Advertisement
ইম্মানুয়েল,আশা করি সকল ভাই-বোনেরা ভাল আছেন। আগামী জানুয়ারি মাসের ২৮-৩১ তারিখ পর্যন্ত ঢাকার সাভারের কমলাপুরে (GYF সেন্টার) আমরা৷ GYF টিম একটি ৪ দিনের যুব ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করেছি। ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন। তাই, সকলের প্রতি বিনীত অনুরোধ আপনারা সকলে এই ক্যাম্পে ঈশ্বরের গৌরবের জন্য উপস্থিত হবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন। সেলগতভাবেও আপনাদের সাথে সামনে আরও এই বিষয়ে যোগাযোগ করা হবে।
ধন্যবাদ !! ❤️
বি.দ্র : ক্যাম্পে আসার যাতায়াত খরচের ৭০% GYF বহন করবে এবং বাকী ৩০% ব্যাক্তিগতভাবে বহন করতে হবে।
Advertisement
Event Venue & Nearby Stays
35 Rajabari, Kamarpara, Turag, Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh