নতুন বছরে, শীতের বন্যতায় ক্যাম্পিং 'বড় মাছখুম'-এ🏕️

Thu, 08 Jan, 2026 at 10:00 pm to Mon, 12 Jan, 2026 at 06:00 am UTC+06:00

আলীকদম, বান্দরবান। | Chittagong

Masud Pervej Sujon
Publisher/HostMasud Pervej Sujon
\u09a8\u09a4\u09c1\u09a8 \u09ac\u099b\u09b0\u09c7, \u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u09ac\u09a8\u09cd\u09af\u09a4\u09be\u09df \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 '\u09ac\u09dc \u09ae\u09be\u099b\u0996\u09c1\u09ae'-\u098f\ud83c\udfd5\ufe0f
Advertisement
Altitude Hunter এর একটি স্পেশাল ক্যাম্পিং ট্রিপ.....
[যেখানে বছরে একবারই ক্যাম্পিং আয়োজন করি আমরা]
শীতের মধ্যভাগেক্যাম্পিং না হলে যেন অপূর্ণ রয়ে যায় শীতকাল। তাছাড়া বছরের শুরুটা যদি এমন দারুন জায়গায় দারুন ট্রিপে হয় তাহলে নিজের জন্য বছরে সেরা গিফট হতে পারে এটি।
আর তাই আবারও আয়োজিত হতে যাচ্ছে ব্যাতিক্রম ধর্মী এই ক্যাম্পিং ট্রিপ টি। ডেট ফিক্সড করা হয়েছে ফুল মুন কে টার্গেট করে🔥
এ ধরনের ট্রিপে আমরা সাধারনত টার্গেট লেস ভাবেই ঘুরিফিরি।
সুন্দর একটা ক্যাম্পসাইটে ক্যাম্প করি,সাধারনত কোন এক খুম বা পাহাড়ি নদীর পাশে।
যেখানে মাইলের পর মাইল থাকবে না কোন লোকজন।
শুধু আমরা ই থাকবো প্রকৃতির কোলাহলে।

কেমন হবে বলুন তো.....এই ন্যাচারাল সুইমিং পুল টায়!! গভীর রাতে হ্যামকে দোল খেতে খেতে বা তাবুতে পা এলিয়ে পাশ দিয়ে বয়ে চলা ঝিরির কলকল শব্দের সাথে গানের আড্ডায়,ক্যাম্পফায়ারের পাশে।
নদী থেকে সদ্য ধরা মাছের স্পেশাল রান্না। তন্দ্রাভাব চলে আসলে ⛺ তাবুতে এলিয়ে দিবো ক্লান্ত শরীর।
কোন ফিক্সড প্লান থাকবে না,কোন দৌড়ঝাপ থাকবে না। তাবুর দরজা খুলেই,কফির মগ,প্রিয় বইয়ের পাতা উলটানো।
মাছ ধরবো,নিজের রান্না নিজে করবো,একদম নির্ভেজাল ও একাকী সময় পার করবো।
সুন্দর স্বপ্নের মতোই সুন্দর তাই না?

💥 কনফার্মেশন ডেড লাইনঃ
০৩ জানুয়ারি, ২০২৬
🚕🚕 যাত্রার তারিখঃ ০৮ জানুয়ারি, ২০২৬ রাত ১০টা

🚕🚕 ফেরার তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৬ সকাল ৬টা (আনুমানিক)

💠
🛡ট্রেক প্ল্যানঃ
(০)তম দিনঃ
ঢাকা-আলিকদম
১ম দিনঃ
প্রথম দিন মাতামুহুরি নদীর পাশে ক্যাম্পিং
২য় দিনঃ
বড় মাছখুমের পাশে ক্যাম্পিং
৩য় দিনঃ
বাড়ি ফেরার পথ ধরবো।
এদিন রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে ব্যাক।

🏞ট্রেকিং লেভেল- বিগেনার টু মডারেট ।
⭐ ইভেন্ট ফী-
৭৫০০ টাকা [ঢাকা টু ঢাকা]
৫৩০০ টাকা [আলীকদম টু আলীকদম]
টিম সাইজ ১২ জন
🏋ফিটনেস লেভেল ও অভিজ্ঞতাঃ
কোন ডে ট্রিপে ট্রেক করা বা ক্যাম্পিং করার অভিজ্ঞতা থাকলে ভালো। অথবা, সেরকম অভিজ্ঞতা না থাকলেও আপনি চলতে পারেন আমাদের সাথে আলোচনা করে।
♦ কনফার্মেশন এর জন্যঃ ৩০৬০ টাকা বিকাশ/নগদ অথবা পার্সোনালি ও দিতে পারেন।(ফেরতযোগ্য-যদি কেন্সেল করা হয় ট্যুর শুরু হওয়ার ৫দিন আগে )
নাম্বার গুলোঃ
👉পারসোনাল বিকাশঃ 01823727994
👉 পারসোনাল নগদঃ 01862171947

