14 - 16 আগস্ট: হোটেল নূরজাহান গ্রান্ডে মাত্র 7000 টাকায় সিলেট ভ্রমণ, STG এর সাথে

Thu, 14 Aug, 2025 at 10:00 pm to Sat, 16 Aug, 2025 at 11:00 pm UTC+06:00

Hotel Noorjahan Grand | Sylhet

Sowrab Ahmed
Publisher/HostSowrab Ahmed
14 - 16  \u0986\u0997\u09b8\u09cd\u099f: \u09b9\u09cb\u099f\u09c7\u09b2 \u09a8\u09c2\u09b0\u099c\u09be\u09b9\u09be\u09a8 \u0997\u09cd\u09b0\u09be\u09a8\u09cd\u09a1\u09c7 \u09ae\u09be\u09a4\u09cd\u09b0 7000 \u099f\u09be\u0995\u09be\u09df \u09b8\u09bf\u09b2\u09c7\u099f \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3, STG \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7
Advertisement
প্রিমিয়াম প্যাকেজ : হোটেল নূরজাহান গ্রান্ডে মাত্র 7000 টাকায় সিলেট ভ্রমণ, STG এর সাথে।
( রাতারগুল -ভোলাগঞ্জ সাদা পাথর - জাফলং - রাংপানি - চা বাগান - মাজার ও অন্যান্য)
ইভেন্টের তারিখঃ
✅ 14 - 16 আগস্ট, 2025
(আসা যাওয়া 02 রাত, সিলেট 01 রাত থাকা)
🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣
🚍যাত্রার তারিখ:
14 আগস্ট, 2025 বৃহস্পতিবার রাত 10 টা
(ঢাকা কাউন্টার) 🕘
🚌ফেরার তারিখ:
16 আগস্ট, 2025 শনিবার রাত 10 টা
(সিলেট কাউন্টার) 🕘
🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣
👤ঢাকা থেকে জনপ্রতি প্যাকেজ প্রাইসঃ
⛔ প্রিমিয়াম হোটেলঃ হোটেল নুরজাহান গ্র্যান্ড ( সুইমিং পুলসহ)
ওয়েবসাইটঃ https://www.noorjahangrand.com/
===============================
রুম ক্যাটাগরিঃ ইকোনমিক ফ্যামিলি রুম ও কাপল রুম।

4️⃣ 1 রুমে শেয়ারিং 4 জন/ ফ্যামিলি 4 জনঃ
🚌 জনপ্রতি: 7000/- নন এসি বাস ( ইউনিক সার্ভিস )
🚌 জনপ্রতি: 8500 /- এসি বিজনেস ক্লাস ( গ্রীন লাইন, এনা ট্রান্সপোর্ট )

3️⃣ 1 রুমে শেয়ারিং 3 জনঃ
🚌 জনপ্রতি: 7500/- নন এসি বাস
🚌 জনপ্রতি: 9000 /- এসি বিজনেস ক্লাস
====================================
ইকোনমিক কাপল রুমঃ 2 জন
2️⃣ 1 রুমে শেয়ারিং 2 জন / কাপল জনপ্রতিঃ
🚌 জনপ্রতি: 8000/- নন এসি ( কাপলঃ 16000 টাকা)
🚌 জনপ্রতি: 9500/- এসি বিজনেস ক্লাস ( কাপলঃ 19000 টাকা)
==============================
👤সিলেট থেকে জনপ্রতি প্যাকেজ প্রাইজঃ
জনপ্রতি 5600/- টাকা ( 1 রুমে শেয়ারিং 4 জন)
জনপ্রতি 6100/- টাকা ( 1 রুমে শেয়ারিং 3 জন)
জনপ্রতি 6600/- টাকা ( 1 রুমে শেয়ারিং 2 জন)
===================================
📢📢📢 ( অন্যান্য জেলা থেকে জয়েন করলে ঢাকার সাথে আপডাউন ভাড়া যোগ করলে হবে।)
🔴🔴🔴 কনফার্ম করার শেষ সময়ঃ সিট খালি থাকা পর্যন্ত
বুকিং মানি : 3060 টাকা জনপ্রতি ( অফেরত যোগ্য)। এসি বাসের ক্ষেত্রে বুকিং মানিঃ 5100 টাকা। ব্যাংক একাউন্ট এ টাকা পাঠাইতে চাইলে শেষের দিকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে।
📱 বুকিং নাম্বারঃ 01839396895 ( bkash, Rocket, Nagad)
মডারেটরঃ
016 00 38 11 95 ( Nahid Ahmmad Badhan)
016 2001 1702 ( Misrab Ahmed Nipu )
================================
💺সিট সংখ্যা - 11 / 22 টি
( প্রয়োজনে বাড়ানো হবে)
🚃🚃 বুকিংয়ের সিরিয়াল অনুযায়ী বাসের সিট দেওয়া হবে।
**** বাংলাদেশের যেকোনো জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন।
(★★★ সাজেক ভ্যালির একমাত্র স্থানীয় ভ্রমণ সংস্থা)
================================
🙍‍♂️চাইল্ড পলিসিঃ 0 থেকে 3 বছরের মধ্যে শিশুদের জন্য ফ্রি এবং 3+ থেকে 7 বছরের শিশুদের জন্য 10% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে বেড শেয়ার করতে হবে। তাছাড়া বাকি সব সুবিধা পাবে।
================================
================================
✅ যেসব স্থানে আমরা ঘুরবোঃ
🚩 রাতারগুল
🚩 জাফলং
🚩 মায়াবী ( সম্রাট পুঞ্জি ঝর্ণা )
🚩 রাংপানি ( পরিস্থিতির উপর কারণ BSF ঝামেলা করে )
🚩 ভোলাগঞ্জ সাদা পাথর।
🚩 মালিনীছড়া চা বাগান।
🚩 আগুন পাহাড়।
🚩 হযরত শাহাজালাল (রঃ) ==================>======>====
***ইভেন্ট প্লান:
🔊 প্রথম দিনঃ
14 আগস্ট (বৃহস্পতিবার) রাত 10 টায় ঢাকা ফকিরাপুল / সায়েদাবাদ থেকে সিলেটের এর উদ্দেশ্যে রওনা দিবো।
🔊 দ্বিতীয় দিনঃ
15 আগস্ট (শুক্রবার) সকালে বাস থেকে নেমে আমরা হোটেলে চেক ইন ( হোটেল চেক ইন টাইম দুপুর 02 টা, যতগুলো রুম খালি পাবো ফ্রেশ হওয়ার জন্য চেক ইন করে নিব) করে ফ্রেশ হয়ে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টে নাস্তা করতে যাবো। সকাল 08 টা বাজে রিজার্ভ এসি হাইস দিয়ে রাতারগুলের উদ্দেশ্যে রওনা হবো। রাতারগুল যাওয়ার সময় মাঝ পথে আমরা মালিনীছড়া চা বাগানে একটু ঘুরাঘুরি করব এবং ছবি তুলব। তারপর রাতারগুল পৌছে আমরা নৌকাতে উঠে সোয়াম্প ফরেস্ট ঘুরবো । রাতারগুল থেকে রিজার্ভ এসি হাইসে আমরা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। দুপুরের সময় আমরা রাস্তায় যে কোন একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে নেব। । এরপর ভোলাগঞ্জে পৌঁছে আমরা রিজার্ভ ইঞ্জিন চালিত বোট দিয়ে সাদা পাথর যাব। সেখানে সবাই গোসল করে। ভোলাগঞ্জ থেকে আমরা বিকাল বেলায় আবার আমরা হোটেলের উদ্দেশ্যে রিজাভ এসি হাইসে করে রওনা দিব। হোটেলে এসে রুপ টপ সুইমিংপুলে সবাই গোসল করব তারপর যে যার রুমে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সবাই মিলে সিলেট শহরে ঘুরবো। তারপর রাতে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টে রাতের খাবার খাবো ও হযরত শাহজালাল ( রঃ) মাজার জিয়ারত করবো।
🍱 খাবারঃ সকাল, দুপুর, রাত।
🔊 তৃতীয় দিনঃ
16 আগস্ট (শনিবার) সকালে ঘুম থেকে উঠে সবাই হোটেলের রেস্টুরেন্টে বুফে নাস্তা করে নিব। তারপর সুইমিংপুলে গিয়ে গোসল করে রুমে এসে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে রুম চেক আউট করব। ব্যাগ গুলো একটি রুমে রেখে আমরা দশটা বাজে রিজার্ভ হাইসে করে চলে যাব জাফলং এর উদ্দেশ্যে। তারপর সেখান থেকে জাফলং পৌঁছে দুপুরের খাবার খাব। এরপর জাফলং এর জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা যাব। তারপর জাফলং থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার পথে আগুন পাহাড় ঘুরে যাব। হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
🍱 খাবারঃ সকাল, দুপুর, রাত।
🟥 17 আগস্ট (রবিবার) সকালে ঢাকায় এসে পৌঁছাব।
===============================
⛰️ ভ্রমনে যা যা থাকছেঃ
🟥 ঢাকা টু সিলেট আপডাউন টিকিট (নন এসি চেয়ার কোচ / এসি বিজনেস ক্লাস) 🚍🚌
🟥 হোটেল নুরজাহান গ্র্যান্ডে রাত যাপন ও সুইমিং পুল থাকবে। 1 বেডের রুমে 2 জন / 2 বেডের রুমে 4 জন ও এটার্চ বাথরুম। কাপল ও মেয়েদের জন্য আলাদা রুমের ব্যবস্থা। ( এসি রুম)
🟥 2 দিনের সকাল, দুপুর ও রাতের খাবার খরচ ( 6 বেলা ) 🍱🍱🍱 ( শনিবার সকালে বুফে ব্রেকফাস্ট)
🟥 দুই দিনের জন্য রিজার্ভ এসি হাইস ভাড়া।
🟥 রাতারগুল, জাফলং, ভোলাগঞ্জে ইঞ্জিনচালিত বোট এর ভাড়া।🛥️
🟥 মালিনীছড়া চা বাগানের প্রবেশ ফি।
🟥 দক্ষ গাইড সার্ভিস, নিরপত্তা এবং উন্নত সেবা।
===============================
🚫🚫 যা যা থাকছে নাঃ
❌ কোন ব্যক্তিগত খরচ
❌ যাত্রা বিরতিতে খাবার
❌ খাবার ম্যানুর বাহিরে অতিরিক্ত খাবার খরচ।
=================================
📣📣📣ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ

