Advertisement
সুপ্রিয় মহসিনিয়ান আসসালামু আলাইকুম /আদাব,
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দীর্ঘদিন পর আমরা এলামনাই মেম্বার ও তাদের পরিবারবর্গ নিয়ে একটি জমজমাট পিকনিক আয়োজন করতে যাচ্ছি। আগামী ১০ জানুয়ারি ২০২৬ শনিবার নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর কাপ্তাই লেকের বুকে অবস্থিত লেকভিউ আইল্যান্ডে আপনাদের নিয়ে সারাদিন আনন্দ ও আড্ডায় মেতে উঠব ইনশাআল্লাহ। আয়োজনে এবার নতুন মাত্রা যোগ করবে কাপ্তাই লেকে বোট রাইড। এছাড়া বরাবরের মতো ভরপেট খাওয়া-দাওয়া, জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, আকর্ষণীয় টি-শার্ট তো থাকছেই।
*রেজিষ্ট্রেশন ফি -১৫০০/- প্রতিজন( শুধু এলামনাই মেম্বার ও পরিবারের সদস্যবৃন্দ)*
অনলাইন রেজিষ্ট্রেশন শুরু- ০১ ডিসেম্বর, ২০২৫
অনলাইন রেজিষ্ট্রেশন শেষ- ৩১ ডিসেম্বর ২০২৫
বি.দ্র: আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিষ্ট্রেশন করা হবে। নির্দিষ্ট সংখ্যক আসনের পর রেজিষ্ট্রেশন বন্ধ করা হতে পারে। তাই আপনার রেজিষ্ট্রেশন দ্রুত নিশ্চিত করার অনুরোধ করা যাচ্ছে।
Advertisement
Event Venue & Nearby Stays
Lakeview Island Resort, Lake view Island, Kaptai Dam,Kaptaimukh, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






