Travel bug এর সাথে শীতের আমেজে ৩৯৯৯ টাকায় ট্রেনে চড়ে সিলেট ভ্রমণ || ১৭-১৮ জানুয়ারী,২০২৫||

Thu, 16 Jan, 2025 at 09:00 pm to Sun, 19 Jan, 2025 at 06:00 am UTC+06:00

travel bug, Chittagong, Chittagong Division, Bangladesh | Chittagong

Travel Bug
Publisher/HostTravel Bug
Travel bug \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u0986\u09ae\u09c7\u099c\u09c7 \u09e9\u09ef\u09ef\u09ef \u099f\u09be\u0995\u09be\u09df \u099f\u09cd\u09b0\u09c7\u09a8\u09c7 \u099a\u09dc\u09c7 \u09b8\u09bf\u09b2\u09c7\u099f \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 || \u09e7\u09ed-\u09e7\u09ee \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09c0,\u09e8\u09e6\u09e8\u09eb||
Advertisement
এটি Travel bug এর একটি অফিসিয়াল ইভেন্ট❤️
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/397635634435161/?ref=শেয়ার
পেইজ লিংকঃ https://www.facebook.com/Travel-Bug-114959700164989/
এবারের সিলেট যাত্রায় আমরা দেখবো ভোলাগঞ্জ সাদা পাথর, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, জাফলং, লালাখাল , মাজার শরিফ, সবুজ চা বাগান সহ অনেক কিছু। যারা বর্ষায় সিলেট যান নাই, তাদের জন্যে এই ট্রিপের প্লেসগুলো হতে পারে মাস্ট ভিজিট ডেস্টিনেশন। ২ দিনের সিলেট ট্যুরে প্রচুর চিল হবে এইটুকু আশা দিতে পারি।
◼️যাত্রা শুরু: ১৬ জানুয়ারী ( রাত ৯ টা)
◼️যাত্রা শেষ: ১৯ জানুয়ারী ( সকাল ৬ টা)
◼️ইভেন্ট ফিঃ ৩৯৯৯ টাকা (চট্রগ্রাম থেকে)
◼️কাপল ফিঃ ৯৯৯৯ টাকা(চট্রগ্রাম থেকে)(২জন)
◼️এক ট্রিপে যা যা দেখবঃ
🔸সিলেট শহর
🔸ভোলাগঞ্জ সাদা পাথর
🔸রাতারগুল জলার বন
🔸জাফলং
🔸লালাখাল
🔸তামাবিল বর্ডার
🔸রাংপানি সময় সাপেক্ষে
🔸মালিনছড়া চা বাগান
🔸মাজার শরিফ ( নিজ দায়িত্বে যাবেন)
◼️এই ট্যুরে যা যা থাকছেঃ
🔸চট্রগ্রাম - সিলেট আসা-যাওয়া বাস/ ট্রেন।
🔸ভালো মানের হোটেলে একরাত থাকা।
🔸২ দিনে মোট ৫ বেলা মূল খাবার।
🔸২দিনের লেগুনা ভাড়া।
🔸লালাখাল বোট খরচ।
🔸রাতারগুল নৌকা খরচ।
🔸ভোলাগঞ্জ সাদাপাথর বোট খরচ।
🔸সকল ধরনের লোকাল ট্রান্সপোর্ট।
◼️যা যা থাকছে নাঃ
🔸যাওয়ার আসার পথে বিরতিতে কোন খাবার।
🔸কোন ধরনের ব্যক্তিগত খরচ।
🔸ফেরার দিন রাতের খাবার।
◼️যা যা সাথে নিতে হবেঃ
🔸২ দিনের হাল্কা ব্যাগপ্যাক
🔸পাওয়ার ব্যাংক ও চার্জার
🔸প্রয়োজনীয় মেডিসিন
🔸সান ক্রিম (অতিরিক্ত ত্বক সচেতন হলে)
🔸ক্যামেরা ছবি তো তুলতেই হবে
🔸মোবাইল ক্যামেরা বৃষ্টি থেকে বাচানোর জন্য পলিতিন।
🔸শুকনা খাবার ( বিস্কুট, খেজুর, চকলেট, বাদাম)
ট্যুর প্ল্যান:
দিন-০০:
🔸১৬ জানুয়ারী রাত ০৯:০০ মিনিটে চট্রগ্রাম থেকে ননএসি বাসে/ ট্রেনে করে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা শুরু।
দিন-০১:
🔸১৭ জানুয়ারী সকালে সিলেট শহরে নেমে রুমে চেকইন দিয়ে ফ্রেস হয়ে নাস্তা করে রিজার্ভ ট্রান্সপোর্ট এ জাফলং এর উদ্দেশ্যে যাত্রা, দুপুর পর্যন্ত জাফলং এ অদ্ভুত সুন্দর সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো লালাখাল, লালাখাল এসে ঘুরে বিকালের সুন্দর সময় কাটিয়ে রাতে চলে আসবো রুমে, তারপর ফ্রেশ হয়ে যে যার যার মতো মাজার শরিফ জেয়ারত যেতে পারেন, তারপরে রাতের খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিয়ে গল্প করে, সবাই ঘুমিয়ে পরবো।
দিন-০২:
🔸১৮ জানুয়ারী সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজার্ভ ট্রান্সপোর্ট এ আমরা চলে যাবো রাতারগুল, রাতারগুল ঘুরে দুপুরের লাঞ্চ করে আমরা চলে যাবো ভোলাগঞ্জ সাদাপাথর, সাদাপাথরে ঝাপাঝাপি করে ঘুরে সন্ধ্যার পর রিজার্ভ ট্রান্সপোর্ট এ আমরা চলে আসবো সিলেট শহরে, সিলেট শহর এসে রাতের খাবার খেয়ে আমরা উঠে যাবো রাতের বাসে/ট্রেনে।
দিন-০০:
🔸১৯ জানুয়ারী ভোরে সবাই ঢাকা ও চট্রগ্রাম থাকবো ইনশাআল্লাহ❤️
কনফার্ম করার লাস্ট ডেটঃ ১০ জানুয়ারী রাত ১০ টার মধ্যে ২০০০+৫০ (বিকাশ চার্জ) ২০৪০ টাকা বিকাশ/নগদে পাঠিয়ে বা অফিসে এসে বুকিং মানি দিয়ে আপনার আসন টি কনফার্ম করতে হবে, মৌখিক কনফার্মেশন গ্রহণ যোগ্য নয়। (বুকিং মানি সম্পূর্ণ অফেরতযোগ্য)
বিকাশ/ নগদ নাম্বারঃ 01646654363
🏫অফিস: এপোলো শপিং সেন্টারের ২য় তলা, কাজির দেউরি মোড়, চট্রগ্রাম।
#যা_মেনে_চলতে_হবেঃ
🔸প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
🔸যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, পাস্টিক বোতল/জার, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিসমের কোন ক্ষতি না হয়, সেইটা সর্বোচ্চ বিবেচ্য বিষয় যেন হয়। আমরা আমাদের প্রকৃতিকে সুস্থ রাখার ব্যাপারে বদ্ধ পরিকর।
🔸ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
🔸ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
🔸আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
🔸স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
🔸দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।
🔸বাসের সিট বণ্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে। অর্থাৎ যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবে।
বুকিং দিতে বা যে কোনো প্রয়োজনে কল করুনঃ
আসিফ: 01646654363
Advertisement

