Advertisement
‘যুক্তির মহাসংগ্রামে বাংলার বিতার্কিক ’ এ শ্লোগানে উজ্জীবিত হয়ে মহান সৃষ্টি কর্তার প্রতি আনুগত্যের সাথে মানব ধর্মে ব্রতী হয়ে নিঃস্বার্থভাবে বাংলাদেশে বিতর্কের তথা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে আন্ত:বাংলাদেশ বিতর্ক সংগঠন- আইবিডিও।
আন্ত:বাংলাদেশ বিতর্ক সংগঠন আয়োজিত Ambassador Hunt & Championship 2025 এ সকল পর্যায়ের বাংলাদেশী বিতার্কিকগণ আমন্ত্রিত যেখানে ২ টি ধাপে বিষয়টি বাস্তবায়ন করা হবে।
প্রথমত,
আইবিডিও এর দূত (Ambassador) হিসেবে নিবন্ধন করতে হবে নিম্নক্ত ফরমটিপূরণ করে।
https://forms.gle/L79FaQfB1M5sTTHd8
দ্বিতীয়ত,
আন্ত:বাংলাদেশ বিতর্ক সংগঠনের দিক নির্দেশনা অনুযায়ী নিজ নিজ এলাকা ও প্রতিষ্ঠানে প্রচারণামূলক কর্ম সম্পাদন করতে হবে।
এই ২টি ধাপের মাধ্যমে সেরা দূত (Ambassador)দের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
১ম পুরাস্কার→ ১০,০০০.০০টাকা + স্মারক।
২য় পুরস্কার→ ৩,০০০.০০ টাকা + স্মারক।
৩য়-১০ম পুরস্কার→ স্মারক।
আমরা আশাবাদি বিতর্কচর্চার শুভ কাজের প্রসারণ ঘটাতে আমাদের নবীন দূতগণ সারাদেশে ব্যাপক ভূমিকা রাখবেন।
[ বি:দ্রঃ যেকোনোসংগঠনের সাথে কাজ করতে প্রয়োজন সততা ও একতা, তাই যুক্ত হলে সংগঠনটিকে আপন ভেবে দায়িত্বশীলতার সাথে যুক্ত হন।]
যেকোনো প্রয়োজনে :
+৮৮০১৫১-১০০০৩১৩
+৮৮০১৬০-১০০০৩১৩
(প্রকাশনা অধিদপ্তর, আন্ত:বাংলাদেশ বিতর্ক সংগঠন।)
ইমেইল- [email protected]
----------------------------------------------------------------------------------------------------------------------
In the slogan "In the Great Congress of Argument, Bangladeshi Debaters," driven by devotion to the Creator and dedication to humanity, the Inter-Bangladesh Debate Organization (IBDO) is working selflessly to spread the light of knowledge and the practice of debate across Bangladesh.**
### **Ambassador Hunt & Championship 2025**
IBDO invites debaters from all levels across Bangladesh to participate in this initiative, which will be conducted in two stages:
1. First Stage:
Register as an IBDO Ambassador by filling out the designated form:
→ https://forms.gle/L79FaQfB1M5sTTHd8
2. Second Stage:
Carry out promotional activities in your respective area or institution according to the guidelines provided by IBDO.
Through these two stages, the best ambassadors will be awarded prizes:
- 1st Prize: 10,000 BDT + a Crest
- 2nd Prize: 3,000 BDT + a Crest
- 3rd to 10th Prizes: + Crest
We are confident that our new ambassadors will play a significant role in expanding the noble practice of debating across the country.
Note:
Honesty and unity are essential when working with any organization. If you join, take responsibility and treat the organization as your own.
For any inquiries:
📞 +880151-1000313
📞 +880160-1000313
📧 Email: [email protected]
(Department of Publications, Inter-Bangladesh Debate Organization)
Advertisement
Event Venue & Nearby Stays
Jamuna Future Park, Bashundhara, Dhaka., Dhaka, Bangladesh