Advertisement
দরজায় কড়া নাড়ছে তর্কবানে জর্জরিত হবার ক্ষণ। শাশ্বত বিজয়ের কেতন উড়া মুক্তাকাশ প্রাঞ্জল রাখার প্রাণ প্রদীপ হোক মুক্তমন। মুক্তভাবনার তিথিডোর সর্বদা খোলা রাখার প্রয়াসে CUET Debating Society বরাবরের মতো আয়োজন করতে যাচ্ছে "১৯তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬" যেখানে অংশগ্রহণ করবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২,২৩ এবং ২৪ আবর্তের শিক্ষার্থীবৃন্দ ।ইভেন্ট সমূহ:
সংসদীয় বিতর্ক (এশিয়ান ফরম্যাট - বাংলা)
বাংলা পাবলিক স্পিকিং (অনলাইন)
বার্ষিক প্রকাশনা (আড্ডারু গল্পবাজ) প্রকাশ
সাংস্কৃতিক সন্ধ্যা
নিয়মাবলী:
🎯 এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে প্রতিটি বিতর্কদল তিন সদস্যের হবে I
🎯একটি ডিপার্টমেন্ট থেকে একাধিক বিতর্কদল অংশগ্রহণ করতে পারবে।
সময়সূচি:
সংসদীয় বিতর্ক (AP ফরম্যাট): ২৪-২৫ জানুয়ারি , সকাল ৮ ঘটিকা হতে
সমাপনী বিতর্ক ও পুরস্কার প্রদান: ২৫ জানুয়ারি , বিকাল ৫ ঘটিকা হতে
সাংস্কৃতিক সন্ধ্যা: ২৫ জানুয়ারি
যুক্তিময় ঋদ্ধ উৎসের এ মহোৎসবে সবাইকে আমন্ত্রণ।
রেজিস্ট্রেশন এর সময়সীমা: ২০ জানুয়ারি ২০২৬
রেজিস্ট্রেশন লিংক :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdCi07owYhqhtcu-2FPyNcbM4lkRsVeXraBQ8x8I0M5B0_ubA/viewform?usp=publish-editor
Advertisement
Event Venue & Nearby Stays
Chittagong University of Engineering & Technology (CUET), Chittagong, Bangladesh, Chittagong, Chittagong Division, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











