Advertisement
❝মহো অর্নঃ সরস্বতী প্রচেতয়তি কেতুনা। ধিয়ো বিশ্বা বিরাজতি॥❞অর্থাৎ, জ্ঞানদাত্রী সরস্বতী প্রজ্ঞাশক্তি দ্বারা মহান জ্ঞান সমুদ্রকে প্রকাশ করেন এবং ধারণাবতী বুদ্ধি সমূহকে দীপ্তি দান করেন। [ঋগ্বেদ ১/৩/১২]
সম্মানিত সুধী,
ব্যথিত বিশ্বের নভোনীল কপোলতলে সহসা জ্যোতির মতো যিনি সমপ্রভ-আগামীর সূর্যে সূর্যে বিকশিত পদ্মে আর বিষাদ-অন্ত-প্রাণে যার স্বরবীণা সদা আন্দোলিত, প্রাণে প্রাণনা সঞ্চারী- সেই অনিন্দ্য জ্ঞানতাপসীর মানস সরোবরে প্রণম্য হই বিনম্র শ্রদ্ধায়।
পবিত্র বেদ অনুসারে, সরস্বতী বলতে স্বর্গীয় কণ্ঠ বা জ্ঞান বোঝানো হয়। যিনি সমস্ত কিছুতে বিদ্যা রুপে প্রতিষ্ঠিত, যিনি অনন্ত ভূবনের জ্ঞান, যিনি সমস্ত কিছুর জ্ঞানস্রোত সেই মহান ঈশ্বরের শোভাবর্ধনকারী অনন্ত গুণবাচক নামের মধ্যে ‘সরস্বতী’ অন্যতম।
আগামী শ্ৰীপঞ্চমী তিথি অর্থাৎ, মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সারদাম্ভতির পরমলগ্নে, অর্থাৎ ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রি., শুক্রবার ঈশ্বরের কৃপায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটি এবং সনাতনী শিক্ষার্থীবৃন্দ পঞ্চদশ (১৫’শ) বারের ন্যায় জ্ঞান, বিবেক ও বিদ্যাদায়িনী মাতা সরস্বতীর অর্চনার আয়োজন করতে যাচ্ছে। এই পূণ্যক্ষণে আমরা সকলে অহং পরিত্যাগ করে বিনম্র শ্রদ্ধা, ভক্তি, প্রণাম দ্বারা নিজেদেরকে সমর্পিত করবো।
হে সুহৃদ, দেবী বাণীর এই অর্চনায় আপনাদের সবান্ধব উপস্থিতি ঐকান্তিক কাম্য।
বিনীত নিবেদনে–
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদ্যাপন কমিটি।
প্রয়োজনে যোগাযোগ:
সাগর সাহা
সভাপতি,
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটি (২০২৫-২৬)
মোবাইল: +8801533112028
চিন্ময় কর্মকার
সহ সভাপতি,
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটি (২০২৫-২৬)
যোগাযোগ: +8801756012884
সুদ্বীপ পাল অর্ণব
সাধারণ সম্পাদক,
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটি (২০২৫-২৬)
যোগাযোগ: +8801670923858
Advertisement
Event Venue & Nearby Stays
East West University, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











