Advertisement
Friday Ride# 10তারিখঃ ১০ জানুয়ারি , শুক্রবার, ২০২৪
ছাড়ার স্থানঃ Uttara Cycle Care
হাজিরাঃ সকাল 5:45 মিনিট
রাইড শুরুঃ সকাল 6:00 মিনিট।
গন্তব্য: পুবাইল কলেজ গেট রস খাওয়ার জন্য
যাওয়ার রুট: উত্তরা - টঙ্গী স্টেশন রোড- মীরের বাজার - পুবাইল
আসার রুট: তেরমুখ হয়ে উওরা
রাইড সমাপ্তি: সকাল 10:00 মিনিট (উত্তরা) ।
দূরত্ব: 45+/- কিমি
যোগাযোগঃ
Omar Faruk : 01316374143
হারুন অর রশিদ : 01843549923
Shahriar Islam : 01928591937
Tawhid islam : 01708799430
Zubayer : 01744488827
★★★ অবশ্যই হেলমেট, গ্লাভস পরিধান করে আসতে হবে।। এ ব্যাপারে ছাড় দেয়া হবেনা।
★ রস খাওয়ার টাকা নিজ দ্বায়িত্বে নিবেন। কেউ যদি বাসার জন্য রস আনতে চান তাহলে ২ দিন আগে (01316374143) এই নাম্বারে জানাবেন।
"আমি নিয়মগুলি পড়েছি এবং এই ঘটনাটির প্রকৃতি বুঝতে পেরেছি। আমি সম্মত হলাম যে আমি নিজের ঝুঁকিতে এই ইভেন্টে প্রবেশ করছি এবং ইভেন্টের সময় আমার নিরাপত্তা ও কর্মের জন্য আমি পূর্ণ দায়িত্ব নেব। এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না। "
-ধন্যবাদ সকলকে
Uttara Cycle Community (দু চাকায় ভব ঘুরে, মন ছুটে বহুদুরে)
বিঃদ্রঃ রাইডের আগে সাইকেল ভালো করে চেক করে নিবেন কোনো রকম প্রবলেম আছে কি না। হেলমেট ছাড়া রাইডে কোনো ভাবে এলাও করা হবে না।
Advertisement
Event Venue & Nearby Stays
Uttara Cycle Care, House 222, Road - 19, Sector 4,Dhaka, Bangladesh