Advertisement
“মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল” স্লোগান কে সামনে নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজন করতে যাচ্ছে “৫ম শেরেবাংলা কাপ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫” । বিতর্কের শাণিত ছুরির মাধ্যমে সত্যকে উন্মোচিত করা ও সকল জড়তার শিকল ভেঙে স্বাধীন চিত্তমুক্ত শতদলের মত চির প্রস্ফুটিত হয়ে ওঠার লক্ষ্যে এক যুগ পরে আবারও শেরেবাংলা কাপ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ নিয়ে উপস্থিত হয়েছে শেকৃবি ডিবেটিং সোসাইটি।
তর্কজালের সৌন্দর্যে বিমোহিত হউক জ্ঞান চর্চার সকল মঞ্চ।
প্রতিযোগিতার তারিখঃ
২২ ফেব্রুয়ারি, ২০২৫- ট্যাব ও কোয়ার্টার ফাইনাল
২৩ ফেব্রুয়ারি, ২০২৫- সেমি ফাইনাল ও ফাইনাল
প্রতিযোগিতার নিয়মাবলিঃ
১. বাংলাদেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবগুলো অংশগ্রহন করতে পারবে।
২. টিম ক্যাপ: ৪০ টি (ট্যাব)
৩. ভেন্যু : টিএসসি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৪. ইকুইটি প্যানেলের বিধি-বিধান যথাযথ ভাবে মেনে চলতে হবে।
৫. আয়োজক কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৬. প্রাক-নিবন্ধনের জন্য: www.sauds2000.com সাইট-এ Reg বাটনে ক্লিক করুন
৭. প্রাক-নিবন্ধনের সময় শেষঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫; রাত ১১.৫৯ মিনিট ।
৮. রেজিস্ট্রেশন ফি: ২০৪০ টাকা।
পুরস্কারঃ
চ্যাম্পিয়নঃ ৩০,০০০ টাকা , ট্রফি, সনদ
রানার্স আপঃ ২০,০০০ টাকা , ট্রফি, সনদ
সেরা বিতার্কিক (ট্যাব): ৫, হাজার টাকা, ক্রেস্ট, সনদ
প্রয়োজনেঃ
০১৭২১ ৩৭ ৮২ ৩২
কাইয়ুম কাফি
আহবায়ক
৫ম শেরেবাংলা কাপ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫
সভাপতি
শেকৃবি ডিবেটিং সোসাইটি
Advertisement
Event Venue & Nearby Stays
Sher-e-Bangla Agricultural University (SAU), 1207 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh