তৈন খালের পাশে ক্যাম্পিং ও থানকোয়াইন - পালংখিয়াং ঝর্ণা ভ্রমণে টীম TravelGraph ( ১৬ জানুয়ারী )

Thu, 16 Jan, 2025 at 10:00 pm to Mon, 20 Jan, 2025 at 06:00 am UTC+06:00

Alikodom , Bandarban | Chittagong

TravelGraph
Publisher/HostTravelGraph
\u09a4\u09c8\u09a8 \u0996\u09be\u09b2\u09c7\u09b0 \u09aa\u09be\u09b6\u09c7 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 \u0993 \u09a5\u09be\u09a8\u0995\u09cb\u09df\u09be\u0987\u09a8 - \u09aa\u09be\u09b2\u0982\u0996\u09bf\u09df\u09be\u0982 \u099d\u09b0\u09cd\u09a3\u09be \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u099f\u09c0\u09ae TravelGraph ( \u09e7\u09ec \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09c0 )
Advertisement
তৈন খালের পাশে ক্যাম্পিং ও থানকোয়াইন - পালংখিয়াং ঝর্ণা ভ্রমণে টীম TravelGraph ( ১৬ জানুয়ারী )
-----------------------------------------------------------------------
▪️ আপনার অভিব্যক্তি প্রকাশ করবার আগেই ভ্রমন বিস্তারিত সম্পূর্ণ পড়ে নিন।
▪️ এটি 'TravelGraph' এর একটি বাণিজ্যিক ইভেন্ট।
▪️ গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/travelgraph
▪️ পেইজ লিংকঃ www.facebook.com/travelgraph22
==========================================
এইবার আমরা একটু ভিন্নভাবে প্ল্যান করেছি, শুধু পালংখিয়াং ও থানকোয়াইন ঝর্ণা দেখেই আমরা চলে আসবো না। এই ঝর্ণা গুলোর সাথে আমারা তৈন খালের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করার জন্য যতটুকু সম্ভব হয় আমরা তৈন খাল ঘুরে দেখবো। শীতে তৈন খাল অনেক সুন্দর থাকে, একদম পরিষ্কার পানি থাকে এই ছাড়াও ছোট বড় পাথর আর চারপাশে বড় বড় পাহাড়ে ঘেরা এই খালে অনেক ফলস দেখতে পাওয়া যায়। আশাকরি সবার অন্যরকম সুন্দর কিছু অভিজ্ঞতা হবে।
==========================================
▪️ ভ্রমণের স্থান সমূহঃ
- থানকোয়াইন ঝর্ণা
- পালংখিয়াং ঝর্ণা
- জামরুল ঝর্ণা
- লাগমেরাগ ঝর্ণা
- রাইতুমনি পাড়া
- হাজিরাম পাড়া
- সুন্দর সুন্দর খুম
- তৈন খাল।
==========================================
🔹 ভ্রমণ তারিখ : ১৬ জানুয়ারী , ২০২৫ (রাত ০৯.৪৫ টা ),
চট্রগ্রাম থেকে ১৭ জানুয়ারী , ২০২৫ ( সকাল ৫.০০ টা )
🔹 ফেরার তারিখ : ২০ জানুয়ারী , ২০২৫(সকাল ০৬.০০ টা),
চট্রগ্রাম থেকে ১৯ জানুয়ারী (রাত ১১.০০ টা)
🔹 জন প্রতি খরচ: ৭,০০০/- টাকা ঢাকা থেকে,
৫,৫০০/- টাকা চট্রগ্রাম থেকে।
[ ট্রাভেলিং কিটস যেমন ট্রেকিং স্যান্ডেল, ব্যাকপ্যাক,স্লিপিং ব্যাগ,রেইন কোট ইত্যাদির যোগান ও আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন, কিটস প্রতি খরচ ইভেন্টের বেসিক খরচের বাইরে হিসেব করা হয়]
🔹 ট্রিপ সাইজঃ ১৫ জন ।
==========================================
🔹 যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা সিউর যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।
🔹 কনফার্ম করার শেষ সময়: ০৫ জানুয়ারী, সিট ফুল হওয়া পর্যন্ত সময় থাকবে। সিট ফুল হয়ে গেলে ইভেন্টটি ক্লোজ করা হবে।
🔹 মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৩,৫০০+৭০= ৩,৫৭০ টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা সরাসরি আমাদের অফিসে এসে ৩,৫০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে পারবেন। কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে।
🔹 টাকা পাঠানোর উপায়ঃ
▪️ বিকাশ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
▪️ নগদ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
*** টাকা পাঠানোর পর একটা ফোন দিয়ে
অবশ্যই কনফার্ম করবেন ***
==========================================
🔹 বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র/ জন্মসনদ/ পাসপোর্টের ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে (৬ কপি), [প্রতি কপিতে নিজের নাম, ফোন নাম্বার, অভিভাবকের নাম, ফোন নাম্বার লিখে নিতে হবে]
==========================================
🔹 বিস্তারিত ট্যুর প্ল্যানঃ-
ডে - ০০ ( ১৬ জানুয়ারী )
--------------------------
আমরা রাত ০৯:৪৫ মিনিটে নন-এসি বাসে ঢাকা থেকে আলিকদমের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ।
ডে -০১ ( ১৭ জানুয়ারী )
-------------------------
