Advertisement
"আজ হোক না রঙ ফ্যাকাশে তোমার- আমার আকাশে,
চাঁদের হাসি যতই হোকনা ক্লান্ত,
বৃষ্টি পরুক নাইবা পরুক,
ঝড় উঠুক নাইবা উঠুক,
ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্ত!"
বাঙালির মনের অনেকখানি জায়গা জুড়ে বসন্তের বিরাজ। শীত শীত মাঘের শেষে শুকনো পাতার মর্মর শব্দে ভর করে ঋতুরাজ বসন্তের আগমনে পাতাঝরা গাছের নবপল্লব, রঙিন ফুলের সুবাস, কোকিলের কুহুডাক- সবকিছু মিলিয়ে সতেজতার ষোলআনাই পূর্ণ হয় প্রকৃতিতে। আর বসন্তও খুঁজে পায় তার নামের সার্থকতা।
রঙ, সুবাস আর আনন্দের এই মহাসমারোহকে পূর্ণতা দিয়ে রঙিন সময়কে আরও রঙিন করতে প্রতিবারের ন্যায় এবারেও এফবিএস মিউজিক উইং আয়োজন করছে "ফাল্গুন সংগীত উৎসব- ১৪৩১"।
এবছরও ঋতুরাজ বসন্তকে আমরা বরণ করব মাঘের শেষ দিনের মৃদু হাওয়ার তালে!
ব্যস্ততা, বিষণ্ণতা আর শীতের শেষের জড়োসড়ো ভাবকে পিছনে রেখে ক্লান্ত মনকে রঙিন করে তুলতে সবান্ধব আমন্ত্রণ রইলো আমাদের আসরে!
উৎসবের দিন: ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫
সুর ছড়ানোর প্রহর: দুপুর ১২টা থেকে
আসর বসাবো: ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Advertisement
Event Venue & Nearby Stays
Faculty of Business Studies (FBS), University of Dhaka, FBS, University of Dhaka,Dhaka, Bangladesh