Advertisement
🚵🏻♂ এসডিসি বাইক প্যাকিং এ্যাডভেঞ্চার রাইড টু সিন্দুকছড়ি- খাগড়াছড়ি🛣️🖐️👉 ৩রাত - ২দিন, ঢাকা- হেয়াকো বাজার এবং খাগড়াছড়ি-ঢাকা বাসে যাওয়া- আসা, ১রাত খাগড়ছড়িতে থাকা।
📝 যাত্রা: বৃহস্পতিবার রাত, ২২ শে জানুয়ারী ২০২৬ইং।
📝 ফেরা: বরিবার ভোর, ২৫ শে জানুয়ারী ২০২৬ইং।
📢🇧🇩মিটিং পয়েন্ট :- সায়েদাবাদ বাস টার্মিনাল (হুজুরের বাড়ীর গেটের বিপরীতে)।
🕕মিটিং টাইম : সন্ধা ০৭:৩০ মিনিট,
🕕বাসে যাত্রা শুরু : রাত ৯:০০ মিনিট।
🚧 ২ দিনে রাইড এর পরিসীমা : ১২০+ কিমি।
🚏গন্তব্যঃ হেয়াকো বাজার -আমতলী রাবার বাগান (সেলফী রোড)- রামগড়- জালিয়াপাড়া- সিন্দুকছড়ি- খাগড়াছড়ি সার্কিট হাউজ- নিউজিল্যান্ড পাড়া- হর্টিকালচার পার্ক- আলুটিলা গুহা - রিসাং ঝর্না -মাটিরাঙ্গা।
🕙🚍 ২২শে জানুয়ারী, ২০২৬ইং বৃহস্পতিবার রাত ৯:০০ টায় বাস ছেড়ে ২৩শে জানুয়ারী ২০২৬ইং, শুক্রবার ভোর ৪:০০টার দিকে ফটিক ছড়ির হেয়াকা বাজার নামবো, সবার সাইকেল রেডি করে ফজরের নামাজ আদায় করে আমরা চলে যাবো আমতলী রাবার বাগানে (সেলফী রোডে), রাবার বাগানে গ্রুপ ছবি তুলে ১ম দিনের রাইড শুরু (প্রায় ৮৫কিমি), সুবিদাজনক স্থানে নাস্তা করবো।
🛣️🚲 হেয়াকো বাজার থেকে রাইড শুরু সিন্দুকছড়ি হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে।
🔰👉উক্ত রুটে আমতলী বাগান (সেলফী রোডে) সহ পাহাড়ী আঁকাবাঁকা সুন্দর প্লেসে সবাই মিলে ছবি তুলবো। যেখানে সুন্দর স্পট দেখবো, আমরা সবাই দাড়িয়ে যাবো।
🔰✅পাহাড়ী রাস্তা এবং আশপাশের পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে যাবো খাগড়াছড়ি শহরে।
✅🏢 খাগড়াছড়িতে আমাদের নির্ধারিত হোটেলে চেক ইন করবো, চেক ইন করার পর গোসল শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধার পর সবাই মিলে চিল করে রাতের খাবার খাবো, খাওয়া দাওয়া শেষ করে গুমিয়ে পড়বো।
✅🚲⛰️ ২য় দিন, শনিবার ২৪শে জানুয়ারী ২০২৬ইং সকালে নাস্তার পর সবাই মিলে চলে যাবো নিউজিল্যান্ড পাড়া, নিউজিল্যান্ড পাড়া থেকে হোটেলে ফিরে সবাই ফ্রেশ হয়ে হোটেল চেক- আউট করে রওনা দিব আলু টিলা গুহার উদ্দেশ্যে- আলু টিলা গুহা থেকে বের হয়ে চলে যাবো রিসাং ঝর্না এক্মপ্লোর করার জন্য।
২য় দিনের রাইডটা হবে সবছেয়ে রোমাঞ্চকর এবং এ্যাডভেঞ্চারাস, আমরা আলু টিলা এবং রিসাং ঝর্নার পথ টুকু পুরোটাই পায়ে হেটে যাবো (সাইকেল সুবিদাজনক স্থানে রেখে)।