Event Venue & Nearby Stays

travel bug, Chittagong, Chittagong Division, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

Wafy Wafiyyah Fest 2025
Thu, 16 Jan, 2025 at 12:00 am Wafy Wafiyyah Fest 2025

International Convention Center

\u275d\u09aa\u09cd\u09b0\u09ae\u09bf\u09a4 \u0989\u099a\u09cd\u099a\u09be\u09b0\u09a3, \u0989\u09aa\u09b8\u09cd\u09a5\u09be\u09aa\u09a8\u09be \u0993 \u0986\u09ac\u09c3\u09a4\u09cd\u09a4\u09bf \u0995\u09b0\u09cd\u09ae\u09b6\u09be\u09b2\u09be-\u09e8\u09ea\u275e
Thu, 16 Jan, 2025 at 02:00 pm ❝প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা-২৪❞

চাকসু ভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

SG Global Pitch Battle - Bangladesh
Thu, 16 Jan, 2025 at 06:00 pm SG Global Pitch Battle - Bangladesh

Startup Chattogram

\u099a\u09b0 \u0995\u09c1\u0995\u09b0\u09bf \u09ae\u09c1\u0995\u09b0\u09bf \u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u099f\u09cd\u09af\u09c1\u09b0 - \u09e6\u09ea
Thu, 16 Jan, 2025 at 08:00 pm চর কুকরি মুকরি প্রিমিয়াম ট্যুর - ০৪

Char Kukri Mukri - চর কুকরী মুকরী

\u099c\u09cb\u099b\u09a8\u09be\u09a4\u09b0\u09c0\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3
Thu, 16 Jan, 2025 at 08:00 pm জোছনাতরীর সাথে সেন্টমার্টিন ভ্রমণ

সেন্টমার্টিন

Winter Run 10k
Fri, 17 Jan, 2025 at 05:00 am Winter Run 10k

Shirish Tola, CRB, Chittagong

Lohagara Picnic
Fri, 17 Jan, 2025 at 09:00 am Lohagara Picnic

Lohagara, Cox's Bazar

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events