সকালে চকরিয়া অথবা আলীকদম বাজারে নেমে নাস্তা সেরে গাড়ি করে চলে যাবো আমতলীঘাট। আমতলীঘাট থেকে বোটে করে চলে আসবো দুছরি বাজার। সেখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। তৈন খালের পাশ ধরে আমরা প্রথমেই চলে যাবো থানকোয়াইন ঝর্ণা। ঝর্ণাতে কিছু সময় কাটাবো ও দুপুরের শুকনা খাবার খেয়ে আবার ট্রেকিং শুরু করবো। পথে আমরা হাজিরাম পাড়া দেখবে। তারপর আবার তৈন খালের পাশ ধরে হাঁটা শুরু করবো। পছন্ধমত জাগা দেখে আমরা খালের পাশেই ক্যাম্পিং করবো।
ডে -০২ ( ১৮ জানুয়ারী )
-------------------------
সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে বের হয়ে পরবো। এই দিনে আমরা সারাদিন তৈন খালের সৌন্দর্য দেখবো সারাদিনে যতটুকু সম্ভব আমরা ভিতর পর্যন্ত ঘুরে দেখবো। পথে পালংখিয়াং, লাদমেরাগ, জামরুল ঝর্ণা দেখবো। রাতে পছন্ধমত প্লেসে অথবা কোন জুমঘরে থাকবো।
ডে -০২ ( ১৯ জানুয়ারী )
-------------------------
সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে আমরা চলে আসবো দুছরি তারপর সেখান থেকে বোটে করে চলে আসবো আলীকদম। সন্ধ্যায় খাবার খেয়ে বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো।
ডে -০৪ ( ২০ জানুয়ারী )
-------------------------
ভোর ৬ টার মধ্যে ইনশাআল্লাহ ঢাকা থাকবো।
==========================================
🔹 যা যা থাকছে এর মধ্যেঃ
▪️ ঢাকা-আলিকদম-ঢাকা নন এ/সি বাসের টিকেট
▪️ জানুয়ারী ১৭ তারিখ সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রত্যেক দিনের নাস্তা, ভারী খাবার, শুকনা খাবার।
▪️ অভ্যন্তরীণ নৌকা+গাড়ি ভাড়া
▪️ গাইড এর খরচ+ফি
▪️ তাবু/জুমঘরে থাকার খরচ
🔹 যা যা থাকবে নাঃ
▪️ ব্যক্তিগত মেডিসিন
▪️ ব্যক্তিগত খরচ
▪️ প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।
▪️ বাসে হোটেল বিরতিতে কোন খাবার
==========================================
*** কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো
অবশ্যই বিবেচনা করতে হবে ***
▪️ প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
▪️ এই ট্রিপ কোনভাবেই রিল্যাক্স ট্রিপ নয়,এটি একটি ট্রেকিং এডভেঞ্চারাস ট্রিপ।
▪️ ৫-৬ ঘন্টা হাটা লাগবে ।
▪️ নিজের ব্যাগ, পানির বোতল, খাবারের রেশন আনুমানিক দুই কেজি প্রত্যেকের নিজেদেরকেই বহণ করতে হবে।
▪️ দূর্গম পাহাড়ি পথ, তাই যেকোন পরিস্থিতিতে গাইড এবং হোস্ট কতৃক রুট বা প্লানের পরিবর্তন হতে পারে। যেকোনো ধরনের সমস্যা সবাই মিলে মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। এডমিনের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
▪️ দিনের অধিকাংশ সময় পাহাড়ে ট্রেকিং করবো তাই দুপুরের খাবার হিসেবে থাকবে শুকনো খাবার/মুড়ি বানানো। (ইভেন্ট থেকে শুকনো খাবার দেওয়া হবে)
▪️ ট্যুরের আগ মুহূর্তে, ট্যুরের সময় আমরা যেকোনো অনাকাঙ্খিত অবস্থার সম্মুখিন হতে পারি সেক্ষেত্রে টিম লিডারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
▪️ যেহেতু অফ ট্রেইল ট্রেকিং ট্যুর তাই ট্যুর প্ল্যান বা রুট প্ল্যান যেই কোন সময়ই পরিবর্তন হতে পারে।
==========================================
বিঃদ্রঃ যেহেতু ব্যাকপ্যাকিং ট্যুর এবং আমরা আমাদের রেশন ও তাবু নিজেরাই বহন করবো তাই যারা যাবেন তাদেরকে সেভাবেই মানসিক প্রস্তুতি গ্রহনের জন্য আহ্বান জানানো হলো এবং প্রতিবেলা খাবার রান্নায় সবাইকেই সমানভাবে সহযোগিতা করতে হবে।
==========================================
🔺 ব্যাগপ্যাক সামগ্রীঃ
১) হালকা ব্যাগপ্যাক (সাবান, স্যাম্পু, এন্টিসেপটিক ক্রিম, ভিজা কাপড় রাখার জন্য পলিথিন )
২) ৩ দিন এর উপযোগী কাপড় (জিন্স প্যান্ট পরিহার করবেন, ফুল হাতা টি-শার্ট নিবেন অবশ্যই, শীতের কাপড়)
৩) লুঙ্গী, গামছা, সানগ্লাস, ক্যাপ
৪) ক্যামেরা ও পাওয়ার ব্যাংক
৫) স্লিপিং ব্যাগ ( অবশ্যই নিতে হবে )
৬) ৩ দিনের উপযোগী হালকা শুকনো খাবার
৭) টর্চ ও লাইটার
৮) পানির বোতল
৯) টিস্যু, টুথপেস্ট, ব্রাশ
১০) ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল (ভাল গ্রীপ না থাকলে ট্রেকিংয়ে কষ্ট হবে)
১১) এংলেট, নি-গার্ড
১২) ওডোমোস ক্রীম (মশার হাত থেকে বাঁচার জন্য জরুরী),সানস্ক্রিন ক্রীম(যদি ত্বক সচেতন হয়ে থাকেন)
==========================================
☎️ বিস্তারিত জানতে/ বুকিং এর জন্য কল করুন
▪️ 01672296469 (শুভ)
▪️ 01871-710438 (রনি)
▪️ 01798340177(সিফাত)
📍অফিস ঠিকানা: ৫৬ (২য় তলা), লেক সার্কাস, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
Advertisement

Event Venue & Nearby Stays

Alikodom , Bandarban, Alikadam, Bandarban.,Chiringa, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

\u275d\u09aa\u09cd\u09b0\u09ae\u09bf\u09a4 \u0989\u099a\u09cd\u099a\u09be\u09b0\u09a3, \u0989\u09aa\u09b8\u09cd\u09a5\u09be\u09aa\u09a8\u09be \u0993 \u0986\u09ac\u09c3\u09a4\u09cd\u09a4\u09bf \u0995\u09b0\u09cd\u09ae\u09b6\u09be\u09b2\u09be-\u09e8\u09ea\u275e
Thu, 16 Jan, 2025 at 02:00 pm ❝প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা-২৪❞

চাকসু ভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

SG Global Pitch Battle - Bangladesh
Thu, 16 Jan, 2025 at 06:00 pm SG Global Pitch Battle - Bangladesh

Startup Chattogram

\u099a\u09b0 \u0995\u09c1\u0995\u09b0\u09bf \u09ae\u09c1\u0995\u09b0\u09bf \u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u099f\u09cd\u09af\u09c1\u09b0 - \u09e6\u09ea
Thu, 16 Jan, 2025 at 08:00 pm চর কুকরি মুকরি প্রিমিয়াম ট্যুর - ০৪

Char Kukri Mukri - চর কুকরী মুকরী

\u099c\u09cb\u099b\u09a8\u09be\u09a4\u09b0\u09c0\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3
Thu, 16 Jan, 2025 at 08:00 pm জোছনাতরীর সাথে সেন্টমার্টিন ভ্রমণ

সেন্টমার্টিন

Winter Run 10k
Fri, 17 Jan, 2025 at 05:00 am Winter Run 10k

Shirish Tola, CRB, Chittagong

Lohagara Picnic
Fri, 17 Jan, 2025 at 09:00 am Lohagara Picnic

Lohagara, Cox's Bazar

Chittagong ICT Fair 2025
Fri, 17 Jan, 2025 at 10:00 am Chittagong ICT Fair 2025

Gec Conventiong Hall. Chittagong

Laugh byte presents Kochur kechal Comedy fest - 2.0
Fri, 17 Jan, 2025 at 04:00 pm Laugh byte presents Kochur kechal Comedy fest - 2.0

Shilpokola Academy, Chittagong

Chattogram IT Fair
Sat, 18 Jan, 2025 at 08:30 am Chattogram IT Fair

World Trade Center Chittagong

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events