পরিবারের সাইবার সুরক্ষা ও মানসিক সুস্থতায় দিনব্যাপী প্রশিক্ষণ

Sat, 17 May, 2025 at 08:00 am UTC+06:00

বিশ্বসাহিত্য কেন্দ্র Bishwa Sahitya Kendra | Dhaka

Cyber Paradise
Publisher/HostCyber Paradise
\u09aa\u09b0\u09bf\u09ac\u09be\u09b0\u09c7\u09b0 \u09b8\u09be\u0987\u09ac\u09be\u09b0 \u09b8\u09c1\u09b0\u0995\u09cd\u09b7\u09be \u0993 \u09ae\u09be\u09a8\u09b8\u09bf\u0995 \u09b8\u09c1\u09b8\u09cd\u09a5\u09a4\u09be\u09df \u09a6\u09bf\u09a8\u09ac\u09cd\u09af\u09be\u09aa\u09c0 \u09aa\u09cd\u09b0\u09b6\u09bf\u0995\u09cd\u09b7\u09a3
Advertisement
পরিবারের সাইবার সুরক্ষা ও মানসিক সুস্থতায় দিনব্যাপী প্রশিক্ষণ
--------------------------------------------------------
ইন্টারনেট এখন আমাদের জীবনযাপনের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। পারস্পরিক যোগাযোগ থেকে শুরু করে বিনোদন, কেনাকাটা পর্যন্ত প্রায় সব কাজের সঙ্গে ইন্টারনেট যুক্ত। সুবিধার পাশাপাশি ইন্টারনেটের ক্ষতিকর দিকও রয়েছে, যা অনেক সময় কোথাও কাউকে বলা যায় না, সমাধান মিলে না। যেমন: সাইবার বুলিং বা অনলাইন হয়রানির ফলে মানসিক স্বাস্থ্যের অবনতি, ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের আইডি হ্যাকিং, নামে-বেনামে অপপ্রচার, ভুয়া তথ্য ছড়িয়ে অপপ্রচার ইত্যাদি।
এই ঝুঁকি মোকাবেলায় নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিতে আমাদের ডিজিটাল পরিমণ্ডলের বিষয়গুলোর নিরাপত্তা সম্পর্কে জানা এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে দেখাতে সাইবার প্যারাডাইজ আয়োজন করেছে ‘পরিবারের সাইবার সুরক্ষা ও মানসিক সুস্থতায় দিনব্যাপী প্রশিক্ষণ’। এতে থাকছে-

♦ ইন্টারনেটের ব্যবহার ও ঝুঁকি
♦ মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সাইবার বুলিংয়ের প্রতিকার
♦ অনলাইন জীবনযাপনে তথ্যের সুরক্ষা (প্রাইভেসি) ও নিরাপত্তা কৌশল
♦ পরিবারে অনলাইন নিরাপত্তাব্যবস্থায় করণীয়
♦ সাইবার হয়রানি প্রতিকারে আইনি সুরক্ষা

◨ অংশগ্রহণকারী প্রত্যেকে সনদ পাবেন, যা অনলাইনে ভেরিফিকেশনের সুযোগ থাকবে।

এছাড়াও পরবর্তীতে থাকছে-
♦ মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞের পরামর্শ
♦ ডিজিটাল ফরেনসিক সেবা
♦ আইনি সেবা নেওয়ার জন্য পৃথক কনসালটেন্সি নেওয়ার সুবিধা

◨ তারিখ:
১৭ মে ২০২৫, (শনিবার) সময়: সকাল ৮:০০টা থেকে দুপুর ২:০০টা।

◨ স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্র, {৬ষ্ঠ তলা (লিফট: ৫) (রুম: ৫০৫)}, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/5r3WcwQ7xTEA2KJw6

♦ অংশগ্রহণকারী: যেকোনো বয়সী, যেকোনো শ্রেণি-পেশার মানুষ অনলাইনে নিবন্ধন করে অংশ নিতে পারবেন।

♦ ফি: ৯৫০ টাকা
পরিশোধের মাধ্যম:
১) বিকাশ পে‌মেন্ট
২) ব্যাংক চেক: ‘Cyber Paradise Limited’ নামে (অনুষ্ঠানের অন্তত ৩ দিন আগে চেক পাশ হওয়া সাপেক্ষে প্রযোজ্য)।

♦ অনলাইনে রেজিস্ট্রেশন: https://my.cyberparadiseltd.com/public/reg.php
Advertisement

Event Venue & Nearby Stays

বিশ্বসাহিত্য কেন্দ্র Bishwa Sahitya Kendra, মুন ড্রাই ক্লিনার্স, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh

Tickets

Sharing is Caring:

More Events in Dhaka

8th National Adventure Festival
Fri, 16 May, 2025 at 08:00 am 8th National Adventure Festival

Notre Dame College, Motijheel, Dhaka-1000, Dhaka, Dhaka Division, Bangladesh

Bangladesh Youth Volunteer Carnival 2024
Fri, 16 May, 2025 at 08:30 am Bangladesh Youth Volunteer Carnival 2024

International Mother Language Institute

Orcasta Events presents #FUSION at Lakeshore Hotel
Fri, 16 May, 2025 at 10:00 am Orcasta Events presents #FUSION at Lakeshore Hotel

Lakeshore Hotel Gulshan

Debate Ambassador Hunt and Championship (Volume 1)
Fri, 16 May, 2025 at 04:00 pm Debate Ambassador Hunt and Championship (Volume 1)

Jamuna Future Park, Bashundhara, Dhaka.

Data Center Technologies Summit
Sat, 17 May, 2025 at 09:00 am Data Center Technologies Summit

InterContinental Dhaka, an IHG Hotel

Training and Experiential Learning on Fecal Sludge Management in Cities: An Element of CWIS
Sun, 18 May, 2025 at 09:00 am Training and Experiential Learning on Fecal Sludge Management in Cities: An Element of CWIS

BUET Central Road, Palashi,, 1000 Dhaka, Bangladesh

Spark 1.0 - Laboratorians International Tech Carnival 2025
Thu, 22 May, 2025 at 08:00 am Spark 1.0 - Laboratorians International Tech Carnival 2025

1 Naem Road, New Market, 1205 Dhaka, Bangladesh

Dhaka Commercial Automotive Show
Thu, 22 May, 2025 at 08:30 am Dhaka Commercial Automotive Show

Bangladesh-China Friendship Exhibition Center

CEMS-Evexpo
Thu, 22 May, 2025 at 08:30 am CEMS-Evexpo

bangabandhu bangladesh–china friendship exhibition center

Bangladesh Leather and Footwear Expo
Thu, 22 May, 2025 at 10:00 am Bangladesh Leather and Footwear Expo

International Convention City Bashundhara (ICCB)

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events