🎟ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেনঃ
১. সকল যাতায়াত (ঢাকা- আলীকদম -ঢাকা নন এসি বাস)
(বাস-জিপ)
২. প্রফেশনাল গাইড সার্ভিস
৩. থাকার খরচ
৪. ০৩ দিনে খাবারের সব খরচ (ট্রেকিং কালীন দুপুরের ভরপেট খাওয়া দাওয়া নেই। ওই সময়ে শুকনো খাবারই ভরসা। আমরা প্রোভাইড করবো তবে আপনারাও নিজ নিজ প্রয়োজন মতো নিতে পারেন)
৫. প্রত্যেক রাতে পাহাড় সম্পর্কে একটি বেসিক ব্রিফিং ও কন্সাল্টেন্সি।
৬. টেন্ট আমরাই প্রোভাইড করবো
৭. স্লিপিং ম্যাট

🎁এছাড়া যেকোনো ধরণের খরচ নিজেদেরকে বহন করতে হবে এবং অনাখাঙ্খিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
.
✨ট্রেকিং যা যা অবশ্যই সাথে নিতে হবে
------------------------------------------------------
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কভার
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল
৪। স্লিপিং ব্যাগ/পাতলা কম্বল
৫। হেড ল্যাম্প
৬। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৭। হাফ প্যান্ট, ট্রাউজার
৮। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
৯। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১০। গামছা
১১। খাবার চামচ - প্লেট - মগ
১২। পানির বোতল (১ লিটারের ১ টা)
১৩। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকস
১৪। মশার জন্য ওডোমস ক্রিম
১৫। এন আই ডি / স্টুডেন্ট আই ডি কার্ডের ফটোকপি ৫ টা
🎃বিঃ দ্রঃ
---------
# এটি কোন ধরনের অভিলাষী / আরাম - আয়েশের ভ্রমন হবেনা
# প্রতিদিন সূর্যের অথবা বৃষ্টির নিচে ব্যাকপ্যাক কাঁধে ৪/৫ ঘণ্টা করে ট্রেক করতে হবে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
* দলনেতার কথা না মানা
* অভিযোগকারী ধরনের
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা
এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
সুজনঃ 017 6330 6479
রনিঃ 018 2577 6065
হৃদয়ঃ 016 3668 0960
Advertisement

Event Venue & Nearby Stays

আলীকদম, বান্দরবান।, Ukhiya, Barisāl, Bangladesh, Chittagong

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

\u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa
Thu, 08 Jan at 08:00 pm সেন্টমার্টিন ট্রিপ

সেন্ট মার্টিন দ্বীপ

\u09ae\u09be\u09a4\u09be\u09ae\u09c1\u09b9\u09c1\u09b0\u09bf\u09b0 \u09aa\u09be\u09dc\u09c7 \u099c\u09c1\u09ae\u0998\u09b0 \u09a8\u09bf\u09ac\u09be\u09b8 \u0993 \u09b8\u09ae\u09c1\u09a6\u09cd\u09b0 \u09ac\u09bf\u09b2\u09be\u09b8\u09c7 - TravelGraph
Thu, 08 Jan at 08:45 pm মাতামুহুরির পাড়ে জুমঘর নিবাস ও সমুদ্র বিলাসে - TravelGraph

মাতামুহুরী নদী, লামা, বান্দরবান পার্বত্য জেলা

\u09a8\u09a4\u09c1\u09a8 \u09ac\u099b\u09b0\u09c7 \u09a8\u09be\u09ab\u09be\u0996\u09c1\u09ae - \u09b0\u09c7\u09ae\u09be\u0995\u09cd\u09b0\u09bf\u09a4\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09a8\u09cd\u09a4
Thu, 08 Jan at 11:00 pm নতুন বছরে নাফাখুম - রেমাক্রিতে ট্যুরন্ত

নাফাখুম - Nafakhum, Remakri, Bandarban

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events