৭ম চট্টগ্রাম বই বিনিময় উৎসব

Fri Jan 09 2026 at 10:00 am to 07:00 pm UTC+06:00

জামালখান মোড় | Chittagong

Failed Camera Stories
Publisher/HostFailed Camera Stories
\u09ed\u09ae \u099a\u099f\u09cd\u099f\u0997\u09cd\u09b0\u09be\u09ae \u09ac\u0987 \u09ac\u09bf\u09a8\u09bf\u09ae\u09df \u0989\u09ce\u09b8\u09ac
Advertisement
🔗 অনলাইন রেজিষ্ট্রেশন লিংকঃ
https://forms.gle/1D3Tvq8j3F9NRZzd8
বই নয়, জ্ঞানের বিনিময়- স্লোগানে আবারও ফেইল্ড ক্যামেরা স্টোরিজ শীতের আগমনে সাগর আর পাহাড়ে ঘেরা নয়নাভিরাম চট্টলায় নিয়ে এসেছে ৭ম চট্টগ্রাম বই বিনিময় উৎসব ২০২৬।
পরপর ছয়বার বই বিনিময় উৎসব সফলভাবে শেষ হওয়ার পর থেকে আমরা যে রোজ শতশত মেসেজ, কল পেয়ে আসছিলাম আরেকটি বই বিনিময় উৎসব করার জন্য এবং বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম আবারো করব বলে; তা মূলতঃ প্রমাণ করে 'বই বিনিময় উৎসব' এখন এই চট্টলাবাসীর কাছে জীবনের অংশ হয়েই উঠেছে। আমরা আমাদের যাপিত জীবনে যেভাবে অপেক্ষা করি ব্যস্ততার ভেতরে নানা উৎসব-রেওয়াজের জন্য, 'বই বিনিময় উৎসব' তেমনই এক উৎসব যেন। সেই উৎসবের জন্য অমোঘ এক অপেক্ষার পালা শেষ হচ্ছে এবার।
আচ্ছা এমন কি হতে পারে না? আমার যে ক'টা ইনফার্নো সিরিজের বই আছে সেসব আমি একজনকে দিয়ে তার সংগ্রহে থাকা ভিটো করলিওর বইগুলো নিয়ে নিলাম। তাতে আমার পড়া বইগুলো সে, তার পড়া বইগুলো আমি পড়তে পারব। কিংবা ধরুন আমার সেই সময়, প্রথম আলো, পূর্ব-পশ্চিম গুলো আর লাগছে না; এদিকে পকেটে খুব বেশি টাকা নেই বলে সমরেশ মজুমদারের ত্রিরত্ন কিনতে পারছি না। তাই আমি চারপাশে খুঁজছি এমন কাউকে যিনি বইগুলো বিনিময় করবেন।
হ্যাঁ, বই এর এমন এক বিনিময়ের কথা তো ভাবা যায়ই। এই বিনিময়ের গন্ডিটাকে যদি আমরা আরেকটু বড় করতে চাই তাহলে কি হয়? হ্যাঁ। ঠিকই ধরেছেন। বই বিনিময়ের উৎসব হয়।
ফেইল্ড ক্যামেরা স্টোরিজ আগামী ০৯ ই জানুয়ারী , ২০২৬ তারিখে দিনব্যাপী আয়োজন করতে চলেছে " ৭ম চট্টগ্রাম বই বিনিময় উৎসব ২০২৬ " এর যেখানে যে কেউ নির্দিষ্ট সংখ্যক তার পঠিত বই দিয়ে অন্য একজনের রেখে যাওয়া পঠিত বইয়ের সাথে এক্সচেইঞ্জ করতে পারবেন। ক্যাটাগরাইজ এই বিনিময় উৎসবে আপনি পাবেন সবরকমের বই, আপনার বইগুলোকে রেখে নিজের পছন্দমতো অন্য বই নিয়ে যেতে পারবেন। আমাদের বই বিনিময় উৎসবটি হয় বিনামূল্যে। আপনি যেকোনো বই নিয়ে এসে ওই ক্যাটাগরির অন্য বই এক্সচেইঞ্জ করে নিয়ে যেতে পারবেন। নেই কারো কোনো বয়সসীমা। ৬ষ্ঠ বই বিনিময় উৎসবে বিনামূল্যে অংশ নিতে চাইলে উপরে দেওয়া ফর্মটি পূরণ করুন। সব মিলিয়ে এক মিনিট সময় লাগবে হয়তো।
গতবার এফসিএস এর উদ্দেশ্য ছিলো যে করেই হোক ২০হাজার টি বইয়ের বিনিময় ঘটানো। আনন্দের ব্যাপার হলো আমরা ৩০০০০ বই বিনিময় করতে পেরেছিলাম সেবার। এবার এফসিএস আসছে আরো সুগঠিত উপায়ে, আরো গুছিয়ে। লক্ষ্য এবারও ৩৫০০০ বইয়ের বিনিময় করার।
এফসিএস বই নিয়ে কীভাবে সহযোগিতার নূতন আলাপ তৈরি করা যায় তা দেখাতেই এই ইভেন্টের আয়োজন করতে চলেছে।
এই ইভেন্ট অবশ্যই আপনার জন্য। বড়-ছোট সকল বয়সীদের জন্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য। তাই আপনিই এই উৎসবের প্রাণ। আপনার আগমন আমাদের কাম্য।
তবে আপনাকে তার জন্য করতে হবে রেজিস্ট্রেশন। আমাদের দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করেই আপনি অংশগ্রহণ করতে পারবেন বই দেওয়া-নেওয়ার এই উৎসবে। ইভেন্টের ডিটেইলসে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও ইভেন্টের দিন নির্ধারিত সময়ের পূর্বে স্পটে এসেও করতে পারবেন রেজিষ্ট্রেশন। আমরা চাই সবচেয়ে সহজভাবেই এই ইভেন্টে আপনি সম্পৃক্ত হোন।
Advertisement

Event Venue & Nearby Stays

জামালখান মোড়, এস, এস, খালেদ রোড, জামালখান, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

Triscend 1.0
Fri, 09 Jan at 09:00 am Triscend 1.0

CUET

HMMC Alumni Annual Picnic-2026
Sat, 10 Jan at 08:00 am HMMC Alumni Annual Picnic-2026

Lakeview Island Resort

3rd NGHSDS INTRA 2026
Sat, 10 Jan at 08:00 am 3rd NGHSDS INTRA 2026

Nasirabad Govt. High School

Nepal (1)
Sun, 11 Jan at 06:00 am Nepal (1)

কক্সবাজার সমুদ্র সৈকত

\u09aa\u09cd\u09b0\u09ac\u09be\u09b2 \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa \u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0964
Sun, 11 Jan at 03:00 pm প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ।

সেন্টমার্টিন, টেকনাফ, কক্সবাজার।

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events