Advertisement
বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার কার্নিভাল-২০২৪
শুভেচ্ছা!
বাংলাদেশের তরুণদের মধ্যে ভলান্টিয়ারিজম উদযাপন এবং প্রচারের স্বার্থে গো আপ ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার কার্নিভাল ২০২৪।
একদিনব্যাপী এই কার্নিভালে পুরস্কার বিতরণী এবং কনসার্টের মাধ্যমে ভলান্টিয়ারদের স্বীকৃতি প্রদান করা হবে।
🎯 কার্নিভালের বর্ণনা:
✅ ট্রেনিং এবং ওয়ার্কশপ:
তিনজন সুপরিচিত বক্তা ভলান্টিয়ারদের জন্য নেটওয়ার্কিং, ইফেকটিভ কমিউনিকেশন এবং কিভাবে একটি অর্গানাইজেশন গড়ে তুলতে হয় সে সম্পর্কে একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করবেন। পার্টিসিপেন্টরা প্রশ্নোত্তর পর্বে তাদের প্রশ্ন করার সুযোগ পাবে।
✅ প্যানেল ডিসকাশন:
“জলবায়ু পরিবর্তন” বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। ছয়জন প্যানেলিস্ট অডিয়েন্স এর সাথে ইন্টারেক্ট করার সুযোগ পাবেন।
✅ কমিউনিটি প্রজেক্ট প্রেজেন্টেশন:
এই সেগমেন্টটি স্টার্টআপগুলোর জন্য তাদের সংগঠনগুলোকে ব্র্যান্ড করার সুযোগ উন্মোচন করবে। এই প্রেজেন্টেশনে তারা তাদের ইভেন্ট বা যেকোনো একটি একটিভিটি ইনক্লুড করতে পারবে।
✅ ইন্টারেক্টিভ টাস্ক:
স্বেচ্ছাসেবকদের গ্রুপে বিভক্ত করে একটি ইন্টারেক্টিভ টাস্ক দেওয়া হবে। এটি তাদের সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করবে।
✅ পুরস্কার বিতরণী অনুষ্ঠান:
এই সেগমেন্টটি বিশেষভাবে শুধুমাত্র এওয়ার্ডের জন্য রেজিস্ট্রিকৃত সংগঠন কিংবা ব্যক্তির জন্য নির্ধারিত। জুডিশিয়াল বোর্ডের রায়ের ভিত্তিতে ৫টি ক্যাটাগরীতে টপ অর্গানাইজেশন অথবা ব্যক্তি পুরস্কৃত হবে।
সাংস্কৃতিক সেশন এবং কনসার্ট:
এন্টারটেইনমেন্ট এর জন্য থাকছে বিখ্যাত ব্যান্ডের পরিবেশনা।
🎯 অংশগ্রহণের সুবিধাসমূহ:
✅ নেটওয়ার্কিং এর সুযোগ
✅ কমিউনিকেশন বৃদ্ধি
✅ স্কিল ডেভেলপমেন্টের সুযোগ
✅ এফেকটিভ লিডারশিপ আইডিয়া প্রাপ্তি
✅ ইনোভেশন আইডিয়া
✅ সম্পূর্ণ ভলান্টিয়ারিং গাইডলাইন পাওয়ার সুযোগ
🎯 পরিবেশ বান্ধব উপহারঃ
✅ ইকো ক্যারি ব্যাগ
✅ প্রিমিয়াম বক্স
✅ টি - শার্ট
✅ নোটবুক ✅ পরিবেশ বান্ধব কলম ✅ ইকো আইডি কার্ড ✅ সনদপত্র ✅ লাঞ্চ
কালচারাল সেশন: প্রোগ্রামের শেষে একটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করবে।
রেজিস্ট্রেশন পদ্ধতি:
এই নিবন্ধন ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করুন: https://forms.gle/1cVkT4XnmvFJNSRr7
নিবন্ধনের শেষ তারিখ: ০৭/০৭/২০২৪
🎯নিবন্ধন ফি: ৭০০ টাকা
🎯 বিকাশ- 01611244770 (সেন্ডমানি)
🎯 নগদ- 01611244770 (সেন্ডমানি)
অনুগ্রহ করে রেফারেন্স বক্সে “byvc” উল্লেখ করুন।
পেমেন্টের পর, আপনাকে নিবন্ধন ফর্মে আপনার ট্রাঞ্জেকশন আইডি প্রদান করতে হবে।
পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন।
যেকোনো প্রশ্নের জন্য:
যোগাযোগ নম্বর: +917303168177 (Whatsapp)
ইমেইল: [email protected]
🎯 যুক্ত হোন বাংলাদেশ ইয়্যুথ ভলান্টিয়ার কার্নিভাল গ্রুপেঃ https://www.facebook.com/groups/1430174110959445
🎯 বাংলাদেশ ইয়্যুথ ভলান্টিয়ার এওয়ার্ড পেইজ লিংকঃ https://www.facebook.com/bangladeshyouthvolunteeraward
🎯 গো আপ ফাউন্ডেশন পেইজ লিংকঃ https://www.facebook.com/GoUpfoundation
Advertisement
Event Venue & Nearby Stays
International Mother Language Institute, Dhaka, Bangladesh