Advertisement
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কোনো প্রকার আবাসন সুবিধা দিতে পুরোপুরি ব্যার্থ হয়েছে। এবং ২য় ক্যাম্পাসের কাজ বছরের পর বছর ঝুলে আছে। কোনো প্রকার নিরাপত্তা, পর্যাপ্ত খাবারের নিশ্চয়তা, ল্যাব ফ্যাসিলিটি এবং সুন্দর ক্যাম্পাস দিতে ব্যার্থ হওয়ায় আমরা মনে করছি জবি প্রশাসনের মৃত্যু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা জবি প্রশাসনের আত্মার মাগফেরাত কামনার কর্মসূচি হাতে নিয়েছি।
জবিয়ানরা দলে দলে যোগ দিয়ে কর্মসূচি সফল করুন।
Advertisement
Event Venue & Nearby Stays
Jagannath University - জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 9-10, Chittaranjan Avenue, Dhaka,Dhaka, Bangladesh