Advertisement
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/bengaltrekkers/
পেইজ লিংক:
https://www.facebook.com/bengaltrekkers19/
**এটি বেঙ্গল ট্রেকার্স এর একটি অফিসিয়াল কমার্শিয়াল ইভেন্ট**
.
যাত্রার সময়: ৮ জানুয়ারি, ২০২৬
ফেরার সময়: ১২ জানুয়ারি, ২০২৬
.
💵 ইভেন্ট ফি: ৫৯০০/- টাকা মাত্র (ঢাকা টু ঢাকা)
🧳 কনফার্ম করার পদ্ধতি: ৩০৬০/- টাকা bKash করেই সাথে সাথে ০১৭৮৮৪৯৯২৮৩ (আরাফাত), ০১৮৪২৭৭৬৮৩৮ (সাগর), নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
.
💸Bkash/Nagad
01788499283 (personal)
01842776838 (personal, Bkash)
.
💸ব্যাংকে পাঠাতে পারেনঃ-
.
🏛️ Midland Bank Limited
Md Arafat Hossain
A/C- 00261010018535
Mirpur Branch
.
🏛️ The City Bank Ltd (City Islamic)
Md. Arafat Hossain
A/C- 1781580038914
Pallabi Branch
.
🏛️ Midland Bank Limited
Ashik Mahmud Sagar
A/C- 0026-1010018553
Mirpur Branch
.
🏛️ AC Name : BUSHRA NOOR
1506104437761001
Brac Bank, Asad gate branch
.
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
✔️ যা যা থাকবে এই ট্যুরে :
*সকল ধরনের যাতায়াত খরচ।
*খাবার খরচ।
*থাকার খরচ।
❌ যা যা থাকছে না
-- বিরতির খাবার
-- কোন প্রকার ব্যক্তিগত খরচ।
-- কোন প্রকার ব্যক্তিগত ঔষধ (যদিও ফার্স্ট এইডের ব্যবস্থা থাকবে)।
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
* ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
* স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
* কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না।
* বেঙ্গল ট্রেকার্স মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে।
* আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
* এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে বেঙ্গল ট্রেকার্স কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
*যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
*ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন
আরাফাতঃ- ০১৭৮৮৪৯৯২৮৩
সাগরঃ- ০১৮৪২৭৭৬৮৩৮
#neverstopexploring
#bengaltrekkers <3
Advertisement
Event Venue & Nearby Stays
Marin Drive Road Teknaf, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.