★★★ সিলেট হল বর্ষার রানী যে কোন মুহূর্তে বৃষ্টি হতে পারে তাই ছাতা ও রেইনকোট অবশ্যই নিয়ে আসবেন।
★★★ মাস্ক ও স্যানিটাইজার অবশ্যই নিতে হবে।
🟢 একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি
🟢 মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
🟢 টর্চ লাইট।
🟢 গ্লুকোজ / সেলাইন, অবশ্যই পানির বোতল
🟢 ছাতা, গামছা, ক্যাপ না হ্যাট নিবেন
🟢 সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)
🟢 টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
🟢 পাওয়ার ব্যাংক।
================================
🚫🚫যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবেঃ
1/ স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
2/ ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
3/ মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
4/ হোটেলে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেনিশে থাকতে হবে।
5/ খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
6/ পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
7/ যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
8/ সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।
মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়, অগ্রিম টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে।
এই ট্রিপ এ সবাই যেতে পারবেন (ছেলে/মেয়ে/ ফ্যামিলি/কাপল)।
================================
🔴🔴🔴
কনফার্ম করার শেষ সময়ঃ আসন খালি থাকা পর্যন্ত।
কনফার্ম করার জন্য বিকাশ খরচ সহ 3060/- টাকা জমা দিতে হবে, বাকী টাকা ট্যুরের আগে পরিশোধ করতে হবে।
______________________________________
================================
***টাকা পরিশোধের উপায়:
বিকাশ পেমেন্ট করার আগে অবশ্যই ফোন করে জানাবেন। খরচসহ টাকা পাঠিয়ে অবশ্যই কল করে নিশ্চিত হবেন। সরাসরি এসে পেমেন্ট করতে পারেন 3000/- টাকা।
================================
🚩🚩🚩ঢাকা অফিস ঠিকানাঃ
33 হাফিজ ম্যানশন ( চতুর্থ তলা),
মেট্রো রেল স্টেশনের পাশে, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা - 1215
অফিস ফোন: 016 2001 1702
🏴🏴🏴খাগড়াছড়ি অফিস ঠিকানাঃ
সোনালী ব্যাংক সংলগ্ন, দীঘিনালা, খাগড়াছড়ি।
================================
***বিকাশ/ রকেট/ নগদ পার্সোনাল নম্বরঃ
বিপ্লব:
☎️ 018 3939 6895 ( Bkash, Rocket, Nagod)
☎️ 017 8438 9298
☎️ 0155 3747128
মডারেটরঃ
016 00 38 11 95 ( Nahid Ahmmad Badhan)
016 2001 1702 ( Misrab Ahmed Nipu )
📮 ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে বুকিং করতে পারবেন।
🏛️ City Bank
Account Name: SAJEK TRAVEL GROUP
Account Number: 1781330020703
Branch Name: Mirpur
Routing Number: 225262986
🏛️ Dutch Bangla Bank Limited
Account Name: Md Al Amin
Account Number: 1151570054916
Branch Name: Mirpur, Dhaka
Routing Number: 090262982
🏛️ IFIC Bank
Account Name: MD AL AMIN
Account Number: 0200341723811
Branch Name: Dighinala, Khagrachari
Routing Number:120840524
🏛️ Sonali Bank
Account Name: MD AL AMIN
Account Number: 5407201018557
Branch Name: Dighinala, Khagrachari
Routing Number: 200460040
_____________________________________
_____________________________________
📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ
-বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে।
- সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে অংশ গ্রহন করবেন সবাই।
- উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
- গ্রুপ ট্যুর তাই সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে।
================================
ইভেন্ট লিংক::
পেজ লিংক ::
https://www.facebook.com/sajektravelgroup/
https://www.facebook.com/tocationtourstravels/

