Advertisement
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,রাজনীতি বিজ্ঞান বিভাগের উদ্যোগে আমাদের বার্ষিক শীতকালীন আয়োজন “X-Force Presents Politico Winter Fest – Vol. 1” অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভাগের প্রতিটি ব্যাচকে একত্রিত করে সৌহার্দ্য, আনন্দ ও সাংস্কৃতিক সম্প্রীতির একটি দিন উপহার দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ২২ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করা হয়েছে। দিনক্ষণ, ভেন্যু ও অন্যান্য বিস্তারিত তথ্য শীঘ্রই বিভাগীয় নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রোগ্রামটির সফলতা নিশ্চিত করতে আপনাদের সর্বোচ্চ উপস্থিতি ও অংশগ্রহণ অত্যন্ত কাম্য।
Stay Connected!
Advertisement
Event Venue & Nearby Stays
University of Chittagong, Hathazari, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.








