Advertisement
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠ তুলে ধরতে গিয়ে আমাদের প্রিয় শহীদ ওসমান হাদী ভাই নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী উচ্চারণ, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। নীরবতা ভেঙে সত্য বলার এই দৃঢ়তাই তাঁকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করেছে। এই ক্ষতি শুধু একটি পরিবারের নয় এটি জাতির বিবেকের ক্ষতি।শহীদ হাদী ভাইয়ের আদর্শ, প্রতিবাদ ও সত্যনিষ্ঠ চেতনাকে ধারণ করেই চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (CUDC) আয়োজন করতে যাচ্ছে।
“শহীদ ওসমান হাদী স্মারক সিইউডিসি নোভিস বিতর্ক উৎসব ২০২৬”
এই আয়োজনটি সিইউডিসি’র প্রাইমারি মেম্বারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিতর্কমঞ্চ—যেখানে যুক্তির শান, চিন্তার গভীরতা এবং নেতৃত্বের সম্ভাবনা বিকশিত হবে।
🗓️ বিতর্কের তারিখ: ১২ জানুয়ারি ২০২৬
📍 স্থান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🔴 রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
রেজিস্ট্রেশনের জন্য নিচের গুগল ফর্মটি পূরণ করুন
👉 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/p5Pre7CsKfpCyn9W8
শহীদ ওসমান হাদী ভাইয়ের শাহাদাতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা সকল আগ্রাসন ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি। যুক্তি, সত্য ও ন্যায়ের পক্ষে উচ্চকণ্ঠ হওয়াই হোক এই বিতর্ক উৎসবের মূল চেতনা।
শহীদ হাদী ভাই—অমর হোক।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
কনভেনার
মোঃ ফুরকান উদ্দিন
+8801580267637
কো-কনভেনার
ওমর ফায়েজ
+8801848333257
Advertisement
Event Venue & Nearby Stays
Chittagong, Chittagong Division, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.