গ্রুপ লিংকঃ
https://facebook.com/groups/sajektravelgroup.stg
https://www.facebook.com/groups/locationtourstravelsgroup/

#sajektravelgroup
#sylhet #STG #ratargul #bichanakandi
#jaflong #panthumai #mayabi_waterfall
#bholagong #sada_pathor #tanguar_haor
#shunmagong #sylhet_majar #sylhet_package #সিলেট_ট্যুর #সিলেট_ভ্রমণ
#বিছনাকান্দি #জাফলং #রাতারগুল #পান্থুমাই_ঝর্ণা #সংগ্রামপুঞ্জি_ঝর্ণা #ভোলাগঞ্জ
#সাদা_পাথর #লালাখাল #টাঙ্গুয়ার_হাওর
#মায়াবী_ঝর্ণা
Advertisement

Event Venue & Nearby Stays

Hotel Noorjahan Grand, Waves 1, Dargah Gate,Sylhet, Bangladesh

Sharing is Caring:

More Events in Sylhet

JFH Pre Autumn Exhibition 2025
Thu, 14 Aug at 10:00 am JFH Pre Autumn Exhibition 2025

Rose View Hotel

\u09b8\u09bf\u09b2\u09c7\u099f (\u09eb\u09e6)
Thu, 14 Aug at 05:00 pm সিলেট (৫০)

Shylet Bangladesh

14 - 16 \u0986\u0997\u09b8\u09cd\u099f: \u09a6\u09b9\u09bf\u09ae \u098f\u09b8\u09bf \u09b9\u09be\u0989\u09b8\u09ac\u09cb\u099f\u09c7 \u099f\u09be\u0999\u09cd\u0997\u09c1\u09df\u09be\u09b0 \u09b9\u09be\u0993\u09b0 \u099f\u09cd\u09af\u09c1\u09b0, STG \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7
Thu, 14 Aug at 10:00 pm 14 - 16 আগস্ট: দহিম এসি হাউসবোটে টাঙ্গুয়ার হাওর ট্যুর, STG এর সাথে

Tanguar Haor - টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জ

\u09b6\u09cd\u09b0\u09c0\u09ae\u0999\u09cd\u0997\u09b2 \u09ab\u09bf\u09ae\u09c7\u09b2 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa
Fri, 15 Aug at 06:00 am শ্রীমঙ্গল ফিমেল ট্রিপ

মাধবপুর লেক, কমলগঞ্জ

SUST Divisionals 2025
Fri, 15 Aug at 08:00 am SUST Divisionals 2025

Shahjalal University of Science and Technology

UK Education Expo 2025 | Kampus Group Bangladesh
Sat, 16 Aug at 11:00 am UK Education Expo 2025 | Kampus Group Bangladesh

Grand Palace Sylhet

Australia, New Zealand &  UK "EduExpo - 2025 at Sylhet.
Sat, 16 Aug at 11:00 am Australia, New Zealand & UK "EduExpo - 2025 at Sylhet.

Manru Shopping City 4th Floor (Lift-3)Chowhatta, Sylhet, 3100 Sylhet, Bangladesh

Sylhet is Happening!

Never miss your favorite happenings again!

Explore Sylhet Events