১৭ জানুয়ারি ২০২৫ || মাত্র ২৪৯৯ টাকায় পদ্মাসেতু হয়ে সুন্দরবন এবং বাগেরহাট ডে লং ট্যুর

Thu, 16 Jan, 2025 at 08:00 pm UTC+06:00

1301, Mosjid Goli, 2 No Gate, Nasirabad, Chittagong Division, Bangladesh | Chittagong

\u09a4\u09be\u0981\u09ac\u09c1 \u09a8\u09bf\u09ac\u09be\u09b8\u09c0 \u099f\u09cd\u09b0\u09be\u09ad\u09c7\u09b2 \u0997\u09cd\u09b0\u09c1\u09aa
Publisher/Hostতাঁবু নিবাসী ট্রাভেল গ্রুপ
\u09e7\u09ed \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09bf \u09e8\u09e6\u09e8\u09eb || \u09ae\u09be\u09a4\u09cd\u09b0 \u09e8\u09ea\u09ef\u09ef \u099f\u09be\u0995\u09be\u09df \u09aa\u09a6\u09cd\u09ae\u09be\u09b8\u09c7\u09a4\u09c1 \u09b9\u09df\u09c7 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u098f\u09ac\u0982 \u09ac\u09be\u0997\u09c7\u09b0\u09b9\u09be\u099f \u09a1\u09c7 \u09b2\u0982 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Advertisement
মাত্র ২৪৯৯ টাকায় পদ্মাসেতু হয়ে সুন্দরবন এবং বাগেরহাট ডে লং ট্যুর।
✅ যাত্রা শুরুঃ ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার রাত ৮ টা।
✅ যাত্রা শেষঃ ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার ভোর ৬ টা।
✅ ট্যুর প্ল্যানঃ
★ বৃহস্পতিবার রাত ৮ টায় চট্টগ্রাম জিইসি মোড়, জিইসি কনভেনশন সেন্টারের সামনে থেকে বাসে করে খুলনা মংলার উদ্দেশ্য যাত্রা শুরু।
★ শুক্রবার ভোরে মংলা পৌঁছে সকালের নাস্তা করে রিজার্ভ বোট নিয়ে করমজল এর উদ্দেশ্য রওনা দিব করমজল ঘুরে এসে বাসে করে বাগেরহাটে খানজাহান আলী (রহ:) মাজার এর উদ্দেশ্য রওনা দিব মাজারে পৌছে মাজার জিয়ারত। দুপুরের খাবারের পর ষাট গম্বুজ মসজিদের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখেতে বিকেলের সময়টা কাটাবো। সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হবো। ফেরার পথে যাবো মাওয়া ফেরীঘাটে ইলিশ ভোজন করতে। সবাই যার যার মতো ডিনার শেষ করে আবার রওয়ানা হবো, এবং পরদিন শনিবার ভোরে চট্টগ্রাম থাকব ইনশাআল্লাহ।
✅ ট্যুর ফি: চট্টগ্রাম থেকে ২৪৯৯/- জনপ্রতি।
💺 আসন সংখ্যাঃ ৪০ টি সর্বোচ্চ।
🔈 অন্যান্য জেলা থেকে কেউ যোগ দিতে চাইলে আগাম যোগাযোগ করুন।
❑ ভ্রমণের স্থান সমুহঃ
🏔 পদ্মাসেতু
🏔 মংলা
🏔 করমজল
🏔 হরিন পয়েন্ট
🏔 কুমির প্রজন্ম কেন্দ্র
🏔 পশুর নদী
🏔 বাগেরহাট ষাট গম্ভুজ মসজিদ।
🏔 খান জাহান আলী মাজার।
মসজিদ
🏔 মাওয়া ফেরীঘাট।

🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅ চট্টগ্রাম→ মংলা → চট্টগ্রাম রিজার্ভ নাইট কোচ বাস।
✅ বোট/নৌকা খরচ।
✅ সকালের নাস্তা।
✅ দুপুরের খাবার।
✅ লোকাল ট্রান্সপোর্ট।
✅ সকল প্রকার এন্ট্রি ফি।
✅ দক্ষ গাইড।
★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌ হাইওয়ে বিরতে কোনো খাবার
❌ ফেরারদিন রাতের খাবার
📤 বুকিং কনফার্মেশন সিস্টেমঃ
জনপ্রতি ১০০০/- টাকা (অফেরতযোগ্য) দিয়ে সিট বুক করতে হবে। বিকাশ/নগদ/রকেট অথবা সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
(বুকিং মানি অফেরতযোগ্য)
🟥 বুকিং এর শেষ দিনঃ আসন পূর্ণ হওয়া পর্যন্ত।
✅ ব্যাংক একাউন্ট:
Bank Name: Islami Bank
A/C Name: MD Mirajul Islam
A/C Numer: 20501620205843017
Branch Name: Chawkbazar, Chattogram
✅ পারসনাল বিকাশ: 01838754207 (মিরাজ)
✅ রকেটঃ 01838754207
✅ নগদঃ 01838754207
🟧 অফিস ঠিকানাঃ মসজিদ গলি (সারমন স্কুলের অপজিটে) ২য় তলা, ২ নাম্বার গেইট, চট্টগ্রাম।
🔰ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন:
☎ মিরাজ- 01838754207
☎️ 01605953069
Advertisement

Event Venue & Nearby Stays

1301, Mosjid Goli, 2 No Gate, Nasirabad, Chittagong Division, Bangladesh, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

Wafy Wafiyyah Fest 2025
Thu, 16 Jan, 2025 at 12:00 am Wafy Wafiyyah Fest 2025

International Convention Center

\u275d\u09aa\u09cd\u09b0\u09ae\u09bf\u09a4 \u0989\u099a\u09cd\u099a\u09be\u09b0\u09a3, \u0989\u09aa\u09b8\u09cd\u09a5\u09be\u09aa\u09a8\u09be \u0993 \u0986\u09ac\u09c3\u09a4\u09cd\u09a4\u09bf \u0995\u09b0\u09cd\u09ae\u09b6\u09be\u09b2\u09be-\u09e8\u09ea\u275e
Thu, 16 Jan, 2025 at 02:00 pm ❝প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা-২৪❞

চাকসু ভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

SG Global Pitch Battle - Bangladesh
Thu, 16 Jan, 2025 at 06:00 pm SG Global Pitch Battle - Bangladesh

Startup Chattogram

Winter Run 10k
Fri, 17 Jan, 2025 at 05:00 am Winter Run 10k

Shirish Tola, CRB, Chittagong

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events