Advertisement
সুরেশ্বরী বন্দনা ২০২৬ 🪕চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সনাতনী শিক্ষার্থীদের আয়োজনে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্ঞান, বিদ্যা ও শিল্পের দেবী, মা সরস্বতীর আরাধনা অনুষ্ঠান “সুরেশ্বরী বন্দনা ২০২৬”। জ্ঞান, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মিলনমেলায় এই আয়োজনে থাকবে পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সম্মিলন হয়ে উঠবে।
আয়োজনে: সনাতনী শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় প্রশাসন অনুষদ, চবি
স্থান: বুদ্ধিজীবী চত্বর, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ২৩ই জানুয়ারী ২০২৬ (৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ)
Advertisement
Event Venue & Nearby Stays
শহীদ বুদ্ধিজীবী চত্বর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Jobra, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











