ডিএফএইচ পরিবেশ সংসদ ২০২৪-২০২৫ঃ পরিবেশ সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা

Wed Dec 31 2025 at 08:00 am to 11:00 am

355/1, Dilu Road (Level-1), Mogbazar, Dhaka-1217, 1217 Dhaka, Bangladesh | Dhaka

Debate For Humanity-DFH
Publisher/HostDebate For Humanity-DFH
\u09a1\u09bf\u098f\u09ab\u098f\u0987\u099a \u09aa\u09b0\u09bf\u09ac\u09c7\u09b6 \u09b8\u0982\u09b8\u09a6 \u09e8\u09e6\u09e8\u09ea-\u09e8\u09e6\u09e8\u09eb\u0983 \u09aa\u09b0\u09bf\u09ac\u09c7\u09b6 \u09b8\u099a\u09c7\u09a4\u09a8\u09a4\u09be\u09ae\u09c2\u09b2\u0995 \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09af\u09cb\u0997\u09bf\u09a4\u09be \u0993 \u0995\u09b0\u09cd\u09ae\u09b6\u09be\u09b2\u09be
Advertisement
বর্তমান বিশ্বে অপরিকল্পিত উন্নয়নের প্রভাবে পরিবেশ আজ সংকটাপূর্ণ। এই পরিস্থিতিতে ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ) এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) বিশ্বাস করে তরুণ প্রজন্মের মাঝে বিতর্ক চর্চা প্রসারের মাধ্যমে সামাজিক, রাষ্ট্রীয় ও বৈশ্বিকভাবে পরিবেশ ভারসাম্যহীনতার এ হুমকি মোকাবেলায় এ প্রজন্মকে প্রস্তুত করা সম্ভব। আর তাই বেলা'র সার্বিক সহযোগিতায় ডিএফএইচ সারা দেশের বিভিন্ন জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের প্রতিষ্ঠানের বিতার্কিক/বিতর্ক অনুরাগী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করছে "পরিবেশ সংসদ ২০২৫”।
পরিবেশ সংসদ ২০২৫ - প্রতিটি জেলায় দুই ধাপে আয়োজিত হবে। ১ম ধাপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবেলা ব্যাপী বিতর্ক কর্মশালা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী ধাপে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহনে সংশ্লিষ্ট জেলায় দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
কার্যক্রমসমূহ:
- দেশব্যাপী বিভিন্ন স্কুলে পরিবেশ বিষয়ক কর্মসূচি এবং বিতর্ক কর্মশালা আয়োজন
- জেলা ভিত্তিক সারা দিনব্যাপী বিতর্ক কর্মশালা আয়োজন
- সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন
Advertisement

Event Venue & Nearby Stays

355/1, Dilu Road (Level-1), Mogbazar, Dhaka-1217, 1217 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you: