Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের মধ্যে কুইজিং অন্যতম, যা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সারা বিশ্বের জ্ঞানে নিজেকে নিমজ্জিত রাখতে সহায়ক। কুইজিং জ্ঞানের আলোতে অবগাহনের অভিজ্ঞতা যোগায়, অভিজ্ঞতার যোগান দেয় সুস্থ বিনোদনে নিজেকে ব্যস্ত রাখার। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই প্রয়াসকে আরও ত্বরান্বিত করতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব প্রথম বারের মত আনতে চলেছে ১ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক কুইজ প্রতিযোগিতা ২০২৫। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখতেই ইতিহাসের কর্ণধার এই হলের জ্ঞানের প্রসারণধর্মী একটি উদ্যোগ।🗓️ তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | বৃহস্পতিবার
🏫 স্থান: হল অডিটোরিয়াম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
◾সেগমেন্ট সমূহ:
▫️জুলাই বিপ্লব কুইজ (একক কুইজ)
▫️ভাষা ও সাহিত্য কুইজ (একক কুইজ)
▫️পপ কালচার কুইজ (একক কুইজ)
▫️মেগা কুইজ (দলগত কুইজ)
▫️আন্তঃহল কুইজ ব্যাটল (দলগত কুইজ)
◾সেগমেন্ট সম্পর্কে বিস্তারিত:
🔹জুলাই বিপ্লব কুইজ:
▫️কুইজের ধরণ: এটি একক কুইজ সেগমেন্ট, যা সকলের জন্য উন্মুক্ত। যেকোনো প্রতিষ্ঠানের, যেকোনো বর্ষের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
▫️রেজিস্ট্রেশন ফি : ১০০/- টাকা মাত্র
▫️রেজিস্ট্রেশন লিংক : https://bit.ly/4jIriZ0
🔹ভাষা ও সাহিত্য কুইজ:
▫️কুইজের ধরণ: এটি একক কুইজ সেগমেন্ট, যা সকলের জন্য উন্মুক্ত। যেকোনো প্রতিষ্ঠানের, যেকোনো বর্ষের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
▫️রেজিস্ট্রেশন ফি : ১০০/- টাকা মাত্র
▫️রেজিস্ট্রেশন লিংক : https://bit.ly/3WKPgca
🔹পপ কালচার কুইজ:
▫️কুইজের ধরণ: এটি একক কুইজ সেগমেন্ট, যা সকলের জন্য উন্মুক্ত। যেকোনো প্রতিষ্ঠানের, যেকোনো বর্ষের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
▫️রেজিস্ট্রেশন ফি : ১০০/- টাকা মাত্র
▫️রেজিস্ট্রেশন লিংক : https://bit.ly/40Iu089
🔹আন্তঃহল কুইজ ব্যাটল:
▫️কুইজের ধরণ: এটি দলগত কুইজ সেগমেন্ট, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
▫️দলগঠন পদ্ধতি: শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো হলের আবাসিক/অনাবাসিক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। দলের সদস্য সংখ্যা ৩ জন হতে হবে এবং সবাইকে একই হলের শিক্ষার্থী হতে হবে। ডিপার্টমেন্ট, সেশন নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
▫️রেজিস্ট্রেশন ফি : ৩০০/- টাকা মাত্র
▫️রেজিস্ট্রেশন লিংক : https://bit.ly/4hFYn5I
🔹মেগা কুইজ:
▫️ কুইজের ধরণ: এটি দলগত কুইজ সেগমেন্ট, যা সকলের জন্য উন্মুক্ত। যেকোনো প্রতিষ্ঠানের, যেকোনো বর্ষের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
▫️দলগঠন পদ্ধতি: দলের সদস্য সংখ্যা সর্বাধিক ৫ এবং ন্যূনতম ৩ সদস্য হতে হবে।
▫️রেজিস্ট্রেশন ফি: ৫০০/- টাকা মাত্র
▫️রেজিস্ট্রেশন লিংক: https://bit.ly/40Y7YPK
◾রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
🔹একক কুইজ সমূহের প্রতিটির রেজিঃ ফি: ১০০/- টাকা মাত্র
🔹আন্তঃহল কুইজ ব্যাটল এর রেজিঃ ফি: ৩০০/- টাকা মাত্র
🔹মেগা কুইজের রেজিঃ ফি: ৫০০/- টাকা মাত্র
বিকাশ/নগদে সেন্ডমানি করুন এই নম্বরে 01311-034604, রেফারেন্স দিন (For example: Mega_John/Jane_DU) ট্রানজেকশন আইডি কপি করে নিন। এবং সেগমেন্ট অনুযায়ী গুগল ফরম পূরণ করুন। রেজিস্ট্রেশন ডেডলাইন শেষ হওয়ার পর প্রদত্ত ই-মেইল অ্যাড্রেসে কনফার্মেশন মেইল পাঠানো হবে।
🔹 রেজিস্ট্রেশন ডেডলাইন: রাত ১১:৫৯টা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
◾পুরষ্কার ও গিফট্স: ইভেন্টের মোট প্রাইজপুল “১,২০,০০০/- টাকা”। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজমানি, ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও বুকমার্ক। বিস্তারিত পরে জানানো হবে। এবং রেজিস্ট্রেশন করলেই প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে পার্টিসিপেশন সার্টিফিকেট, স্ন্যাক্স, টিশার্ট ও স্যুভেনির।
যেকোনো প্রয়োজনে ও নিয়মিত আপডেট পেতে ফলো করুন:
ফেইসবুক পেজ: https://www.facebook.com/zhhqc.du
ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/19x9gg7gEV/
ই-মেইল অ্যাড্রেস: [email protected]
ধন্যবাদান্তে
নাফিস সাদিক
সভাপতি
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব
মেইল: [email protected]
মুসআব আব্দুল্লাহ খন্দকার
সাধারণ সম্পাদক,
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব
মেইল: [email protected]
Advertisement
Event Venue & Nearby Stays
Shahid Sergeant Zahurul Haq Hall, Dhaka University , Dhaka, Bangladesh