Advertisement
"যুক্তির আলোয় আলোকিত হোক চিন্তার রাজপথ, সৃষ্টি হোক প্রগতির নতুন দিগন্ত।"
বাংলাদেশের অন্যতম বিতর্ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট একটি প্রগতিশীল ও যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে গত যুগ ধরে কাজ করে আসছে। ফিনিক্স পাখি যেমন আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেলেও সেই ছাই থেকে উঠে আসে নবজীবনের গান গেয়ে, যেনো প্রতিকূলতা কখনোই অন্তিম নয় - বরং নবজাগরণের সুর। তেমনি সাস্ট স্কুল অব ডিবেট প্রতিবার জেগে উঠে -
নতুনভাবে,
নতুন উদ্যমে,
নতুন শক্তিতে।
যেখানে আদর্শের দীপ্তি, যুক্তির আলো আর প্রশ্নের স্পর্ধা কখনোই নিভে না বরং স্তব্ধতার মাঝেও জ্বলে উঠে নবজাগরণের অনির্বাণ শিখায়।
সেই পুনর্জাগরণের ধারাবাহিকতায়, সাস্ট স্কুল অব ডিবেট এবার সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে ‘SUST Divisionals 2025’।
SUST Divisionals 2025 এর সার সংক্ষেপ:
◽অংশগ্রহণ যোগ্যতা: সিলেট বিভাগের যেকোনো স্কুল-কলেজের শিক্ষার্থী [Institutional ISC]
◽ফরম্যাট: বাংলা এশিয়ান পার্লামেন্টারি (3v3)
◽তারিখ: ১৫-১৬ ই আগস্ট
◽ভেন্যু: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
◽টিম ক্যাপ: ১৮
◽রেজিস্ট্রেশন ফি: ৯০০/-
◽বিকাশ/নগদ: 01754856739
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
সোহাগ মিয়া
আহবায়ক
মোবাইল: 01754856739
FB ID: https://www.facebook.com/share/1Qy9rxuPco/
ফারজিন আনিয়ার রহমান
সভাপতি
সাস্ট স্কুল অব ডিবেট
মোবাইল: 01921260277
FB ID: https://www.facebook.com/share/1AzjemE6Zd/
Advertisement
Event Venue & Nearby Stays
Shahjalal University of Science and Technology, Munny Pharmacy and Something Etc, R280, সিলেট, বাংলাদেশ, Sylhet, Bangladesh