Advertisement
ভাইভা প্রশ্নঃ কেন ফ্রিকুয়েন্সি শুধু 50Hz/60Hz ব্যবহৃত হয়? 45Hz, 65Hz, 95Hz বা অন্যান্য ফ্রিকোয়েন্সি হয় না কেন?উত্তর: ফ্রিকুয়েন্সি টা মূলত নির্ভর করে জেনারেটর এর রোটর এর রোটেশন স্পিড & material structures এর উপর। সাধারণত, পাওয়ার স্টেশনে 2 pole জেনারেটর থেকে ৫০ হার্জ ফ্রিকুয়েন্সি জেনারেট করতে synchronous speed 3000 rpm রাখা লাগে। এবার আপনারাই হিসেব করুন, যদি ১০০ হার্জ জেনারেট করতে চাই তাহলে 6000 rpm লাগবে। এখন এত হাই স্পিড এ রোটর ঘুরলে অনেক সমস্যার উদ্ভব হবে।
কি কি সমস্যা????
১) Reactance high হয়ে যাবে, ফলশ্রতিতে Electromagnetic loss বাড়বে
২) Reactive components আধিপত্য করবে
৩) Output power & torque কমে যাবে।
তাই high frequency জেনারেট করতে তারা চায় না।
মনে করি, ১০ হার্জ জেনারেট করব। যদি ফ্রিকুয়েন্সি ১০ হার্জ হয় তাইলে,
Time period দাঁড়াবে, T = 1/f = 1/10 = 0.1 সে. তখন একটা মজার ঘটনা ঘটবে। আমরা বাতি জ্বালালে দেখব সেটা একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। কেন????
আমরা জানি, এসি যখন একটা সাইকেল পূর্ণ করে 0 তে পৌঁছে তখন বাতি টার্ন অফ হয়। এখন, আমাদের দর্শনানুভূতির স্থায়িত্ব কাল 0.1 second. তাই ফ্রিকুয়েন্সি ১০ হার্জ হলে সেটা আমাদের দৃষ্টিগোচর হবে। কিন্তু ৫০ হার্জ এর ক্ষেত্রে Time period টা আমাদের দর্শনানুভূতির স্থায়িত্ব কাল থেকে অনেক কম। তাই অন অফ এর ব্যাপারটা আমাদের অক্ষিগোচর হয়না।
তাইলে ২৫/৩৫ হার্জ করলে কি অসুবিধা?
অসুবিধা আছে ভাই। ১৯২০ সালে কয়েকটা দেশে এই কাজটা করত। পরে তারা দেখল, তার জন্য অনেক গুলো পোলের জেনারেটর লাগতেছে, ভারী ট্রান্সফরমার লাগতেছে & এই অল্প ফ্রিকুয়েন্সিতে long distance transmission দু:সাধ্য ব্যাপার।
সর্বোপরি, Generator performance, loss, load effects & বিভিন্ন প্যারামিটার এর কথা বিবেচনা করে on average 50/60 Hz কেই আদর্শ হিসেবে গণ্য করা হয়েছে। হুম তবে, ৫০/৬০ এটাও সব দেশে স্থিতিশীল নয় সামান্য vary করে। এই variation +/- 2.5 Hz এর বেশি হওয়া উচিত না।
Advertisement
Event Venue & Nearby Stays
Duet,Joydevpur, Gazipur, Dhaka Division, Bangladesh, Dhaka, Bangladesh