Advertisement
সংবাদ ও বিনোদন ভিত্তিকদেশের প্রথম এআই প্রযুক্তির UHD স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন।
সংবাদ ও বিনোদন ভিত্তিক দেশের প্রথম এআই প্রযুক্তির UHD স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর ২৬ জানুয়ারী গৌরবময় বার্ষিকী উদযাপন চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যেগে ২দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান।
♦️২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে চ্যানেল এস চট্টগ্রাম বিভাগীয় অফিসে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে তাবরুক বিতরণ।
♦️২৭ জানুয়ারি বিকেল ৫টায় চন্দনপুরাস্হ সাফা আর্কেড এ আনুষ্ঠানিক কেক কাটা অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, বর্ণাঢ্য সাংস্কৃতিক
পরিবেশনা ও একটি সৌহার্দপূর্ণ মিলনমেলা।
অত্যন্ত আনন্দ ও বিনয়ের সাথে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদান্তে -
চ্যানেল এস পরিবারের পক্ষে
মুনীর চৌধুরী - আবাসিক সম্পাদক
চ্যানেল এস।
Advertisement
Event Venue & Nearby Stays
সাফা আর্কেড,চন্দনপুরা, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






