রীমের সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করে থাকি, তাই সামনের দিকে সিট চাইলে আগে কনফার্ম করতে হবে। যারা ঢাকায় আছেন তাঁরা ইচ্ছে করলে দেখা করেও এডভান্স করতে পারেন

বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
পলাশ -01757831318

✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
আরিফ - 01912191847(9)
সোহাগ - 01670152610(9)
✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
আরিফ - 01912191847
লালন - 01711312726
♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ
1)
Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch
2)
Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch

✤✤এই খরচে যা যা থাকছে✤✤
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
১। ঢাকা-বান্দরবান-ঢাকা নন-এসি বাস
২।বান্দরবান-থানচি-বান্দরবান চান্দের গাড়ি
৩।সমস্ত লোকাল ট্রান্সপোর্ট
৪।সমস্ত শুকনা খাবার। শুকনা খাবার যথেষ্ট পরিমানে দেয়া হবে। আপনাদের আলাদা করে কোন শুকনা খাবার নিতে হবেনা। আমাদের আগের ট্যুর গুলোতে শুকনা খাবার পুরোপুরি অনেকেই শেষ করতে পারেন নাই।
৫। শুকনা খাবারের মধ্যে কোয়ালিটি খেজুর,কাপ নুডলস, ৩-৪ রকমের বিস্কুট, কিসমিস, চকলেট, ম্যাংগোবার, আচার, পিনাটবার, ট্যাং, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি ইত্যাদি থাকবে। থাকবে একলিটারের পানির বোতল।
৬। তিনবেলা খাবার থাকবে। ট্রেকিং চলাকালীন দুপুরের খাবার শুকনা খাবার খেয়ে পার করতে হবে, সে জন্য কাপ নুডলস শুকনা খাবারের তালিকায় রাখা হয়েছে। ফেরারদিন বান্দরবানে রাতে থাকবে গ্র‍্যান্ড ডিনার।
৭। থানচিতে হোটেল ডিসকভারীতে দুপুরের খাবার খাবো, সাথে ওদের স্পেশাল গরুর দুধের চা । এখানে ভালো পরিবেশে রেস্ট করা যায়, ফ্রেশ হওয়া যায়।
১০।এছাড়া পাহাড়ি দোকানে চা-ফলমূল তো থাকবেই।
১১।গাইড খরচ
১২। পাড়ায় থাকা খরচ
১৩।অন্যান্য

✤✤এই খরচে যা যা থাকছে না✤✤
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
১। মেডিসিন খরচ।
২। ট্রেকিং এর প্রয়োজনীয় সরঞ্জামাদি
৩। অন্যান্য ব্যক্তিগত খরচ ইত্যাদি।
✤✤এই ট্যুরে যা যা আপনাকে অবশ্যই সঙ্গে নিতে হবে✤✤
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
# অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা যেকোন ফটো আইডির ফটোকপি (৮ কপি) নিতেই হবে।
১) উন্নত মানের আরামদায়ক হালকা ব্যাকপ্যাক।
২) প্রয়োজনীয় ঔষধ পত্র (পরবর্তীতে লিস্ট দিয়ে দেওয়া হবে)।
৩) দুই জোড়া মেটা মোজা যা আপনাকে ট্রেকিং এ ভীষণ হেল্প করবে, ফুল স্লিভ হ্যান্ড কভারও নিতে পারেন।
৪) ভাল বেল্ট ওয়ালা ট্রেকিং স্যান্ডেল অথবা ট্রেকিং সু (কম দামের মধ্যে প্যাগাসাস ব্র্যান্ডের ১৫০ টাকার টা সাশ্রয়ী/ বেশি দামের মধ্যে এপেক্স/ বাটা/ Steps/ Decathlon এ খুব ভাল মানের ট্রেকিং স্যান্ডেল পাবেন)।
৫) যাওয়ার দিন একটি আরামদায়ক প্যান্ট (অবশ্যই জিন্সের নয়), টিশার্ট, পরে যাত্রা করবেন। আর এক্সট্রা একটা টিশার্ট, থ্রি-কোয়ারটার/হাফ প্যান্ট সাথে নিতে পারেন। লুঙ্গি ও বড় গামছা নিতে হবে (কোনোভাবেই টাওয়েল নিবেন না)। আপনার সুবিধার জন্যই আপনাকে এক কাপড়ে ট্রেকিং করতে হবে। মনে রাখবেন পাহাড়ি রাস্তায় ১ গ্রাম ওজনও কম নিলে সেটাই আপনার লাভ। ব্যাগ ভারী হলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে।
৬) পানি থেকে ইলেকট্রনিক্স সামগ্রী রক্ষা ও ভেজা কাপড় রাখার জন্য পলিথিন। স্বম্ভব হলে ব্যাগের ভিতর রাখা সব জিনিস পত্র আগে থেকেই পলিথিনে মুড়িয়ে রাখবেন।
৭) অবশ্যই টর্চলাইট/ হেডল্যাম্প নিতে হবে। ২টা টর্চলাইট নিবেন অথবা ব্যাকআপ ব্যাটারী নিয়ে নিবেন।
৮) সানগ্লাস, ক্যাপ, ক্যামেরা।
৯) টেলিটক/রবির সিম।৩-৪দিন নেটওয়ার্কের বাইরে থাকবেন। বাসায় জানিয়ে রাখবেন। আর্মি প্রটেক্টেড এরিয়ায় যাচ্ছেন, নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকবেন।
১০) পাহাড়ি এলাকায় মোবাইল চার্জ করার ব্যবস্থা থাকবে না, তাই অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নিতে হবে।
১১) অবশ্যই টুথপেস্ট, টুথব্রাশ, মিনি সোপ, মিনি শ্যাম্পু ও টয়লেট টিস্যু নিতে হবে।
১২) মশার কামড় থেকে বাঁচতে অডোমস ক্রিম। যারা অনেক ত্বক সচেতন তারা সাথে সানস্ক্রিন নিয়ে নিতে পারেন।
১৩) অবশ্যই নি গার্ড/ নি ক্যাপ নিতে হবে। চাইলে এংলেটও নিতে পারেন।
১৮) বাসে ঘুমানোর জন্য Eye Cover নিতে পারেন। পাহাড়ী পাড়ায় ঘুমানোর জন্য Air Pillow নিয়ে যেতে পারেন।