🚲🚲সুবিধা জনক স্থানে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাবো মাটি রাঙ্গায় (২য় দিনের সময় এবং পরিস্থিতি বিবেচনায়)। সবাই মিলে বিশ্রাম নিয়ে আমরা আবার সাইকেল প্যাক করে মাটিরাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
✅🔰ইভেন্ট ফি ২০৯৯৳,(শুধুমাত্র যাওয়া-আসার রিজার্ভ বাস ভাড়া+ খাগড়ছড়িতে একরাতের হোটেল ভাড়া)।
➡️🖐️বুকিং ক্যাপাসিটি 👉৪০জন।
✅🔰উক্ত ইভেন্টে আপনার যাত্রা নিশ্চিত করতে বুকিং করুন।
♻️বুকিং কনফার্ম করতে ১০২০৳ (এক হাজার বিশ টাকা) {অফেরতযোগ্য} সেন্ড মানি করুন নিচের বিকাশ/ নগদ নাম্বারে।
📌📝 বুকিং করার শেষ সময়: ১০শে জানুয়ারি ২০২৬ইং।
🪪✅ARIF 📲01715458006 (Bkash/ Nogod Personal)
🪪✅SDC Bikewala 📲01913036979 (Bkash/ Nogod Personal)
🙏💵✅বুকিং মানি বিকাশ করার পর গুগল ফর্মটি ফিলাপ করুন: ফর্ম লিংক- https://forms.gle/F8MrAGMfAJYjLpgy6
👉📍📌🏷️আপনার জাতীয় পরিচয় পত্রের ২/৩টা ফটোকপি সাথে রাখবেন।
☝🏻☝🏻 অবশ্যই অতিরিক্ত টিউব রাখতে হবে (বাধ্যতামুলক), প্যাচকিট নিয়ে নিবেন (যদি থাকে)।
🙏🏻 👉👉বিঃ দ্রঃ 👨🏻🏫 অবশ্যই আপনার সাইকেলটি ১০০% ঠিক থাকতে হবে, চেইন লুব করা, চাকায় সঠিক পরিমাপে হাওয়া দেয়া থাকতে হবে এবং রাইডের আগে প্রয়োজনীয় সার্ভিসিং করে রাখবেন।
✔️📌🔗✂️আপনারা শুধুমাত্র ২ফিট পি-ফোম কিনে আনবেন, আমরা পি-ফোম গুলো আপনার সাইকেলের ফ্রেমের মাপ অনুযায়ী কেটে, প্যাকিং করে স্কচ-টেপ মেরে সবগুলো সাইকেল বাসের ছাদে পজিশন মত সাজিয়ে শক্ত করে বেধে নিব। পূর্বের সব গুলো বাইক প্যাকিং এ আমরা এভাবেই নিয়েছি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি।
----------------------------------
🦸🏻♂ রাইড পরিচালনায় থাকবেন
📲Arifur Rahman- 01715458006
📲Dipta Chakrabarty- 01685880542
📲Al Mahmud Tusher - 01620604215
📲Mahid Ahmed Tonmoy - 01745288881
📲Md Ismail- +880 1907-248882
📲Athai Rahman 01760-017082
📲Ohahid Ahammed Shihab 01913257988
📲Ashraful 880 1721-091726
⛔ ১৮ বছরের কম বয়সী দের অভিভাবকদের অনুমতি নিয়ে আসার অনুরোধ রইলো।
💥সতর্কবাণী:
আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায় দায়িত্ব আমি নিজে নিচ্ছি। যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য South Dhaka Cyclists -এর এডমিন, মডারেটর বা সদস্যদের দায়ী করবোনা বা তারা দায়ী নয়।
Advertisement
Event Venue & Nearby Stays
সায়েদাবাদ বাস টার্মিনাল, ঢাকা, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.










