Advertisement
মোহাম্মদবাগ ইউনিটি স্পোর্টিং ক্লাব প্রিমিয়াম লীগ সিজন ১।মোহাম্মদবাগ ইউনিটি স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিমিয়াম লীগ সিজন ১, যা ২০২৫ সালের ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি একটি বিশেষ ইভেন্ট হবে, যেখানে ক্লাবের সদস্যদের মধ্যে স্পোর্টস ও আনন্দের সংমিশ্রণ থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো একে অপরের সাথে উত্তেজনাপূর্ণ খেলায় লড়াই করবে, এবং ক্লাবের সবার জন্য আনন্দের মুহূর্ত তৈরি হবে।
সময়সূচী:
প্রথম দিন: ১৩ এপ্রিল ২০২৫ – প্রতিযোগিতার শুরু এবং খেলার আয়োজন।
দ্বিতীয় দিন: ১৪ এপ্রিল ২০২৫ – ফাইনাল ম্যাচ এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
Advertisement
Event Venue & Nearby Stays
Mohammadbag, merajnagar, kadomtoli, Dhaka1362, Dhaka, Dhaka Division, Bangladesh