✤✤যা অবশ্যই মনে রাখা দরকার✤✤
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
✦ ভ্রমণকালীন সময়ে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। ট্রেকিং চলাকালীন সময়ে কাউকে না কাউকে আশা করি পাশে পাবেন।
✦ সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✦ আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।
✦ এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের। তাই যেখানে সেখানে অপচনশীল প্লাস্টিকের জিনিস ফেলা যাবে না।
✦ প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন ট্যুর প্ল্যান বদলানো হতে পারে।
✦ স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
✦ কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
✦ সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে।সবধরনের সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে হবে। তাহলেই এই ট্যুরটি আপনার জন্য একটি আজীবনের অর্জন হয়ে থাকবে।

#যেকোন প্রয়োজনে নিঃসঙ্কোচে যোগাযোগ করুনঃ
লালন- 01711312726
শরীফ- 01674 948668
আরিফ- 01912191847
পলাশ- 01673898407
সোহাগ- 01717578609 (চট্রগ্রাম)
#Group_De_Madventurers_GDM
#a_Walk_to_Nature
Advertisement

Event Venue & Nearby Stays

থানচি,বান্দরবান, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Dhaka

\u09ac\u09be\u09a3\u09c0 \u09ac\u09a8\u09cd\u09a6\u09a8\u09be \u09e7\u09ea\u09e9\u09e8, \u09ac\u09c1\u09af\u09bc\u09c7\u099f
Thu, 22 Jan at 06:00 pm বাণী বন্দনা ১৪৩২, বুয়েট

Ahsan Ullah Hall, 1000 Dhaka, Bangladesh

\u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09bf\u09a4\u09c7 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f \u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09a8\u09cd\u09a4
Thu, 22 Jan at 07:15 pm জানুয়ারিতে সেন্ট মার্টিন ভ্রমণে ট্যুরন্ত

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217

\u099f\u0987\u099f\u0987 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u0987\u09ad\u09c7\u09a8\u09cd\u099f
Thu, 22 Jan at 10:30 pm টইটই সেন্টমার্টিন ইভেন্ট

Mirpur 10, Dhaka, Bangladesh, 1216 Dhaka, Bangladesh

IHSB STEM FEST - 2026
Fri, 23 Jan at 12:00 am IHSB STEM FEST - 2026

International Hope School Bangladesh

Only 20 days left & Now It\u2019s Time For Her Arrival \ud83e\udd0d\ud83e\uddff
Fri, 23 Jan at 12:00 am Only 20 days left & Now It’s Time For Her Arrival 🤍🧿

Jagannath Hall, Dhaka University

TIGER PACE HALF MARATHON 2026 - Season 1
Fri, 23 Jan at 05:00 am TIGER PACE HALF MARATHON 2026 - Season 1

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

Shaheed Osman Hadi Memorial Badminton Tournament 2026
Fri, 23 Jan at 05:30 am Shaheed Osman Hadi Memorial Badminton Tournament 2026

Benchmark International School

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events