মাতামুহুরির পাড়ে জুমঘর নিবাস ও সমুদ্র বিলাসে - TravelGraph

Thu, 08 Jan, 2026 at 08:45 pm to Sun, 11 Jan, 2026 at 06:00 am UTC+06:00

মাতামুহুরী নদী, লামা, বান্দরবান পার্বত্য জেলা | Chittagong

\u09ae\u09be\u09a4\u09be\u09ae\u09c1\u09b9\u09c1\u09b0\u09bf\u09b0 \u09aa\u09be\u09dc\u09c7 \u099c\u09c1\u09ae\u0998\u09b0 \u09a8\u09bf\u09ac\u09be\u09b8 \u0993 \u09b8\u09ae\u09c1\u09a6\u09cd\u09b0 \u09ac\u09bf\u09b2\u09be\u09b8\u09c7 - TravelGraph
Advertisement
মাতামুহুরির পাড়ে জুমঘর নিবাস ও সমুদ্র বিলাসে - TravelGraph ( ৮ই জানুয়ারি,২০২৬ )

🌊 মাতামুহুরি নদীর কোল ঘেষে এবার জুমঘরে রাত্রীযাপনের আয়োজন করছে TravelGraph ⛺
প্রকৃতির কোলে একদম অফবিট একটি জায়গা—চারপাশে সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস আর শান্ত নির্জন পরিবেশ। বন্ধুদের নিয়ে ক্যাম্পফায়ার, বার্বিকিউ, রাতের আকাশে তারাভরা মুহূর্ত, সকালবেলার কুয়াশা ভেজা দৃশ্য আর পুরো এক বিকেল সমুদ্র বিলাসের এই সুযোগ এবার দিচ্ছে ট্রাভেলগ্রাফ 👊

🔸 ভ্রমণের স্থান সমূহঃ
- মাতামুহুরি নদী
- মাতামুহুরি ক্যাম্পসাইট
- পাহাড়ি ঝিরিপথ ও নির্জন খুম
- হিমছড়ি, কক্সবাজার

🔹 ভ্রমণ তারিখ : ৮ই জানুয়ারি, ২০২৬ (রাত ০৯:০০ টা )
🔹 ফেরার তারিখ : ১১ই জানুয়ারি, ২০২৬ (ভোর ০৫:০০ টা)

🔸ইভেন্ট ফীঃ
▪️সিঙ্গেল - ৬,২৫০ টাকা জনপ্রতি ( জুমঘরে - ৭ জন)
▪️কাপল - ৭,০০০ টাকা জনপ্রতি ( জুমঘরে - ২ জন)
▪️কাপল - ৬,০০০ টাকা জনপ্রতি ( তাবুতে - ২ জন)

🔹যা যা থাকছে এর মধ্যে ✅

- ঢাকা থেকে চকরিয়া নন-এসি ৩৬ সিটের বাস।
- ০৯ তারিখ সকাল ১০ তারিখ পর্যন্ত সকল খাবার খরচ।
- অন্যান্য সকল ট্রান্সপোর্ট খরচ
- জুমঘর/তাবু খরচ
- অভিজ্ঞ হোস্ট 👮‍♂️

🔹যা যা থাকছেনা ❌

- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে যাওয়া-আসার যাত্রাবিরতিতে কোনো খাবার।

▪️ যারা যাবেন কিনা নিশ্চিত না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা নিশ্চিত যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।

▪️ কনফার্ম করার শেষ সময়: ৩১শে ডিসেম্বর। সিট ফুল হওয়া পর্যন্ত সময় থাকবে। সিট ফুল হয়ে গেলে ইভেন্টটি ক্লোজ করা হবে।

▪️ মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৩,০০০+৬০= ৩,০৬০ টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা সরাসরি আমাদের অফিসে এসে ৩,০০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে পারবেন।

★ ★ ★ কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে। ★ ★ ★
▪️ টাকা পাঠানোর উপায়ঃ

বিকাশ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
নগদ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
রকেট : ০১৬৭২২৯৬৪৬৯৬ ( পার্সোনাল )

* টাকা পাঠানোর পর ফোন দিয়ে অবশ্যই কনফার্ম করবেন *

================
🔹বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
================
ডে - ০০ :
--------------------------
৮ই জানুয়ারী, রাত ৯:৪৫ মিনিটের বাসে আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করবো চকরিয়ার উদ্দেশ্যে।

ডে - ০১ :
---------
সকাল আনুমানিক ছয়টায় আমরা চকরিয়ায় নেমে সকালের নাস্তা সেরে ফেলবো। সকালের নাস্তা শেষে আমরা সিএনজি করে চলে যাবো মাতামুহুরি নদীর পারে। সেখান থেকে বোটে ৩০-৪০ মিনিট মাতামুহুরি নদীর উপর রিফ্রেশিং জার্নি শেষে চলে যাবো আমাদের কাঙ্খিত রিসোর্টে। রিসোর্ট এ পৌছানোর পর সবাই ফ্রেশ হয়ে সাইটসিং করতে বের হবো। এরপর প্রথমদিন আমরা মাতামুহুরি নদীর পাড়েই আমাদের ক্যাম্পসাইটে থাকবো।

ডে - ০২ :
---------
দ্বিতীয়দিন সকাল সকাল উঠে নাস্তা সেরে আমরা রিসোর্ট থেকে চেক-আউট করে মাতামুহুরি নদীতে বোট জার্নি শেষে আবার চলে আসবো চকরিয়াতে। সেখান থেকে কক্সবাজারের বাসে উঠে চলে যাবো কলাতলিতে। কলাতলি থেকে অটোতে চলে যাবো হিমছড়ির উদ্দেশ্যে।
এরপর হিমছড়িতে ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষে আমরা পুরো বিকেল ও সন্ধ্যা হিমছড়িতেই সময় কাটাবো আর সূর্যাস্ত দেখবো। রাতের খাবার কক্সবাজারে শেষ করে সবাই ঢাকার উদ্দেশ্যে বাসে উঠে যাবো

ডে - ০৩ :
----------
আনুমানিক ভোর ৫:০০ টার মধ্যে আমরা ঢাকায় উপস্থিত থাকবো ইন শা আলাহ।
========================

🔹যা যা সাথে নেওয়া উচিতঃ
-----------------------------
- শুকনা খাবার (যদি নিতে চান)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমাস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সানস ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক

🔹কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

১) প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
২) ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৩) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৪) এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল।
৫) যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৬) ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নিবো।

==========================================
☎️ বিস্তারিত জানতে/ বুকিং এর জন্য কল করুন
▪️ 01672296469 (শুভ)
▪️ 01871-710438 (রনি)
▪️ 01798340177(সিফাত)
📍অফিস ঠিকানা: ৫৬ (২য় তলা), লেক সার্কাস, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
Advertisement

Event Venue & Nearby Stays

মাতামুহুরী নদী, লামা, বান্দরবান পার্বত্য জেলা, Chiringa, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

Touring 4 \u2014 Cox'sbazar & Saintmartin
Thu, 08 Jan at 04:00 pm Touring 4 — Cox'sbazar & Saintmartin

কক্সবাজার টু সেন্টমার্টিন

KUET Textile 20 (8N 8D)
Thu, 08 Jan at 05:00 pm KUET Textile 20 (8N 8D)

কক্সবাজার সমুদ্র সৈকত

\u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa
Thu, 08 Jan at 08:00 pm সেন্টমার্টিন ট্রিপ

সেন্ট মার্টিন দ্বীপ

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events