Advertisement
🌼 নগরফুলের হাসিতে রঙিন হোক একটি দিন 🌼শহরের কোলাহলের ভেতর কিছু ছোট্ট জীবন প্রতিদিন বড় লড়াই করে বাঁচে।
পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুরা—যাদের শৈশব মানে কাজ, অনিশ্চয়তা আর টিকে থাকার সংগ্রাম।
তাদের জীবনে আনন্দের দিন খুব কমই আসে।
এই ভাবনা থেকেই Youth Movements নিয়ে আসছে
💛 ‘নগরফুলদের সাথে চড়ুইভাতি (পর্ব–৫)’ 💛
একটি বিশেষ রিফ্রেশমেন্ট ট্যুর, যেখানে আমরা পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে—
একদিনের জন্য হলেও, তারা শুধু শিশু হবে,
হাসবে, খেলবে, আনন্দে মেতে উঠবে।
📅 তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২৫
🎡 স্থান: ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডম
এটি আমাদের জন্য ভীষণ আবেগের—
কারণ এটি পঞ্চমবার, আমরা পথশিশুদের নিয়ে এমন একটি আনন্দযাত্রার আয়োজন করছি।
একদিনের এই ভ্রমণ তাদের ক্লান্ত মনকে একটু বিশ্রাম দেবে,
আর ছোট্ট হৃদয়ে বুনে দেবে আশা, ভালোবাসা আর স্বপ্নের গল্প।
✨ কীভাবে যুক্ত হবেন?
আমরা অংশগ্রহণ ফি নির্ধারণ করেছি ১,২০০ টাকা, যার মধ্যে রয়েছে—
• যাতায়াত (Transport)
• খাবার (Food)
• ফ্যান্টাসি কিংডমের সকল রাইড
• ওয়াটার কিংডমের সকল রাইড
• 🎁 ১ জন পথশিশুর সম্পূর্ণ দিনের খরচ
👉 অর্থাৎ, আপনি নিজের আনন্দের পাশাপাশি একটি শিশুর আনন্দের দায়িত্বও নেবেন।
যদি সরাসরি অংশ নিতে না পারেন,
তবুও আপনি ৬০০ টাকার অনুদানে অন্তত একজন পথশিশুর জন্য একটি আনন্দময় দিনের ব্যবস্থা করতে পারেন।
আপনার ছোট্ট সহায়তাই হতে পারে
কারও জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।
🌈 “আপনার ভালোবাসায় রাঙিয়ে দিন নগরফুলের জীবন।”
চলুন, একদিনের জন্য হলেও তাদের পৃথিবীটা রঙিন করে তুলি।
📝 রেজিস্ট্রেশন ফর্ম :https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIHqrFGOTTzlY1IangPGfk8XgBAjwHKzwOt0X-buk6zgN9-g/viewform?usp=header
⏰ শেষ তারিখ: ২৫ ডিসেম্বর, ২০২৫
📞 যোগাযোগ: ০১৫৫০০৩৮২৪৫
🤍 শিশুরা হাসলে, পৃথিবীও একটু বেশি সুন্দর হয়ে ওঠে।
চলুন, সেই হাসির গল্পটা একসঙ্গে লিখি।
Advertisement
Event Venue & Nearby Stays
Fantasy Kingdom, Ashulia, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









