Advertisement
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে চষে বেড়ানোর রাজ্যে আপনাদেরকে স্বাগতম।
ষষ্ঠবারের মতো Altitude Hunter থেকে কমার্শিয়াল আয়োজন হতে যাচ্ছে বিচ হাইকিং ট্রিপের...
এ যাত্রায় আমরা হেঁটে দেখবো টেকনাফ থেকে কক্সবাজার অবদি সমুদ্র সৈকতের পুরোটা🤟
তুলনামূলক কমফোর্টেবল এবং উপভোগ করে হাইক টি সম্পন্ন করার লক্ষ্যে আমরা ট্রিপটি ০৪ দিনে আয়োজন করতে যাচ্ছি। এ যাত্রায় আমরা ৪ দিনে সমুদ্রের পাড় ধরে হাঁটবো প্রায় ৮০ কিলোমিটার পথ....
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কোত্থেকে হাঁটা শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, থাকবো কোথায়, খাবো কি, ওয়াশরুম ফ্যাসিলিটি কেমন হবে ইত্যাদি....
সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।
আমরা মূলত পাহাড়ে ট্রেকিং কে কেন্দ্র করেই আমাদের ইভেন্ট গুলো সাজাই। তবে এবার একটু ভিন্ন চিন্তায় আয়োজন করতে যাচ্ছি নিজেদের অপার সম্ভাবনার পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকতকে হেঁটে দেখার ও চোখ ভরে উপভোগের লক্ষ্যে। অনেকেরই প্রিয় সমুদ্র আর তার অনন্যা কন্যা কক্সবাজার এর আসল প্রকৃতির মিশ্রনে আত্মার শুদ্ধিকরন ও মন ভোলানো মুহুর্ত জড়ো করতে আপনিও হতে পারেন, একজন Altitude Hunter.
⭐⭐ ট্রেকিং স্টাইলঃ ব্যাকপ্যাকিং ও ক্যাম্পিং।
📌📌 ট্রেকিং লেভেলঃ মডারেট টু ডিফিকাল্ট
🏕️ একোমোডেশনঃ তাবু (শেয়ারিং বেইজড, ২/৩ জন)
🚍 যাত্রা শুরুঃ ২২ জানুয়ারি ২০২৬, রাত ৯.৩০টা
🚍 যাত্রা শেষঃ ২৭ জানুয়ারি ২০২৬, ভোর ০৬টা আনুমানিক।
📝 ভ্রমন পরিকল্পনাঃ
আমরা হাঁটা শুরু করবো টেকনাফ থেকে এবং শেষ করবো কক্সবাজার এর কলাতলী বিচে এসে....
প্রতিদিনের গন্তব্য কোথায় হবে তা কনফার্ম কারীদের নিয়ে মেসেঞ্জার গ্রুপে বিস্তারিত জানানো হবে।
তবে অবশ্যই সেইফটি নিয়ে সর্বোচ্চ সচেতন বরাবরের মতোই থাকবো আমরা।
তাই এমন একটি ভিন্নধর্মী আয়োজনে স্ব দলবলে চলে আসতেই পারেন।
👥👥👥 টিম সাইজঃ ২২ জন
💰💰💰 ইভেন্ট ফীঃ ৮২০০টাকা
🎀🎀🎀 যা যা পাচ্ছেন এই ইভেন্ট ফী তেঃ
1. ঢাকা - কক্সবাজার/টেকনাফ নন এসি বাস টিকেট
2. কক্সবাজার - ঢাকা নন এসি বাস টিকেট
3. প্রতিদিন সকাল ও রাতের প্রধান খাবার এবং দুপুরের জন্য কলা,পাউরুটি, চকলেট জাতীয় শুকনো খাবার।
4. লোকাল ট্রান্সপোর্ট (আপনাদের ব্যাকপ্যাক, তাবু সহ যাবতীয় সরঞ্জাম প্রতিদিন এক ক্যাম্পসাইট থেকে অন্য ক্যাম্পসাইটে পৌছাতে)
5. দক্ষ ট্রেক লিডার
6. ট্রেকিং বা হাইকিং সম্পর্কিত বিশেষ অভিজ্ঞতা শেয়ারিং সেশন।
♦♦♦ যা যা পাচ্ছেন নাঃ
১)উপরে বর্নিত তথ্যের বাইরের যে কোন বিকল্প।
⏰⏰⏰কনফার্মেশন ডেডলাইনঃ ১৫ জানুয়ারি ২০২৬ ইং
⚓কনফার্মেশন প্রসেসঃ বিকাশ করুন ৩০৬০ টাকা।
কনফার্মেশন বা বুকিং মানি অফেরতযোগ্য(ট্রিপের অন্তত ০৭ দিন আগে না জানালে)
👉 01636-680960 (পার্সোনাল বিকাশ)
👉 01636-680960 (নগদ পারসোনাল)
✅✅✅ট্রেকিং যা যা অবশ্যই সাথে নিতে হবে
------------------------------------------------------
১। ব্যাকপ্যাক - সাথে রেইন কভার
২। ট্রেকিং স্যান্ডেল
৩। স্লিপিং ব্যাগ/পাতলা কম্বল
৪। ছাতা
৫। হেড ল্যাম্প বা ছোট টর্চ লাইট
৬। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৭। হাফ প্যান্ট, ট্রাউজার
৮। প্রতিদিন দুপুরের জন্য ড্রাই ফুড (আমরাও কিছু সরবরাহ করবো)
৯। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১০। গামছা
১১। পানির বোতল (১ লিটারের ১ টা)
১২। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকস
১৩। মশার জন্য ওডোমস ক্রিম
১৪। এন আইডি কার্ডের ফটোকপি
♦️♦️ বিঃ দ্রঃ
-------
# প্রতিদিন সূর্যের তাপে ৫-৬ ঘণ্টা করে ট্রেক করতে হবে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
* দলনেতার কথা না মানা
* অভিযোগকারী ধরনের
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা
এছাড়াও যেকোন প্রয়োজনে বা জিজ্ঞসায় কল করুনঃ
Riyad hasan Ridoy:01636-680960(WhatsApp)
Masud Parvej sujon: 01862-171947 (WhatsApp)
Advertisement
Event Venue & Nearby Stays
Cox's Bazar, Cox's Bazar,Chunati, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











